রাশেদ নিজাম, কলম্বো থেকে
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট অফিসের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সরাতে এ অভিযান চালানো হয়। প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শপথ নেওয়ার পরপরই এ অভিযান চালানো হলো।
বিক্ষোভস্থল থেকে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই সংখ্যা জানা যায়নি। যেসব তাঁবুতে বিক্ষোভকারীরা অবস্থান করছিল, সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযান চালানোর সময় বিবিসির এক সাংবাদিককে মারধর করেন সেনা সদস্যরা। ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শী একজন জানান, নিরাপত্তাবাহিনীর শতাধিক সদস্য ছোট ছোট দলে ভাগ হয়ে অভিযানে অংশ নেন। তাঁরা অনেককে গ্রেপ্তার করেন এবং প্রায় চার মাস ধরে সেখানে তৈরি করা তাঁবুগুলো গুঁড়িয়ে দেন।
এর আগে কুমার নামে এক বিক্ষোভকারী আজকের পত্রিকাকে বলেন, রাতটা অনেক কঠিন হতে পারে।
এদিকে জনজীবন স্বাভাবিক রাখতে গতকাল বৃহস্পতিবার নতুন আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তাঁর স্বাক্ষর করা গেজেটে সারা দেশে সামরিক বাহিনীকে পাবলিক অর্ডার (স্বাভাবিক অবস্থা) বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট অফিসের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সরাতে এ অভিযান চালানো হয়। প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শপথ নেওয়ার পরপরই এ অভিযান চালানো হলো।
বিক্ষোভস্থল থেকে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই সংখ্যা জানা যায়নি। যেসব তাঁবুতে বিক্ষোভকারীরা অবস্থান করছিল, সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযান চালানোর সময় বিবিসির এক সাংবাদিককে মারধর করেন সেনা সদস্যরা। ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শী একজন জানান, নিরাপত্তাবাহিনীর শতাধিক সদস্য ছোট ছোট দলে ভাগ হয়ে অভিযানে অংশ নেন। তাঁরা অনেককে গ্রেপ্তার করেন এবং প্রায় চার মাস ধরে সেখানে তৈরি করা তাঁবুগুলো গুঁড়িয়ে দেন।
এর আগে কুমার নামে এক বিক্ষোভকারী আজকের পত্রিকাকে বলেন, রাতটা অনেক কঠিন হতে পারে।
এদিকে জনজীবন স্বাভাবিক রাখতে গতকাল বৃহস্পতিবার নতুন আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তাঁর স্বাক্ষর করা গেজেটে সারা দেশে সামরিক বাহিনীকে পাবলিক অর্ডার (স্বাভাবিক অবস্থা) বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা রায়ান বর্গওয়ার্ট। সম্প্রতি এই কায়াকার নিজের ডুবে যাওয়ার নাটক সাজিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রায়ান বর্তমানে পূর্ব ইউরোপের কোথাও জীবিত আছেন।
৬ মিনিট আগেগাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ছয়টি মহাদেশের ১২৪টি দেশে তাঁরা আটক হতে পারেন।
৩৩ মিনিট আগেকলকাতার মেট্রোরেলে এক নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলতে জোরাজুরি করেছেন আরেক নারী। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে হিন্দিতে কথা বলতে না পারা নারীকে ‘বাংলাদেশি’ বলেও তাচ্ছিল্য করা হয়েছে।
১ ঘণ্টা আগেভারতের বিশেষ করে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় পরিবারগুলোর সন্তান দেখাশোনার কাজ বেছে নিচ্ছেন। প্রতি ঘণ্টা ১৩ থেকে ১৮ ডলার পান তাঁরা। তবে এই সম্মানী এলাকা ও প্রয়োজনের ওপর নির্ভর করে। অনেক পরিবার বেবি সিটারদের থাকা–খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে।
২ ঘণ্টা আগে