অনলাইন ডেস্ক
তালেবানের বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে জানিয়েছিলেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। আফগান সংবাদমাধ্যম টিওএলও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন।
গত ১৫ আগস্ট কাবুল দখলে নেয় আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবান। ওই দিনই আফগানিস্তান ছেড়ে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আশ্রয় নেন আশরাফ গনি।
টিওএলও-এর সাংবাদিক ব্লিঙ্কেনকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি গনিকে পালাতে সাহায্য করেছেন?
এর জবাবে ব্লিঙ্কেন বলেন, পালানোর আগের রাতে তাঁর সঙ্গে আমার কথা হয় । তখন তিনি বলেছিলেন যে সে মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চান।
গনি গতকাল বুধবার একটি বিবৃতি দেন। সেখানে তিনি আফগানিস্তানের জনগণে কাছে ক্ষমা চান।
বিবৃতিতে তিনি বলেন, তালেবান অপ্রত্যাশিতভাবে শহরে প্রবেশের পর ১৫ আগস্ট হঠাৎ করে কাবুল ত্যাগ করার বিষয়ে আফগান জনগণের কাছে ব্যাখ্যা দিতে আমি বাধ্য। আমি কাবুলে থাককে সেখানে ৯০ দশকের মতো গৃহযুদ্ধে পড়তে হতো।
কাবুল ছাড়া জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল জানিয়েছে গনি বলেন, এটি ছিল আফগান জনগণকে নিরাপদে রাখার একমাত্র উপায়।
পালানোর সময় লাখ লাখ ডলার সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগও অস্বীকার করেন গনি।
যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তালেবান সরকারকে নিয়ে তারা উদ্বিগ্ন। তবে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেবে হবে বলেও জানিয়েছে বাইডেন সরকার।
তালেবানের বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে জানিয়েছিলেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। আফগান সংবাদমাধ্যম টিওএলও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন।
গত ১৫ আগস্ট কাবুল দখলে নেয় আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবান। ওই দিনই আফগানিস্তান ছেড়ে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আশ্রয় নেন আশরাফ গনি।
টিওএলও-এর সাংবাদিক ব্লিঙ্কেনকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি গনিকে পালাতে সাহায্য করেছেন?
এর জবাবে ব্লিঙ্কেন বলেন, পালানোর আগের রাতে তাঁর সঙ্গে আমার কথা হয় । তখন তিনি বলেছিলেন যে সে মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চান।
গনি গতকাল বুধবার একটি বিবৃতি দেন। সেখানে তিনি আফগানিস্তানের জনগণে কাছে ক্ষমা চান।
বিবৃতিতে তিনি বলেন, তালেবান অপ্রত্যাশিতভাবে শহরে প্রবেশের পর ১৫ আগস্ট হঠাৎ করে কাবুল ত্যাগ করার বিষয়ে আফগান জনগণের কাছে ব্যাখ্যা দিতে আমি বাধ্য। আমি কাবুলে থাককে সেখানে ৯০ দশকের মতো গৃহযুদ্ধে পড়তে হতো।
কাবুল ছাড়া জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল জানিয়েছে গনি বলেন, এটি ছিল আফগান জনগণকে নিরাপদে রাখার একমাত্র উপায়।
পালানোর সময় লাখ লাখ ডলার সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগও অস্বীকার করেন গনি।
যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তালেবান সরকারকে নিয়ে তারা উদ্বিগ্ন। তবে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেবে হবে বলেও জানিয়েছে বাইডেন সরকার।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একটি ময়লার ট্রাক চালিয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক নির্বাচনী মোটর শোভাযাত্রায় ময়লার ট্রাকে আরোহী হন তিনি
২২ মিনিট আগেঘোষিত সময়ের মধ্যেই পূর্ব লাদাখে বিতর্কিত সীমান্ত অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারের কাজ শেষ করেছে ভারত ও চীন। ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র বিষয়টি এনডিটিভিকে জানিয়েছে। সূত্রটি বলেছে, শিগগির এই অঞ্চলে নিয়মিত টহল শুরু হবে। এ ছাড়া, দীপাবলি উপলক্ষে চীনা পক্ষ থেকে ভারতীয়দের মিষ্টিও উপহার দেওয়া
১ ঘণ্টা আগেফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে বৈশ্বিক জনমত গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করেছে সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
৩ ঘণ্টা আগেলেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, আগামী ৫ নভেম্বরের আগেই ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি হতে পারে। গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হচস্টেইন টেলিফোনে আলাপকালে তাঁকে এই ইঙ্গিত দিয়েছেন বলেও জানিয়েছেন মিকাতি
৪ ঘণ্টা আগে