অনলাইন ডেস্ক
নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ রোববার সকালে নেপালের পর্যটন শহর পোখারায় ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের এটিআর-৭২ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
নেপালের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের (সিএএএন) বরাত দিয়ে এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি পোখারা বিমানবন্দরে অবতরণের সময় পুরোনো বিমানবন্দর ও নতুন বিমানবন্দরের মাঝামাঝি সেতি নদীর তীরে বিধ্বস্ত হয়। উড্ডয়নের ২০ মিনিটের মধ্যে এটি বিধ্বস্ত হয়। কাঠমান্ডু থেকে পোখারায় উড়োজাহাজের যাত্রাপথ ২৫ মিনিটের।
ইয়েতি এয়ারলাইনসের এক বিবৃতিতে বলা হয়, ৭২ আরোহীর মধ্যে ৬৮ যাত্রী ও ৪ ক্রু ছিলেন। যাদের মধ্যে ৫ ভারতীয়সহ ১৫ জন বিদেশি নাগরিক। ৫৩ জন ছিলেন নেপালের নাগরিক। আরোহীদের মধ্যে ৬ শিশুও ছিল। এদিকে ওই দুর্ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা একে ছেত্রি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল জরুরি মন্ত্রিসভার বৈঠক করেন। এ সময় তিনি রাষ্ট্রীয় সংস্থাগুলোকে উদ্ধারকাজে সহায়তার নির্দেশ দেন।
নেপালের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের (সিএএএন) বরাত দিয়ে এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি সকাল ১০টা ৩৩ মিনিটে কাঠমাণ্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ৩০ বছরে এটিই নেপালে সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা। যদিও দেশটিতে উড়োজাহাজ দুর্ঘটনা নতুন নয়। ২০০০ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে উড়োজাহাজ ও হেলিকপ্টার দুর্ঘটনায় ৩০০ জনের বেশি প্রাণ হারান।
সবশেষ গত বছরের মে মাসে পোখারা থেকে পশ্চিমের শহর জমসমে যাওয়ার পথে ২২ জনকে নিয়ে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়। এরপর পাহাড়ের খাঁজে বিধ্বস্ত উড়োজাহাজটির সন্ধান পাওয়া যায়। ওই দুর্ঘটনায় ২২ আরোহীর সবাই মারা যান।
নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ রোববার সকালে নেপালের পর্যটন শহর পোখারায় ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের এটিআর-৭২ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
নেপালের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের (সিএএএন) বরাত দিয়ে এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি পোখারা বিমানবন্দরে অবতরণের সময় পুরোনো বিমানবন্দর ও নতুন বিমানবন্দরের মাঝামাঝি সেতি নদীর তীরে বিধ্বস্ত হয়। উড্ডয়নের ২০ মিনিটের মধ্যে এটি বিধ্বস্ত হয়। কাঠমান্ডু থেকে পোখারায় উড়োজাহাজের যাত্রাপথ ২৫ মিনিটের।
ইয়েতি এয়ারলাইনসের এক বিবৃতিতে বলা হয়, ৭২ আরোহীর মধ্যে ৬৮ যাত্রী ও ৪ ক্রু ছিলেন। যাদের মধ্যে ৫ ভারতীয়সহ ১৫ জন বিদেশি নাগরিক। ৫৩ জন ছিলেন নেপালের নাগরিক। আরোহীদের মধ্যে ৬ শিশুও ছিল। এদিকে ওই দুর্ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা একে ছেত্রি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল জরুরি মন্ত্রিসভার বৈঠক করেন। এ সময় তিনি রাষ্ট্রীয় সংস্থাগুলোকে উদ্ধারকাজে সহায়তার নির্দেশ দেন।
নেপালের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের (সিএএএন) বরাত দিয়ে এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি সকাল ১০টা ৩৩ মিনিটে কাঠমাণ্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ৩০ বছরে এটিই নেপালে সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা। যদিও দেশটিতে উড়োজাহাজ দুর্ঘটনা নতুন নয়। ২০০০ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে উড়োজাহাজ ও হেলিকপ্টার দুর্ঘটনায় ৩০০ জনের বেশি প্রাণ হারান।
সবশেষ গত বছরের মে মাসে পোখারা থেকে পশ্চিমের শহর জমসমে যাওয়ার পথে ২২ জনকে নিয়ে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়। এরপর পাহাড়ের খাঁজে বিধ্বস্ত উড়োজাহাজটির সন্ধান পাওয়া যায়। ওই দুর্ঘটনায় ২২ আরোহীর সবাই মারা যান।
যুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের একটি সূত্র গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে এই বিষয়টি জানিয়েছে। তবে, যুদ্ধবিরতির আশা থাকলেও লেবাননে ইসরায়েলি
২৮ মিনিট আগেইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কেবল গ্রেপ্তারি পরোয়ানা জারিই যথেষ্ট নয়। তাঁর বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা উচিত। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের তীব্র
১ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনরুদ্ধার ও দেশটির সংবিধানের ২৬ তম সংশোধনী বাতিলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ‘চূড়ান্ত ডাক’ দিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার সমর্থক দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে রওনা হন গতকাল রোববার। তবে তারা সেদিন...
২ ঘণ্টা আগেবাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
৪ ঘণ্টা আগে