অনলাইন ডেস্ক
কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে ভারতের আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গোষ্ঠীটির সঙ্গে ভারতের এটাই প্রথম সংলাপ। এই বৈঠকে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল।
জানা গেছে, তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই ১৯৭৯ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত ভারতের সেনাদের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৯৭৯ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত নওগাঁওতে অবস্থিত আর্মি ক্যাডেট কলেজে তিন বছর সেনা সদস্য হিসেবে প্রশিক্ষণ নিয়েছে এবং পরে দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে সেনা কর্মকর্তার প্রশিক্ষণও নিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, তালেবান নেতা স্তানিকজাই ইংরেজি ভাষায় পারদর্শী। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগান শাসনামলে উপ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
১৯৯৬ সালে স্তানিকজাই যুক্তরাষ্ট্র সফরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সরকারের সঙ্গে বৈঠকে বসেন। তবে ওই সময় মার্কিন সরকারের সঙ্গে সমঝোতায় আসতে পারেনি তালেবান। চীনের সঙ্গে তালেবানের যে বৈঠক হয়েছে সেখানেও নেতৃত্ব দিয়েছেন স্তানিকজাই।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতবিরোধী জঙ্গিরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারতের স্বার্থে আঘাত করতে পারার আশঙ্কার কথা তালেবান নেতৃত্বের কাছে জানিয়েছেন কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল। এ ছাড়া উভয় পক্ষ আফগানিস্তানে অবস্থানরত ভারতীয়দের সুরক্ষার ব্যাপারেও আলোচনা করেছেন।
কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে ভারতের আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গোষ্ঠীটির সঙ্গে ভারতের এটাই প্রথম সংলাপ। এই বৈঠকে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল।
জানা গেছে, তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই ১৯৭৯ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত ভারতের সেনাদের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৯৭৯ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত নওগাঁওতে অবস্থিত আর্মি ক্যাডেট কলেজে তিন বছর সেনা সদস্য হিসেবে প্রশিক্ষণ নিয়েছে এবং পরে দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে সেনা কর্মকর্তার প্রশিক্ষণও নিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, তালেবান নেতা স্তানিকজাই ইংরেজি ভাষায় পারদর্শী। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগান শাসনামলে উপ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
১৯৯৬ সালে স্তানিকজাই যুক্তরাষ্ট্র সফরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সরকারের সঙ্গে বৈঠকে বসেন। তবে ওই সময় মার্কিন সরকারের সঙ্গে সমঝোতায় আসতে পারেনি তালেবান। চীনের সঙ্গে তালেবানের যে বৈঠক হয়েছে সেখানেও নেতৃত্ব দিয়েছেন স্তানিকজাই।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতবিরোধী জঙ্গিরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারতের স্বার্থে আঘাত করতে পারার আশঙ্কার কথা তালেবান নেতৃত্বের কাছে জানিয়েছেন কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল। এ ছাড়া উভয় পক্ষ আফগানিস্তানে অবস্থানরত ভারতীয়দের সুরক্ষার ব্যাপারেও আলোচনা করেছেন।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
২ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৩ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৩ ঘণ্টা আগে