অনলাইন ডেস্ক
খাদ্যসংকট মোকাবিলায় সুস্বাদু কালো রাজহাঁসের খামার করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা চলতি বছরে খাদ্য সংকটের কথা জানায়। পাশাপাশি তিনি এই সংকট মেটাতে দেশবাসীকে উদ্ভাবনী উপায় বের করার আহ্বান জানায়। এরপর বৃহৎ পর্যায়ে এই কালো রাজহাঁস পালন শুরু করল উত্তর কোরিয়া।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কমিউনিস্ট পার্টির নেতা উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলে সম্প্রতি দেশটির সবচেয়ে বড় কালো রাজহাঁসের খামার উদ্বোধন করেন।
উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম রোদং সিনমুনের প্রতিবেদনে বলা হয়, রাজহাঁসের মাংস সুস্বাদু এবং ঔষধি গুণ থাকায় এর খামার করার দিকে ঝুঁকছে উত্তর কোরিয়া।
এর আগে ২০২০ সালে এ সম্পর্কিত একটি প্রকল্পের বিষয়ে উত্তর কোরিয়ার কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, রাজহাঁসের মাংসে অন্যান্য অনেক মাংসের চেয়ে বেশি প্রোটিন আছে।
জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে, উত্তর কোরিয়ায় চলতি বছর ৮ লাখ ৬০ হাজার টন খাদ্য সংকট রয়েছে। করোনায় চীনের সঙ্গে দেশটির সীমান্ত বন্ধ থাকার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৫ সাল পর্যন্ত এই সীমান্ত বন্ধ থাকবে।
চলতি বছর এক সম্মেলনে খাদ্য সংকটের কারণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দলীয় কর্মীদের ‘আর্ডাস মার্চ’-এর প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন। উত্তর কোরিয়ার কর্মকর্তারা এই টার্মটি ব্যবহার করে ১৯৯০-এর ভয়াবহ দুর্ভিক্ষের কথা মনে করিয়ে দিয়ে থাকেন। ভয়াবহ সেই দুর্ভিক্ষে প্রায় ৩০ লাখ মানুষের মৃত্যু হয় বলে ধারণা করা হয়।
খাদ্যসংকট মোকাবিলায় সুস্বাদু কালো রাজহাঁসের খামার করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা চলতি বছরে খাদ্য সংকটের কথা জানায়। পাশাপাশি তিনি এই সংকট মেটাতে দেশবাসীকে উদ্ভাবনী উপায় বের করার আহ্বান জানায়। এরপর বৃহৎ পর্যায়ে এই কালো রাজহাঁস পালন শুরু করল উত্তর কোরিয়া।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কমিউনিস্ট পার্টির নেতা উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলে সম্প্রতি দেশটির সবচেয়ে বড় কালো রাজহাঁসের খামার উদ্বোধন করেন।
উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম রোদং সিনমুনের প্রতিবেদনে বলা হয়, রাজহাঁসের মাংস সুস্বাদু এবং ঔষধি গুণ থাকায় এর খামার করার দিকে ঝুঁকছে উত্তর কোরিয়া।
এর আগে ২০২০ সালে এ সম্পর্কিত একটি প্রকল্পের বিষয়ে উত্তর কোরিয়ার কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, রাজহাঁসের মাংসে অন্যান্য অনেক মাংসের চেয়ে বেশি প্রোটিন আছে।
জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে, উত্তর কোরিয়ায় চলতি বছর ৮ লাখ ৬০ হাজার টন খাদ্য সংকট রয়েছে। করোনায় চীনের সঙ্গে দেশটির সীমান্ত বন্ধ থাকার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৫ সাল পর্যন্ত এই সীমান্ত বন্ধ থাকবে।
চলতি বছর এক সম্মেলনে খাদ্য সংকটের কারণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দলীয় কর্মীদের ‘আর্ডাস মার্চ’-এর প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন। উত্তর কোরিয়ার কর্মকর্তারা এই টার্মটি ব্যবহার করে ১৯৯০-এর ভয়াবহ দুর্ভিক্ষের কথা মনে করিয়ে দিয়ে থাকেন। ভয়াবহ সেই দুর্ভিক্ষে প্রায় ৩০ লাখ মানুষের মৃত্যু হয় বলে ধারণা করা হয়।
জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সম্প্রতি বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার সঙ্গে তাঁর করা গ্যাস চুক্তিগুলো জার্মানির ব্যবসা এবং মস্কোর সঙ্গে শান্তি রক্ষার উদ্দেশ্যে করা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেছেন, ২০০৮ সালে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে বাধা না দিলে, যুদ্ধ আরও অনেক আগেই শু
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়া একটি গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরির কারখানা সম্প্রসারণ করছে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থার বিশেষজ্ঞরা। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এই কারখানায় এমন একটি স্বল্প-পাল্লার মিসাইল তৈরি হয় যা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করছে।
২ ঘণ্টা আগেগত ৮ থেকে ১১ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান হাওয়াইয়ের মাওয়ি দ্বীপের ৩০ বছর বয়সী অভিযাত্রী হান্নাহ কোবায়াশি। এবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে হান্নাহর বাবাকে।
৩ ঘণ্টা আগেগত জুলাইয়ে নিরঙ্কুশ জয় নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। কনজারভেটিভ পার্টির ঋষি সুনাকের ব্যর্থতার পর পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব কাঁধে নেন স্টারমার।
৪ ঘণ্টা আগে