মালয়েশিয়ায় ভূমিধসে মৃত্যু বেড়ে ২৫, নিখোঁজ অন্তত ৮

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২, ১১: ০১
আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১১: ২৬

মালয়েশিয়ার সেলানগর রাজ্যের বাতাংকালি শহরে ভূমিধসের ঘটনায় মৃত্যু বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। গত শুক্রবার ভোরে একটি ক্যাম্প সাইটে এই প্রাণহানি হয়। এ ঘটনায় এখনো অন্তত আটজন নিখোঁজ আছে। তাদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ বিভাগের নেতৃত্বে পুলিশসহ বিভিন্ন সংস্থার প্রায় ৬৮০ জন কর্মী উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। 

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলানগর রাজ্যটি অবস্থিত। শুক্রবার দিবাগত রাতে একটি অরগানিক খামারের কাছের পাহাড়ি রাস্তা ধসে পড়ে। ওই খামারে তাঁবু খাঁটিয়ে থাকার ব্যবস্থা ছিল। আর রাস্তা ধসে তাঁবুর ওপরে পড়ায় এই প্রাণহানি হয় বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের। 

বাতাং কালি শহরের জেনটিং হাইল্যান্ডসের লাগোয়া পাহাড়ি এলাকা এটি। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জেনটিং হাইল্যান্ডস পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। 

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিধসের সময় পাহাড়ের পাশে থাকা ওই ক্যাম্প সাইটে ৯০ জনেরও বেশি মানুষ ছিল, যাদের বেশির ভাগই ঘুমিয়ে ছিল ওই সময়। দুর্ঘটনার পর অন্তত ৬০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। 

ফার্মটির ক্যাম্প সাইট চালানোর লাইসেন্স ছিল না। আইন ভঙ্গ করে এটি চালানোর অভিযোগ উঠেছে। আর অভিযোগ প্রমাণিত হলে তাদের শাস্তি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

মালয়েশিয়ায় প্রায়ই ভূমিধস হয়ে থাকে। সেলানগর রাজ্যটিতেও এর আগে ভূমিধস হয়েছে। এসব ভূমিধসের বেশির ভাগের জন্য বন উজাড় করাকেই দায়ী করা হয়। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত