যুক্তরাষ্ট্রে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্টের যাত্রাবিরতি, কঠোর বার্তা দিল চীন

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ১৯: ০৬

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইয়ের সংক্ষিপ্ত যুক্তরাষ্ট্র সফর নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীন বলেছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য ‘দৃঢ় ও জোরালো পদক্ষেপ’ নিতে তারা পিছপা হবে না।

আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আজ রোববার লাই প্যারাগুয়ে যাওয়ার পথে যাত্রা বিরতিতে নিউইয়র্কে নামেন। এর কিছুক্ষণ পরেই চীন এমন প্রতিক্রিয়া জানায়।

আগামী জানুয়ারি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। লাই এবার নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী। তিনি প্যারাগুয়ের নবনির্বাচিত প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। তাইপেই ফেরত যাওয়ার পথে ফের যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে যাত্রাবিরতির কথা সফরসূচিতে রয়েছে।

তাইওয়ানকে নিজের ঐতিহাসিক অংশ বলে দাবি করে চীন। লাই নিউইয়র্ক অবতরণ করার পরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ‘তাইওয়ানের কোনো বিচ্ছিন্নতাবাদীর’ সফরের বিরোধিতা করে চীন।

চীন বলে, ‘লাই অযৌক্তিকভাবে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী অবস্থান মেনে চলেন। তিনি বরাবরই এ নিয়ে সমস্যা সৃষ্টি করেন।’

বিবৃতিতে আরও বলা হয়, তাইওয়ান হলো চীনের আগ্রহেরও মূলে। বিভিন্ন ঘটনাবলিতে এটা বারবার প্রমাণিত হয়েছে যে, তাইওয়ানকে ঘিরে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার জন্য ‘স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্রের ওপর তাইওয়ানের নির্ভরশীলতা’ দায়ী।

লাই স্বাধীনতার বিষয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইঙ্গওয়েনের চেয়ে তুলনামূলক বেশি স্পষ্টভাষী। তিনি তাইওয়ানকে চীনের অংশ মানতে নারাজ। তাই বেইজিং তাঁর প্রতি বৈরীভাব পোষণ করে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত