অনলাইন ডেস্ক
মালয়েশিয়ার সেলানগর রাজ্যের বাতাংকালি শহরে ভূমিধসের ঘটনায় মৃত্যু বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। গত শুক্রবার ভোরে একটি ক্যাম্প সাইটে এই প্রাণহানি হয়। এ ঘটনায় এখনো অন্তত আটজন নিখোঁজ আছে। তাদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ বিভাগের নেতৃত্বে পুলিশসহ বিভিন্ন সংস্থার প্রায় ৬৮০ জন কর্মী উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলানগর রাজ্যটি অবস্থিত। শুক্রবার দিবাগত রাতে একটি অরগানিক খামারের কাছের পাহাড়ি রাস্তা ধসে পড়ে। ওই খামারে তাঁবু খাঁটিয়ে থাকার ব্যবস্থা ছিল। আর রাস্তা ধসে তাঁবুর ওপরে পড়ায় এই প্রাণহানি হয় বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের।
বাতাং কালি শহরের জেনটিং হাইল্যান্ডসের লাগোয়া পাহাড়ি এলাকা এটি। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জেনটিং হাইল্যান্ডস পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিধসের সময় পাহাড়ের পাশে থাকা ওই ক্যাম্প সাইটে ৯০ জনেরও বেশি মানুষ ছিল, যাদের বেশির ভাগই ঘুমিয়ে ছিল ওই সময়। দুর্ঘটনার পর অন্তত ৬০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।
ফার্মটির ক্যাম্প সাইট চালানোর লাইসেন্স ছিল না। আইন ভঙ্গ করে এটি চালানোর অভিযোগ উঠেছে। আর অভিযোগ প্রমাণিত হলে তাদের শাস্তি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মালয়েশিয়ায় প্রায়ই ভূমিধস হয়ে থাকে। সেলানগর রাজ্যটিতেও এর আগে ভূমিধস হয়েছে। এসব ভূমিধসের বেশির ভাগের জন্য বন উজাড় করাকেই দায়ী করা হয়।
মালয়েশিয়ার সেলানগর রাজ্যের বাতাংকালি শহরে ভূমিধসের ঘটনায় মৃত্যু বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। গত শুক্রবার ভোরে একটি ক্যাম্প সাইটে এই প্রাণহানি হয়। এ ঘটনায় এখনো অন্তত আটজন নিখোঁজ আছে। তাদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ বিভাগের নেতৃত্বে পুলিশসহ বিভিন্ন সংস্থার প্রায় ৬৮০ জন কর্মী উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলানগর রাজ্যটি অবস্থিত। শুক্রবার দিবাগত রাতে একটি অরগানিক খামারের কাছের পাহাড়ি রাস্তা ধসে পড়ে। ওই খামারে তাঁবু খাঁটিয়ে থাকার ব্যবস্থা ছিল। আর রাস্তা ধসে তাঁবুর ওপরে পড়ায় এই প্রাণহানি হয় বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের।
বাতাং কালি শহরের জেনটিং হাইল্যান্ডসের লাগোয়া পাহাড়ি এলাকা এটি। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জেনটিং হাইল্যান্ডস পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিধসের সময় পাহাড়ের পাশে থাকা ওই ক্যাম্প সাইটে ৯০ জনেরও বেশি মানুষ ছিল, যাদের বেশির ভাগই ঘুমিয়ে ছিল ওই সময়। দুর্ঘটনার পর অন্তত ৬০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।
ফার্মটির ক্যাম্প সাইট চালানোর লাইসেন্স ছিল না। আইন ভঙ্গ করে এটি চালানোর অভিযোগ উঠেছে। আর অভিযোগ প্রমাণিত হলে তাদের শাস্তি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মালয়েশিয়ায় প্রায়ই ভূমিধস হয়ে থাকে। সেলানগর রাজ্যটিতেও এর আগে ভূমিধস হয়েছে। এসব ভূমিধসের বেশির ভাগের জন্য বন উজাড় করাকেই দায়ী করা হয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
১৬ মিনিট আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১০ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১০ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১১ ঘণ্টা আগে