আজকের পত্রিকা ডেস্ক
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার শুরু থেকে সাহায্য করে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলিদের রক্ষার নাম করে অস্ত্র-অর্থ—সবই দিয়েছে মার্কিন প্রশাসন। এবার যুক্তরাষ্ট্রের দুই টেক জায়ান্টের নাম এল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এই হামলায় ইসরায়েলকে সাহায্য করেছে মাইক্রোসফট ও গুগল।
মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, গুগল সরাসরি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সহায়তা করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু হওয়ার প্রথম কয়েক সপ্তাহ থেকেই গুগলের কর্মীরা ইসরায়েলি সামরিক বাহিনীকে তাঁদের সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সুবিধা দিতে শুরু করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, গুগল এমন একসময়ে এই কাজটি করেছে, যখন গুগল নিজেকে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা সংস্থাগুলো থেকে দূরে রাখার চেষ্টা করছিল। এর আগে, ইসরায়েল সরকারের সঙ্গে ক্লাউড কম্পিউটিং চুক্তি নিয়ে নিজ কর্মীদের প্রতিবাদের মুখোমুখি হয়েছিল গুগল।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ২০২৪ সালে গুগল ৫০ জন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করে। এই কর্মীদের দাবি ছিল, নিমবাস চুক্তির মাধ্যমে সরবরাহ করা প্রযুক্তি ফিলিস্তিনিদের ক্ষতি করার জন্য ইসরায়েলি সামরিক বাহিনী ব্যবহার করবে। এর আগে ২০২১ সালে, গুগল ও আমাজনের কর্মীরা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক খোলা চিঠিতে নিমবাস প্রকল্প চুক্তির নিন্দা জানান।
এদিকে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া নথি থেকে জানা যাচ্ছে, গাজায় যখন হামলার মাত্রা বাড়ানো হয়, তখন মাইক্রোসফটের ক্লাউড ও এআই প্রযুক্তির ওপর নির্ভর করেছিল ইসরায়েলি বাহিনী।
খবরে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী যখন গাজায় হামলা শুরু করে তখন থেকে তারা মাইক্রোসফটের সঙ্গে সম্পর্ক আরও গভীর করে। এই হামলায় কারিগরি সুবিধা দেওয়ার জন্য মাইক্রোসফটের সঙ্গে ১ কোটি ডলার চুক্তিও করেছিল তারা।
গত ৭ অক্টোবর হামলা শুরুর পরপরই আইডিএফের কারিগরি সংকট দেখা দেয়। বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, তাদের কাছে যে পরিমাণ তথ্য ছিল, সেই সব তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণের জন্য মাইক্রোসফট, গুগল ও আরেক টেক জায়ান্ট আমাজনের ওপর নির্ভরশীলতা বাড়ে। আইডিএফের প্রশাসনিক কাজে সহযোগিতা ছাড়া সম্মুখ সমর ও গোয়েন্দা তৎপরতায় সাহায্য করেছে মাইক্রোসফট।
তবে এ নিয়ে মাইক্রোসফট, আইডিএফ কিংবা ইসরায়েলি বাহিনী—কেউই কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার শুরু থেকে সাহায্য করে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলিদের রক্ষার নাম করে অস্ত্র-অর্থ—সবই দিয়েছে মার্কিন প্রশাসন। এবার যুক্তরাষ্ট্রের দুই টেক জায়ান্টের নাম এল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এই হামলায় ইসরায়েলকে সাহায্য করেছে মাইক্রোসফট ও গুগল।
মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, গুগল সরাসরি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সহায়তা করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু হওয়ার প্রথম কয়েক সপ্তাহ থেকেই গুগলের কর্মীরা ইসরায়েলি সামরিক বাহিনীকে তাঁদের সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সুবিধা দিতে শুরু করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, গুগল এমন একসময়ে এই কাজটি করেছে, যখন গুগল নিজেকে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা সংস্থাগুলো থেকে দূরে রাখার চেষ্টা করছিল। এর আগে, ইসরায়েল সরকারের সঙ্গে ক্লাউড কম্পিউটিং চুক্তি নিয়ে নিজ কর্মীদের প্রতিবাদের মুখোমুখি হয়েছিল গুগল।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ২০২৪ সালে গুগল ৫০ জন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করে। এই কর্মীদের দাবি ছিল, নিমবাস চুক্তির মাধ্যমে সরবরাহ করা প্রযুক্তি ফিলিস্তিনিদের ক্ষতি করার জন্য ইসরায়েলি সামরিক বাহিনী ব্যবহার করবে। এর আগে ২০২১ সালে, গুগল ও আমাজনের কর্মীরা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক খোলা চিঠিতে নিমবাস প্রকল্প চুক্তির নিন্দা জানান।
এদিকে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া নথি থেকে জানা যাচ্ছে, গাজায় যখন হামলার মাত্রা বাড়ানো হয়, তখন মাইক্রোসফটের ক্লাউড ও এআই প্রযুক্তির ওপর নির্ভর করেছিল ইসরায়েলি বাহিনী।
খবরে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী যখন গাজায় হামলা শুরু করে তখন থেকে তারা মাইক্রোসফটের সঙ্গে সম্পর্ক আরও গভীর করে। এই হামলায় কারিগরি সুবিধা দেওয়ার জন্য মাইক্রোসফটের সঙ্গে ১ কোটি ডলার চুক্তিও করেছিল তারা।
গত ৭ অক্টোবর হামলা শুরুর পরপরই আইডিএফের কারিগরি সংকট দেখা দেয়। বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, তাদের কাছে যে পরিমাণ তথ্য ছিল, সেই সব তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণের জন্য মাইক্রোসফট, গুগল ও আরেক টেক জায়ান্ট আমাজনের ওপর নির্ভরশীলতা বাড়ে। আইডিএফের প্রশাসনিক কাজে সহযোগিতা ছাড়া সম্মুখ সমর ও গোয়েন্দা তৎপরতায় সাহায্য করেছে মাইক্রোসফট।
তবে এ নিয়ে মাইক্রোসফট, আইডিএফ কিংবা ইসরায়েলি বাহিনী—কেউই কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে পুরোনো নিষেধাজ্ঞাগুলোকে পুনর্বহাল করার পথে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, এবারও তিনি আরব ও মুসলিম দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটছেন। সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তাঁর জারি করা একটি আদেশ থেকে এ ধরনের
৪ ঘণ্টা আগেশ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ জানিয়েছেন, দেশটিতে প্রস্তাবিত ৩৭০ কোটি ডলারের তেল শোধনাগার দ্রুত বাস্তবায়নের জন্য চীনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি সিনোপেকের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এই শোধনাগারটি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী হামবানটোটায় নির্মিত হবে।
৬ ঘণ্টা আগেইউক্রেন ইস্যুতে আলোচনায় বসার তাগাদা দিয়ে রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে বিবিসি জানিয়েছে, ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে...
৮ ঘণ্টা আগেবাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় পুরো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছিল। নতুন শাসকগোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দেশটিকে নতুনভাবে গড়ার চেষ্টা করছে। এই অবস্থায় তারা পুলিশ পুনর্গঠনে ইসলামি শিক্ষা ও আইনের দ্বারস্থ হয়েছে।
৯ ঘণ্টা আগে