অনলাইন ডেস্ক
উড়োজাহাজের ফ্লাইটে এয়ারলাইনসের নিম্নমানের খাবার পরিবেশন নিয়ে একের পর এক অভিযোগ মিলছে। বিশেষ করে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীর খাবারে জ্যান্ত পোকা পাওয়া ও তারকা শেফ সঞ্জীব কাপুরকে ঠান্ডা খাবার খেতে দেওয়ার অভিযোগ উঠলে অনেকেই ক্ষোভ উগরে দেন।
সঞ্জীব কাপুর এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে নাগপুর থেকে মুম্বাই যাচ্ছিলেন। সেখানে খাবার অর্ডার করলে তাঁকে দেওয়া হয় ঠান্ডা চিকেন টিক্কা, সামান্য ফিলিং দেওয়া স্যান্ডউইচ, তরমুজ ও ফলের রসের বদলে ‘সুগার সিরাপ’। ক্ষুব্ধ হয়ে টুইটারে খাবারের ছবি পোস্ট করেন সঞ্জীব।
এরই মধ্যে পাওয়া গেল আরেক নতুন অভিযোগ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, বিজনেস ক্লাসের একজন যাত্রীকে খেতে দেওয়া হয়েছে মাত্র একটি কলা। জাপানিজ এয়ারলাইনসের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ।
ওই যাত্রীর নাম ক্রিস চারি, তিনি জাপানের টোকিও থেকে ৭ ঘণ্টার ভ্রমণ করে ইন্দোনেশিয়া যাচ্ছিলেন। সকালের নাশতায় তিনি নিরামিষজাতীয় খাবার (ভিগান) অর্ডার করেছিলেন। কিন্তু তিনি ভাবতে পারেননি মাত্র একটি কলা থাকবে খাবারের তালিকায়। তাও আবার সঙ্গে দেওয়া হয়েছে চপস্টিক।
ক্রিস চারি আরও জানান, তাঁকে যে দুপুরের খাবার পরিবেশন করা হয়েছিল তাতে কেবল স্প্যাগেটি (এক ধরনের নুডলস) ছিল। ক্রিস আবার সেসব খাবারের ছবি আপলোড করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে যাঁরা আমিষ (নন-ভিগান) খান তাঁদের জন্য বিভিন্ন খাবারের সুব্যবস্থা রয়েছে বলে জানান ওই যাত্রী। এয়ারলাইনসের নন-ভিগান মেনুতে নাশতার মধ্যে আছে, মরক্কো স্টাইলের সালাদসহ টুনা মাছ, দুই ধরনের পনির ও ব্যাগুয়েট নামের এক প্রকার রুটি। এর বিপরীতে একটি কলা সত্যিই অনেক বৈষম্যের বলে মনে করছেন নেটিজেনরা।
উড়োজাহাজের ফ্লাইটে এয়ারলাইনসের নিম্নমানের খাবার পরিবেশন নিয়ে একের পর এক অভিযোগ মিলছে। বিশেষ করে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীর খাবারে জ্যান্ত পোকা পাওয়া ও তারকা শেফ সঞ্জীব কাপুরকে ঠান্ডা খাবার খেতে দেওয়ার অভিযোগ উঠলে অনেকেই ক্ষোভ উগরে দেন।
সঞ্জীব কাপুর এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে নাগপুর থেকে মুম্বাই যাচ্ছিলেন। সেখানে খাবার অর্ডার করলে তাঁকে দেওয়া হয় ঠান্ডা চিকেন টিক্কা, সামান্য ফিলিং দেওয়া স্যান্ডউইচ, তরমুজ ও ফলের রসের বদলে ‘সুগার সিরাপ’। ক্ষুব্ধ হয়ে টুইটারে খাবারের ছবি পোস্ট করেন সঞ্জীব।
এরই মধ্যে পাওয়া গেল আরেক নতুন অভিযোগ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, বিজনেস ক্লাসের একজন যাত্রীকে খেতে দেওয়া হয়েছে মাত্র একটি কলা। জাপানিজ এয়ারলাইনসের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ।
ওই যাত্রীর নাম ক্রিস চারি, তিনি জাপানের টোকিও থেকে ৭ ঘণ্টার ভ্রমণ করে ইন্দোনেশিয়া যাচ্ছিলেন। সকালের নাশতায় তিনি নিরামিষজাতীয় খাবার (ভিগান) অর্ডার করেছিলেন। কিন্তু তিনি ভাবতে পারেননি মাত্র একটি কলা থাকবে খাবারের তালিকায়। তাও আবার সঙ্গে দেওয়া হয়েছে চপস্টিক।
ক্রিস চারি আরও জানান, তাঁকে যে দুপুরের খাবার পরিবেশন করা হয়েছিল তাতে কেবল স্প্যাগেটি (এক ধরনের নুডলস) ছিল। ক্রিস আবার সেসব খাবারের ছবি আপলোড করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে যাঁরা আমিষ (নন-ভিগান) খান তাঁদের জন্য বিভিন্ন খাবারের সুব্যবস্থা রয়েছে বলে জানান ওই যাত্রী। এয়ারলাইনসের নন-ভিগান মেনুতে নাশতার মধ্যে আছে, মরক্কো স্টাইলের সালাদসহ টুনা মাছ, দুই ধরনের পনির ও ব্যাগুয়েট নামের এক প্রকার রুটি। এর বিপরীতে একটি কলা সত্যিই অনেক বৈষম্যের বলে মনে করছেন নেটিজেনরা।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছিল, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে সৌদি আরবের হাত ছিল বলে দাবি করেছেন তাঁর স্ত্রী বুশরা বিবি। সংবাদমাধ্যমগুলো বুশরা বিবির একটি ভিডিও বক্তব্যের বরাত দিয়ে এই খবর দিয়েছিল।
১০ মিনিট আগেভারতের মিজোরাম রাজ্য সরকার দেশ ও দেশের বাইরের বিভিন্ন স্থান থেকে আশ্রয় নেওয়া সব শরণার্থীকে একটি স্থানে স্থানান্তরিত করার পরিকল্পনা করছে। পাশাপাশি তাদের সবাইকে একত্র করারও উদ্যোগ নিয়েছে। এর ফলে, ২ হাজারের বেশি বাংলাদেশিও এই কেন্দ্রে আশ্রয় পাবেন বলে জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক পরামর্শদা
২৫ মিনিট আগেবাংলাদেশে পাচারের জন্য ভারতের রাজস্থান রাজ্যের একটি দোকান থেকে বেশ কয়েকটি আইফোন চুরি করেছিল একটি চক্র। যার বাজার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি রুপি। জয়পুর পুলিশ সম্প্রতি সেই চক্রটির ৫ সদস্যকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, গত ৬ নভেম্বর একটি স্থানীয় মোবাইল দোকান থেকে আইফোনগুলো
৪১ মিনিট আগেভারতের দুই রাজ্য মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিছুদিন আগেই। সেই নির্বাচনের ফলাফলে দেখা গেছে, মহারাষ্ট্রে বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সই (এনডিএ) ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে ঝাড়খণ্ডে বিজেপির জোট এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কংগ্রেস ও স্থানী ঝাড়খণ্ড জনমুক্তি
৪ ঘণ্টা আগে