Ajker Patrika

শিরশ্ছেদের শাস্তি বহাল রাখছে তালেবান

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২০: ০০
শিরশ্ছেদের শাস্তি বহাল রাখছে তালেবান

আফগানিস্তানে বিভিন্ন অপরাধের শাস্তি হিসেবে মানুষের হাত কেটে ফেলা এবং শিরশ্ছেদের নিয়ম বহাল রাখার ঘোষণা দিয়েছে তালেবান। যদিও আগের মতো প্রকাশ্যে এ ধরনের শাস্তি কার্যকর করা হবে না বলে জানিয়েছেন তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা নূরউদ্দিন তুরাবি।  সম্প্রতি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে(এপি) দেওয়া সাক্ষাৎকে তিনি এমনটি বলেন। 
কাবুলে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তুরাবি বলেন, স্টেডিয়ামে শাস্তির (শিরশ্ছেদ) জন্য সবাই আমাদের সমালোচনা করেছিল, কিন্তু আমরা কখনো তাঁদের আইন এবং শাস্তি নিয়ে কিছু বলিনি।

আফগানিস্তানের আইন কেমন হওয়া উচিত তা কারও বলে দেওয়ার প্রয়োজন নেই মন্তব্য করে এই তালেবান নেতা আরও বলেন, আমরা ইসলামকে অনুসরণ করব এবং কোরআনের আইন মেনে চলব।

আফগানিস্তানে ইসলামি আইন শান্তি ফিরিয়ে আনতে পারে উল্লেখ করে সাক্ষাৎকারে মোল্লা নূরউদ্দিন তুরাবি বলেন,   মনে করুন, আপনি যদি কোনো অপরাধের শাস্তি হিসেবে কোনো ব্যক্তির হাত কাটেন, সে ক্ষেত্রে এটি একটি উদাহারণ হয়ে থাকবে । এরপর ওই ব্যক্তির মধ্যে আর কখনো একই অপরাধ করার সক্ষমতা থাকবে না। তা ছাড়া এটি একটি উদাহরণ হয়ে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত