অনলাইন ডেস্ক
বিশ্বে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্তের হার কমেছে ৩ লাখের বেশি। এ ছাড়া মৃত্যুও কমেছে প্রায় ৩ হাজার। বিশ্বব্যাপী করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যে এমনটি জানানো হয়েছে
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, গতকাল রোববার বিশ্বের বিভিন্ন দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জনের দেহে। আর এ রোগে মারা গেছেন ৫ হাজার ২৭৮ জন।
এর আগের দিন শনিবার বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৫ লাখ ৯০ হাজার ৩৯৬ জন এবং এ রোগে মৃত্যু হয়েছিল ৮ হাজার ১৭৪ জনের।
সে অনুযায়ী, একদিনের ব্যবধানে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ৩ লাখ ১০ হাজার ৪১৭ জন এবং মৃত্যুর সংখ্যা কমেছে ২ হাজার ৮৯৬ জন।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যে দেখা গেছে, রোববার রাশিয়ায় সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিন দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭০ হাজার ৯৯৯ জনের দেহে এবং মৃত্যু হয়েছে ৭৪৫ জনের।
এ ছাড়া জার্মানিতে ১ লাখ ৪ হাজার ১৩১ জন আক্রান্ত হয়েছেন ও মৃত্যু হয়েছে ৬৫ জনের, দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ১২৮ জন ও মৃত্যু হয়েছে ৫১ জনের, জাপানে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ১৫৩ জন ও মৃত্যু হয়েছে ২০৩ জনের, তুরস্কে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৩৫৫ জন এবং মৃত্যু হয়েছে ২৬৩ জনের।
রোববার বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ২৮৫ জনে এবং এ রোগে মোট মারা গেছেন ৫৯ লাখ ৬ হাজার ৯৩ জন। আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত করোনা থেকে মুক্তি পেয়েছেন ৩৫ কোটি ৫ লাখ ১৫ হাজার ৯০৩ জন।
অন্যদিকে বর্তমানে সারা বিশ্বে সক্রিয় করোনা রোগী আছেন ৬ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার ২৮৯ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
বিশ্বে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্তের হার কমেছে ৩ লাখের বেশি। এ ছাড়া মৃত্যুও কমেছে প্রায় ৩ হাজার। বিশ্বব্যাপী করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যে এমনটি জানানো হয়েছে
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, গতকাল রোববার বিশ্বের বিভিন্ন দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জনের দেহে। আর এ রোগে মারা গেছেন ৫ হাজার ২৭৮ জন।
এর আগের দিন শনিবার বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৫ লাখ ৯০ হাজার ৩৯৬ জন এবং এ রোগে মৃত্যু হয়েছিল ৮ হাজার ১৭৪ জনের।
সে অনুযায়ী, একদিনের ব্যবধানে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ৩ লাখ ১০ হাজার ৪১৭ জন এবং মৃত্যুর সংখ্যা কমেছে ২ হাজার ৮৯৬ জন।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যে দেখা গেছে, রোববার রাশিয়ায় সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিন দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭০ হাজার ৯৯৯ জনের দেহে এবং মৃত্যু হয়েছে ৭৪৫ জনের।
এ ছাড়া জার্মানিতে ১ লাখ ৪ হাজার ১৩১ জন আক্রান্ত হয়েছেন ও মৃত্যু হয়েছে ৬৫ জনের, দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ১২৮ জন ও মৃত্যু হয়েছে ৫১ জনের, জাপানে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ১৫৩ জন ও মৃত্যু হয়েছে ২০৩ জনের, তুরস্কে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৩৫৫ জন এবং মৃত্যু হয়েছে ২৬৩ জনের।
রোববার বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ২৮৫ জনে এবং এ রোগে মোট মারা গেছেন ৫৯ লাখ ৬ হাজার ৯৩ জন। আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত করোনা থেকে মুক্তি পেয়েছেন ৩৫ কোটি ৫ লাখ ১৫ হাজার ৯০৩ জন।
অন্যদিকে বর্তমানে সারা বিশ্বে সক্রিয় করোনা রোগী আছেন ৬ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার ২৮৯ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
গত জুলাইয়ে নিরঙ্কুশ জয় নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। কনজারভেটিভ পার্টির ঋষি সুনাকের ব্যর্থতার পর পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব কাঁধে নেন স্টারমার।
২৯ মিনিট আগেব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুসারে, ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৩৪৮ বিলিয়ন মার্কিন ডলার। বিগত কয়েক দিনে তাঁর সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৪ বিলিয়ন ডলার। এই তালিকায় থাকা বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী
৩৩ মিনিট আগেযুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের একটি সূত্র গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে এই বিষয়টি জানিয়েছে। তবে, যুদ্ধবিরতির আশা থাকলেও লেবাননে ইসরায়েলি
৩ ঘণ্টা আগেইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কেবল গ্রেপ্তারি পরোয়ানা জারিই যথেষ্ট নয়। তাঁর বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা উচিত। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের তীব্র
৩ ঘণ্টা আগে