অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার সেনাবাহিনী রোববার একটি একটি মোটর স্পোর্ট ইভেন্ট আয়োজন করেছিল। অনেকটা খোলা ময়দানে রাস্তার পাশে ছিল প্রচুর দর্শক। কার রেস চলার সময় হঠাৎ একটি গাড়ি প্রবল বেড়ে দর্শকদের মধ্যে ঢুকে পড়ে। এতে কমপক্ষে সাতজন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছে।
ফক্স হিল সার্কিটে ট্র্যাকের একটি অরক্ষিত অংশে একজন চালক নিয়ন্ত্রণ হারালে গাড়ি দর্শকদের ভিড়ের ঢুকে বিধ্বস্ত হয়। এই রেসিং ট্র্যাকটিও শ্রীলঙ্কার সেনাবাহিনী পরিচালিত।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ট্র্যাক মার্শালরা ট্র্যাকে উল্টে যাওয়া একটি গাড়ি উদ্ধারের ছুটে যাচ্ছেন এবং অন্য চালকদের গতি কমানোর জন্য হলুদ পতাকা নাড়ছেন।
এ সময় কয়েকটি গাড়িকে ধূলি উড়িয়ে প্রচণ্ড গতিতে চলে যেতে দেখা যায়। হঠাৎ একটি লাল গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এরপর শুধু আর্তচিৎকার শোনা যায়।
পুলিশের মুখপাত্র নিহাল থালডুয়া বলেন, মোট ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আট বছর বয়সী একটি মেয়েও রয়েছে।
দুর্ঘটনার কিছুক্ষণ আগে সেনাপ্রধান ভিকুম লিয়ানাগে ঘোষণা করেছিলেন, মোটর স্পোর্টের প্রচারের জন্য সবগুলো গেট দর্শকদের জন্য বিনা মূল্যে উন্মুক্ত করা হয়েছে। কোভিড মহামারি এবং ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো দ্বীপ রাষ্ট্রটিতে এমন কার রেস অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনের সময় সেনাপ্রধান বলেন, ‘আজ একটি খুব বিশেষ দিন...আমরা যে কাউকে বিনা মূল্যে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
রাজধানী কলম্বো থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে ফক্স হিল সার্কিটে রোববার প্রায় ১ লাখ দর্শক ছিল।
উল্লেখ্য, শ্রীলঙ্কার রাস্তা বিশ্বের মধ্যে সবচেয়ে বিপজ্জনক। এ দেশে ১২ হাজার ৫০০ কিলোমিটার রাস্তায় গড়ে প্রতিদিন আটটি মৃত্যুর খবর পাওয়া যায়।
শ্রীলঙ্কার সেনাবাহিনী রোববার একটি একটি মোটর স্পোর্ট ইভেন্ট আয়োজন করেছিল। অনেকটা খোলা ময়দানে রাস্তার পাশে ছিল প্রচুর দর্শক। কার রেস চলার সময় হঠাৎ একটি গাড়ি প্রবল বেড়ে দর্শকদের মধ্যে ঢুকে পড়ে। এতে কমপক্ষে সাতজন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছে।
ফক্স হিল সার্কিটে ট্র্যাকের একটি অরক্ষিত অংশে একজন চালক নিয়ন্ত্রণ হারালে গাড়ি দর্শকদের ভিড়ের ঢুকে বিধ্বস্ত হয়। এই রেসিং ট্র্যাকটিও শ্রীলঙ্কার সেনাবাহিনী পরিচালিত।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ট্র্যাক মার্শালরা ট্র্যাকে উল্টে যাওয়া একটি গাড়ি উদ্ধারের ছুটে যাচ্ছেন এবং অন্য চালকদের গতি কমানোর জন্য হলুদ পতাকা নাড়ছেন।
এ সময় কয়েকটি গাড়িকে ধূলি উড়িয়ে প্রচণ্ড গতিতে চলে যেতে দেখা যায়। হঠাৎ একটি লাল গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এরপর শুধু আর্তচিৎকার শোনা যায়।
পুলিশের মুখপাত্র নিহাল থালডুয়া বলেন, মোট ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আট বছর বয়সী একটি মেয়েও রয়েছে।
দুর্ঘটনার কিছুক্ষণ আগে সেনাপ্রধান ভিকুম লিয়ানাগে ঘোষণা করেছিলেন, মোটর স্পোর্টের প্রচারের জন্য সবগুলো গেট দর্শকদের জন্য বিনা মূল্যে উন্মুক্ত করা হয়েছে। কোভিড মহামারি এবং ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো দ্বীপ রাষ্ট্রটিতে এমন কার রেস অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনের সময় সেনাপ্রধান বলেন, ‘আজ একটি খুব বিশেষ দিন...আমরা যে কাউকে বিনা মূল্যে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
রাজধানী কলম্বো থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে ফক্স হিল সার্কিটে রোববার প্রায় ১ লাখ দর্শক ছিল।
উল্লেখ্য, শ্রীলঙ্কার রাস্তা বিশ্বের মধ্যে সবচেয়ে বিপজ্জনক। এ দেশে ১২ হাজার ৫০০ কিলোমিটার রাস্তায় গড়ে প্রতিদিন আটটি মৃত্যুর খবর পাওয়া যায়।
সাম্প্রতিক সময়ে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ব্যাপক হারে বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েলি দখলদারেরা। তবে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কিছু বসতি স্থাপনকারীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর সেই উৎসাহে ভাটা পড়েছে। কিন্তু, সর্বশেষ নির্বাচনে ট্রাম্প ফিরে আসায় ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকা
৪ মিনিট আগেঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যুকে তুরুপের তাস করেছিল। কিন্তু বিজেপির সেই কৌশল কাজে দেয়নি। রাজ্যটির সাঁওতাল পরগনা অঞ্চলে আদিবাসী ভোটারদের সমর্থন অর্জনে ব্যর্থ হয়েছে বিজেপির এই প্রচারণ
১ ঘণ্টা আগেপাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে একটি ব্যাপক প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার জন্য তার সমর্থকদের আহ্বান জানিয়েছিলেন। গত ১৩ নভেম্বর তিনি তাঁর সমর্থকদের শেষবারের মতো প্রতিবাদে অংশ নেওয়ার ‘চূড়ান্ত ডাক’ দেন। তিনি দাবি করেন, ২৬ তম সংশোধনী
৩ ঘণ্টা আগেপাকিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে রাজধানী ইসলামাবাদের পথে রওনা হয়ে গেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকেরা। আদালত ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’কে অবৈধ বলে ঘোষণা করলেও রাস্তায় বেরিয়ে পড়েছেন পিটিআই সমর্থকেরা। তবে সরকার এই সমাবেশ পণ্ড করতে নানা প্রচেষ্টা
৩ ঘণ্টা আগে