অনলাইন ডেস্ক
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জয়ী হয়েছে। এই জয়ের পেছনের কারণ হিসেবে ব্যাপকভাবে একনাথ সিন্ধের সরকারের জনকল্যাণমূলক কাজকে তুলে ধরা হলেও এই নির্বাচনে বিজেপি জোটের জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল মুসলিম ভোটের বিভাজন। ফলে, রাজ্য বিধানসভার মুসলিম অধ্যুষিত ৩৮টি আসনের একটি বড় অংশকেই শাসক জোটকে পকেটে পুরতে সহায়তা করেছে।
এই ৩৮টি বিধানসভা আসনে মুসলিম জনসংখ্যা ২০ শতাংশের বেশি, যা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করেছে। সামগ্রিকভাবে শাসক জোট এই ৩৮টি আসনের মধ্যে ২২টি জিতেছে। অর্থাৎ, কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট মহা বিকাশ আঘাদির (এমভিএ) পাওয়া ১৩টি আসনের তুলনায় অনেক বেশি।
মুসলিম ভোট বিভাজনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কংগ্রেস। এবারের বিধানসভা নির্বাচনে দলটি মাত্র পাঁচটি আসন পেয়েছে। অথচ, ২০১৯ সালে এই রাজ্যে কংগ্রেসের আসনসংখ্যা ছিল ১১। উদ্ধব ঠাকরের শিব সেনা পেয়েছে মাত্র পাঁচটি আসন এবং শারদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি মাত্র দুটি আসনে জয় পেয়েছে।
মুসলিম অধ্যুষিত এই ৩৮টি আসনের মধ্যে বিজেপি যেখানে ২০১৯ সালে ১১টি পেয়েছিল, সেখানে এবারে তারা ১৪টি আসন পেয়েছে। একনাথ সিন্ধের শিব সেনা জিতেছে ছয়টি আসন এবং অজিত পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) জিতেছে দুটি আসন। বাকি তিনটি আসনের মধ্যে সমাজবাদী পার্টি দুটি এবং আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম মাত্র একটি আসন পেয়েছে।
এই ফলাফল ইঙ্গিত দেয় যে, মুসলিম সম্প্রদায়ের সম্মিলিত সিদ্ধান্তের ওপর ধর্মীয় নেতাদের প্রভাব ছিল খুবই দুর্বল। বিষয়টি বিজেপিকে তাদের ‘ভোট জিহাদ’ বা মুসলিম ভোটের সংহতির অভাবের অভিযোগকে জোরালো করতে সহায়তা করেছে।
তবে বিরোধীদের মধ্যকার মেরুকরণের অভিযোগ অস্বীকার করে বিজেপির জ্যেষ্ঠ নেতা বিনয় সহস্রবুদ্ধি বলেন, সব সম্প্রদায় ‘এক হ্যায় তো সেফ হ্যায়’ স্লোগানের অন্তর্ভুক্ত। তিনি বলেন, ‘মানুষ এমভিএর তোষণ ও মেরুকরণের রাজনীতির ফাঁদে পা দেয়নি এবং উন্নয়নের জন্য এক ছাদের নিচে সমবেত হয়েছে। আমাদের এক হ্যায় তো সেফ হ্যায় মন্ত্রে সব সম্প্রদায় অন্তর্ভুক্ত।’
মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সালিম সরাং বলেন, ‘এখানে তোষণের কোনো জায়গা নেই, মানুষ উন্নয়ন ও সুবিধা দেখেই ভোট দিয়েছে।’ বড় মুসলিম নেতাদের মধ্যে যারা এবারের বিধানসভা নির্বাচনের ভোটে হেরেছেন, তাদের মধ্যে আছেন এনসিপির নওয়াব মালিক ও জিশান সিদ্দিকি এবং কংগ্রেসের আরিফ নাসিম খান।
মুসলিম সম্প্রদায়ের সমর্থন গত মে মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে মহাবিকাশ আঘাদি জোটকে বড় জয় এনে দিলেও, বিধানসভা নির্বাচনে তা হয়নি। এবারে এমভিএ জোট মানুষের কম উৎসাহ, ভোটের বিভাজন এবং কিছু আসনে সাম্প্রদায়িক মেরুকরণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু আসনে একাধিক মুসলিম প্রার্থীর উপস্থিতি ভোট বিভাজন আরও বাড়িয়েছে।
উদাহরণস্বরূপ, ঔরঙ্গাবাদ পূর্ব আসনে এআইএমআইএম রাজ্য সভাপতি ও সাবেক লোকসভা সদস্য ইমতিয়াজ জলিল বিজেপির অতুল সাভের কাছে ২ হাজার ১৬১ ভোটে হেরেছেন। এই আসনে বঞ্চিত বহুজন আঘাদি বা ভিবিএর আফসার খান (যিনি ৬ হাজার ৫০৭ ভোট পেয়েছেন) এবং সমাজবাদী পার্টি বা এসপির আবদুল গাফফার সৈয়দ (৫ হাজার ৯৪৩ ভোট পেয়ে) মুসলিম ভোট বিভাজন করে জলিলের পরাজয় নিশ্চিত করেছেন।
এআইএমআইএম কেবল একটি আসন জিতেছে। সেটি হলো—মুসলিমপ্রধান মালেগাঁও সেন্ট্রাল আসন। এই আসনে দলটির প্রার্থী মুফতি ইসমাইল মাত্র ১৬২ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন, যা এবারের নির্বাচনে সর্বনিম্ন ব্যবধান।
অন্যদিকে, ভিওয়ান্দি পশ্চিম আসনে বিজেপির মহেশ চাউগুলে এসপির রিয়াজ আজমিকে ৩১ হাজার ২৯৩ ভোটে পরাজিত করেছেন। কারণ মুসলিম ভোট এআইএমআইএমের ওয়ারিস পাঠান (১৫ হাজার ৮০০ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী বিলাস পাতিলের (৩১ হাজার ৫৭৯ ভোট) বিভক্ত হয়ে গেছে।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জয়ী হয়েছে। এই জয়ের পেছনের কারণ হিসেবে ব্যাপকভাবে একনাথ সিন্ধের সরকারের জনকল্যাণমূলক কাজকে তুলে ধরা হলেও এই নির্বাচনে বিজেপি জোটের জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল মুসলিম ভোটের বিভাজন। ফলে, রাজ্য বিধানসভার মুসলিম অধ্যুষিত ৩৮টি আসনের একটি বড় অংশকেই শাসক জোটকে পকেটে পুরতে সহায়তা করেছে।
এই ৩৮টি বিধানসভা আসনে মুসলিম জনসংখ্যা ২০ শতাংশের বেশি, যা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করেছে। সামগ্রিকভাবে শাসক জোট এই ৩৮টি আসনের মধ্যে ২২টি জিতেছে। অর্থাৎ, কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট মহা বিকাশ আঘাদির (এমভিএ) পাওয়া ১৩টি আসনের তুলনায় অনেক বেশি।
মুসলিম ভোট বিভাজনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কংগ্রেস। এবারের বিধানসভা নির্বাচনে দলটি মাত্র পাঁচটি আসন পেয়েছে। অথচ, ২০১৯ সালে এই রাজ্যে কংগ্রেসের আসনসংখ্যা ছিল ১১। উদ্ধব ঠাকরের শিব সেনা পেয়েছে মাত্র পাঁচটি আসন এবং শারদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি মাত্র দুটি আসনে জয় পেয়েছে।
মুসলিম অধ্যুষিত এই ৩৮টি আসনের মধ্যে বিজেপি যেখানে ২০১৯ সালে ১১টি পেয়েছিল, সেখানে এবারে তারা ১৪টি আসন পেয়েছে। একনাথ সিন্ধের শিব সেনা জিতেছে ছয়টি আসন এবং অজিত পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) জিতেছে দুটি আসন। বাকি তিনটি আসনের মধ্যে সমাজবাদী পার্টি দুটি এবং আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম মাত্র একটি আসন পেয়েছে।
এই ফলাফল ইঙ্গিত দেয় যে, মুসলিম সম্প্রদায়ের সম্মিলিত সিদ্ধান্তের ওপর ধর্মীয় নেতাদের প্রভাব ছিল খুবই দুর্বল। বিষয়টি বিজেপিকে তাদের ‘ভোট জিহাদ’ বা মুসলিম ভোটের সংহতির অভাবের অভিযোগকে জোরালো করতে সহায়তা করেছে।
তবে বিরোধীদের মধ্যকার মেরুকরণের অভিযোগ অস্বীকার করে বিজেপির জ্যেষ্ঠ নেতা বিনয় সহস্রবুদ্ধি বলেন, সব সম্প্রদায় ‘এক হ্যায় তো সেফ হ্যায়’ স্লোগানের অন্তর্ভুক্ত। তিনি বলেন, ‘মানুষ এমভিএর তোষণ ও মেরুকরণের রাজনীতির ফাঁদে পা দেয়নি এবং উন্নয়নের জন্য এক ছাদের নিচে সমবেত হয়েছে। আমাদের এক হ্যায় তো সেফ হ্যায় মন্ত্রে সব সম্প্রদায় অন্তর্ভুক্ত।’
মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সালিম সরাং বলেন, ‘এখানে তোষণের কোনো জায়গা নেই, মানুষ উন্নয়ন ও সুবিধা দেখেই ভোট দিয়েছে।’ বড় মুসলিম নেতাদের মধ্যে যারা এবারের বিধানসভা নির্বাচনের ভোটে হেরেছেন, তাদের মধ্যে আছেন এনসিপির নওয়াব মালিক ও জিশান সিদ্দিকি এবং কংগ্রেসের আরিফ নাসিম খান।
মুসলিম সম্প্রদায়ের সমর্থন গত মে মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে মহাবিকাশ আঘাদি জোটকে বড় জয় এনে দিলেও, বিধানসভা নির্বাচনে তা হয়নি। এবারে এমভিএ জোট মানুষের কম উৎসাহ, ভোটের বিভাজন এবং কিছু আসনে সাম্প্রদায়িক মেরুকরণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু আসনে একাধিক মুসলিম প্রার্থীর উপস্থিতি ভোট বিভাজন আরও বাড়িয়েছে।
উদাহরণস্বরূপ, ঔরঙ্গাবাদ পূর্ব আসনে এআইএমআইএম রাজ্য সভাপতি ও সাবেক লোকসভা সদস্য ইমতিয়াজ জলিল বিজেপির অতুল সাভের কাছে ২ হাজার ১৬১ ভোটে হেরেছেন। এই আসনে বঞ্চিত বহুজন আঘাদি বা ভিবিএর আফসার খান (যিনি ৬ হাজার ৫০৭ ভোট পেয়েছেন) এবং সমাজবাদী পার্টি বা এসপির আবদুল গাফফার সৈয়দ (৫ হাজার ৯৪৩ ভোট পেয়ে) মুসলিম ভোট বিভাজন করে জলিলের পরাজয় নিশ্চিত করেছেন।
এআইএমআইএম কেবল একটি আসন জিতেছে। সেটি হলো—মুসলিমপ্রধান মালেগাঁও সেন্ট্রাল আসন। এই আসনে দলটির প্রার্থী মুফতি ইসমাইল মাত্র ১৬২ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন, যা এবারের নির্বাচনে সর্বনিম্ন ব্যবধান।
অন্যদিকে, ভিওয়ান্দি পশ্চিম আসনে বিজেপির মহেশ চাউগুলে এসপির রিয়াজ আজমিকে ৩১ হাজার ২৯৩ ভোটে পরাজিত করেছেন। কারণ মুসলিম ভোট এআইএমআইএমের ওয়ারিস পাঠান (১৫ হাজার ৮০০ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী বিলাস পাতিলের (৩১ হাজার ৫৭৯ ভোট) বিভক্ত হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে থাকা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পরিবর্তনের প্রচেষ্টা সংক্রান্ত মামলাটি বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত এই মামলা বাতিল করে গতকাল সোমবার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
১ ঘণ্টা আগেপুলিশের স্থাপন করা ব্যারিকেড ভেঙে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঢুকে পড়েছে ইমরান খানের সমর্থকেরা। তারা ঢুকে পড়ার পরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে গেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা আজ মঙ্গলবার
২ ঘণ্টা আগেপাকিস্তানের ফেডারেল রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকেরা রাজধানীতে পৌঁছে বিক্ষোভ করতে পারে
৪ ঘণ্টা আগেদুর্বৃত্তরা শ্রীনগর হাইওয়েতে একটি গাড়ি রেঞ্জারস সদস্যদের ওপর উঠিয়ে দিলে চার সদস্য নিহত হন এবং আরও পাঁচ রেঞ্জারস ও দুই পুলিশ কর্মকর্তা আহত হন। তবে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত ৪ রেঞ্জারস এবং দুই পুলিশ কর্মকর্তার প্রাণ গেছে। এ ছাড়া ১০০-এর বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে