অনলাইন ডেস্ক
ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটির ওয়াহালিয়াত মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। নিরাপত্তাবাহিনী ও স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার ঈদের আগের দিন এই হামলার ঘটনা ঘটে। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে লোকজন যখন কেনাকাটায় ব্যস্ত ঠিক সে সময় হামলাটি চালানো হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে ৬০ জনের বেশি মানুষ এ হামলায় আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশপাশে নিহতদের মরদেহ পড়ে ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
হামলার ঘটনার পর দেশটির নিরাপত্তা কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইডি) মাধ্যমে আত্মঘাতী এ হামলা চালানো হয়েছে।
নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
বোমা হামলাটিকে একটি ‘জঘন্য অপরাধ’ বলে অভিহিত করেছেন ইরাকের রাষ্ট্রপতি বারহাম সালিহ। তিনি হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
টুইট বার্তায় তিনি বলেন, বেসামরিক লোকদের ঈদের আগের দিন এভাবে হত্যা করে তাঁরা জঘন্য অপরাধ করেছে। সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে ইরাকের তাইয়ারান স্কয়ারে বোমা হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। সেই হামলার দায়ও স্বীকার করেছিল আইএস।
ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটির ওয়াহালিয়াত মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। নিরাপত্তাবাহিনী ও স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার ঈদের আগের দিন এই হামলার ঘটনা ঘটে। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে লোকজন যখন কেনাকাটায় ব্যস্ত ঠিক সে সময় হামলাটি চালানো হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে ৬০ জনের বেশি মানুষ এ হামলায় আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশপাশে নিহতদের মরদেহ পড়ে ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
হামলার ঘটনার পর দেশটির নিরাপত্তা কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইডি) মাধ্যমে আত্মঘাতী এ হামলা চালানো হয়েছে।
নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
বোমা হামলাটিকে একটি ‘জঘন্য অপরাধ’ বলে অভিহিত করেছেন ইরাকের রাষ্ট্রপতি বারহাম সালিহ। তিনি হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
টুইট বার্তায় তিনি বলেন, বেসামরিক লোকদের ঈদের আগের দিন এভাবে হত্যা করে তাঁরা জঘন্য অপরাধ করেছে। সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে ইরাকের তাইয়ারান স্কয়ারে বোমা হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। সেই হামলার দায়ও স্বীকার করেছিল আইএস।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার মার্কিন সশস্ত্রবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলোগকে ইউক্রেন-রাশিয়ার জন্য বিশেষ দূত হিসেবে মনোনীত করেছেন। এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে, কিথ কেলোগ কীভাবে প্রায় তিন বছর সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধ করবেন। ট্রাম্পের এই দূত কীভাবে যু
৯ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের হাতে সময় আছে দুই মাসেরও কম। তবে এই সময়ের মধ্যেই তিনি গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়া দেখতে চান। বাইডেনের দুই সহযোগী নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে জানিয়েছেন, জো বাইডেন গত মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি
৯ ঘণ্টা আগেভারতের গুজরাটে এক মাসের মধ্যে অন্তত ৫ জনকে খুন করেছে এক যুবক। তাঁর লক্ষ্যবস্তু ছিল ট্রেনযাত্রীরা, বিশেষ করে নারীরা। অবশেষে ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে তাঁকে গ্রেপ্তারের পর এসব হত্যার লোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
১০ ঘণ্টা আগেগত ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ইসলামাবাদে বিক্ষোভের ঘটনায় ইমরান খান, বুশরা বিবি ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির শত শত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পাকিস্তান সরকার। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানসহ ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। কাত
১০ ঘণ্টা আগে