এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিল কানাডা 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৩২
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩০

ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন ঘোষণা করায় রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। স্থানীয় সময় মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

জাস্টিন ট্রুডো বলেন, রাশিয়া যা করেছে তা সার্বভৌম রাষ্ট্রের ওপর হামলার সমান। এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। আমরা রাশিয়ার সরকারি ব্যাংকগুলোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা প্রয়োগ করব এবং তাদের সঙ্গে আর্থিক লেনদেন প্রতিরোধ করব।

ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন ঘোষণা করার পর এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।

পশ্চিমা কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে সতর্ক করে আসছেন যে পুতিন ইউক্রেনে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত