আজকের পত্রিকা ডেস্ক
ঢাকা: জান্তা সরকারের নির্যাতন এবং বিরোধী বিক্ষোভ কিছুটা কমলেও এবার মহামারি করোনাভাইরাসের ভয়াবহতার সম্মুখীন হয়েছে মিয়ানমারবাসী। গতকাল দেশটিতে এক দিনে করোনা শনাক্ত ছিল এখন পর্যন্ত সর্বোচ্চ। ব্রাজিলে মৃত্যু কমলেও শনাক্ত ছিল চল্লিশ হাজারের বেশি। তবে বিশ্ব করোনা পরিস্থিতি ছিল নিম্নমুখী।
এক দিনে নতুন করে ৫৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে আজ সোমবার জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যমগুলো। যা গত ১ ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ শনাক্ত। কিন্তু কয়টি নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া গেছে তা জানানো হয়নি। দেশটিতে কতজন টিকা নিয়েছেন সে ব্যাপারেও পরিষ্কার তথ্য দিতে পারছে না সংবাদমাধ্যমগুলো।
ব্রাজিলে এক দিনে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৪ হাজার ১৭৮ জনের । করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৫ জন। আগের দিন করোনায় মোট মৃত্যু ৫ লাখ ছাড়ায়। দেশটিতে প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ।
তবে, বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে মৃত্যুর সংখ্যা কমতে কমতে নেমে এসেছে প্রায় ৬ হাজারে। নতুন করে মারা গেছেন ৬ হাজার ১২১ জন। আগের দিনের তুলনায় যা ১ হাজার ৬০০ কম। নতুন শনাক্ত নেমে এসেছে তিন লাখের নিচে। এক দিনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৮৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৫৪ হাজার।
এদিকে, ভারতে ৮৮ দিনের মধ্যে সবচেয়ে কম করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। নতুন করে ৫৩ হাজার ২৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ৪২২ জনের। টানা ১৪ দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে দেশটিতে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল মাত্র ৩ দশমিক ৮৩।
ঢাকা: জান্তা সরকারের নির্যাতন এবং বিরোধী বিক্ষোভ কিছুটা কমলেও এবার মহামারি করোনাভাইরাসের ভয়াবহতার সম্মুখীন হয়েছে মিয়ানমারবাসী। গতকাল দেশটিতে এক দিনে করোনা শনাক্ত ছিল এখন পর্যন্ত সর্বোচ্চ। ব্রাজিলে মৃত্যু কমলেও শনাক্ত ছিল চল্লিশ হাজারের বেশি। তবে বিশ্ব করোনা পরিস্থিতি ছিল নিম্নমুখী।
এক দিনে নতুন করে ৫৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে আজ সোমবার জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যমগুলো। যা গত ১ ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ শনাক্ত। কিন্তু কয়টি নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া গেছে তা জানানো হয়নি। দেশটিতে কতজন টিকা নিয়েছেন সে ব্যাপারেও পরিষ্কার তথ্য দিতে পারছে না সংবাদমাধ্যমগুলো।
ব্রাজিলে এক দিনে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৪ হাজার ১৭৮ জনের । করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৫ জন। আগের দিন করোনায় মোট মৃত্যু ৫ লাখ ছাড়ায়। দেশটিতে প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ।
তবে, বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে মৃত্যুর সংখ্যা কমতে কমতে নেমে এসেছে প্রায় ৬ হাজারে। নতুন করে মারা গেছেন ৬ হাজার ১২১ জন। আগের দিনের তুলনায় যা ১ হাজার ৬০০ কম। নতুন শনাক্ত নেমে এসেছে তিন লাখের নিচে। এক দিনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৮৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৫৪ হাজার।
এদিকে, ভারতে ৮৮ দিনের মধ্যে সবচেয়ে কম করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। নতুন করে ৫৩ হাজার ২৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ৪২২ জনের। টানা ১৪ দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে দেশটিতে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল মাত্র ৩ দশমিক ৮৩।
পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভেঙে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঢুকে পড়েছে ইমরান খানের সমর্থকেরা। তারা ঢুকে পড়ার পরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে গেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা আজ মঙ্গলবার
২৯ মিনিট আগেগুরুত্বপূর্ণ কারণ ছিল—মুসলিম ভোটের বিভাজন। যার ফলে, রাজ্য বিধানসভার মুসলিম অধ্যুষিত ৩৮টি আসনের একটি বড় অংশকেই শাসক জোটকে পকেটে পুরতে সহায়তা করেছে
১ ঘণ্টা আগেপাকিস্তানের ফেডারেল রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকেরা রাজধানীতে পৌঁছে বিক্ষোভ করতে পারে
৩ ঘণ্টা আগেদুর্বৃত্তরা শ্রীনগর হাইওয়েতে একটি গাড়ি রেঞ্জারস সদস্যদের ওপর উঠিয়ে দিলে চার সদস্য নিহত হন এবং আরও পাঁচ রেঞ্জারস ও দুই পুলিশ কর্মকর্তা আহত হন। তবে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত ৪ রেঞ্জারস এবং দুই পুলিশ কর্মকর্তার প্রাণ গেছে। এ ছাড়া ১০০-এর বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে