অনলাইন ডেস্ক
আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা করছে তালেবান। এই সরকারে দেশের সব রাজনৈতিক দল ও জাতিগোষ্ঠীর প্রতিনিধি থাকবেন।
তালেবান সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এই মুহূর্তে একটি অন্তর্ভুক্তিমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা করছে তালেবান। এই সরকারে সব জাতিগোষ্ঠী ও উপজাতি সম্প্রদায়ের নেতাদের স্থান দেওয়া হবে।
সূত্রের তথ্য অনুযায়ী, নতুন সরকারে স্থান পেতে যাওয়া ডজনখানেক নেতার নাম চূড়ান্ত হয়েছে। তবে এই সরকারের মেয়াদ কতো হবে সেটি স্পষ্ট নয়।
আফগানিস্তানের রাজনীতিতে বৈচিত্র্যময় গোত্র, জাতি ও উপজাতির প্রভাব অত্যন্ত প্রবল। দেশটির সংঘাতের মূলেও এই জাতিগত বৈচিত্র্য। ৪ কোটি জনসংখ্যার এই দেশে সিদ্ধান্ত গ্রহণের মতো একক সংখ্যাগরিষ্ঠ কোনো জাতিগোষ্ঠী নেই।
আফগানিস্তানের বৃহত্তম জাতিগোষ্ঠী হলো পশতুন। মোট জনসংখ্যার ৪২ শতাংশই এই জনগোষ্ঠীর লোক। সুন্নি মুসলিমদের এই গোষ্ঠীর ভাষা পশতু। আঠারো শতক থেকে আফগানিস্তানের রাজনীতি তারাই নিয়ন্ত্রণ করে আসছে।
তালেবানের একাধিক সূত্র তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা সম্পর্কে আল জাজিরাকে জানিয়েছে, এ সরকারে একজন ‘আমির-উল-মুমিনিন’ থাকবেন। তিনিই ইসলামিক এমিরেটস অব আফগানিস্তানের নেতৃত্ব দেবেন।
জ্যেষ্ঠ নেতাদের নিয়ে একটি সর্বোচ্চ কাউন্সিল ডাকা হবে। এই কাউন্সিলেই ভবিষ্যৎ সরকারের রূপরেখা ঠিক করা হবে এবং মন্ত্রীদের মনোনয়ন দেওয়া হবে।
প্রধান প্রধান মন্ত্রণালয়ের মধ্যে থাকবে, বিচার বিভাগ, অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, তথ্য এবং কাবুল বিষয়ে বিশেষ দায়িত্বপ্রাপ্ত।
তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা বেরাদর বর্তমানে রাজধানী কাবুলে অবস্থান করছেন। সূত্র জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে প্রাথমিক আলোচনা করতে কান্দাহার থেকে কাবুলে আসছেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব।
সূত্র আরও জানিয়েছে, তালেবান চাচ্ছে সরকারে কিছু নতুন মুখ আনতে। এখানে তাজিক এবং উজবেক উপজাতি নেতাদের পুত্ররাও স্থান পেতে পারেন।
আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা করছে তালেবান। এই সরকারে দেশের সব রাজনৈতিক দল ও জাতিগোষ্ঠীর প্রতিনিধি থাকবেন।
তালেবান সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এই মুহূর্তে একটি অন্তর্ভুক্তিমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা করছে তালেবান। এই সরকারে সব জাতিগোষ্ঠী ও উপজাতি সম্প্রদায়ের নেতাদের স্থান দেওয়া হবে।
সূত্রের তথ্য অনুযায়ী, নতুন সরকারে স্থান পেতে যাওয়া ডজনখানেক নেতার নাম চূড়ান্ত হয়েছে। তবে এই সরকারের মেয়াদ কতো হবে সেটি স্পষ্ট নয়।
আফগানিস্তানের রাজনীতিতে বৈচিত্র্যময় গোত্র, জাতি ও উপজাতির প্রভাব অত্যন্ত প্রবল। দেশটির সংঘাতের মূলেও এই জাতিগত বৈচিত্র্য। ৪ কোটি জনসংখ্যার এই দেশে সিদ্ধান্ত গ্রহণের মতো একক সংখ্যাগরিষ্ঠ কোনো জাতিগোষ্ঠী নেই।
আফগানিস্তানের বৃহত্তম জাতিগোষ্ঠী হলো পশতুন। মোট জনসংখ্যার ৪২ শতাংশই এই জনগোষ্ঠীর লোক। সুন্নি মুসলিমদের এই গোষ্ঠীর ভাষা পশতু। আঠারো শতক থেকে আফগানিস্তানের রাজনীতি তারাই নিয়ন্ত্রণ করে আসছে।
তালেবানের একাধিক সূত্র তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা সম্পর্কে আল জাজিরাকে জানিয়েছে, এ সরকারে একজন ‘আমির-উল-মুমিনিন’ থাকবেন। তিনিই ইসলামিক এমিরেটস অব আফগানিস্তানের নেতৃত্ব দেবেন।
জ্যেষ্ঠ নেতাদের নিয়ে একটি সর্বোচ্চ কাউন্সিল ডাকা হবে। এই কাউন্সিলেই ভবিষ্যৎ সরকারের রূপরেখা ঠিক করা হবে এবং মন্ত্রীদের মনোনয়ন দেওয়া হবে।
প্রধান প্রধান মন্ত্রণালয়ের মধ্যে থাকবে, বিচার বিভাগ, অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, তথ্য এবং কাবুল বিষয়ে বিশেষ দায়িত্বপ্রাপ্ত।
তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা বেরাদর বর্তমানে রাজধানী কাবুলে অবস্থান করছেন। সূত্র জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে প্রাথমিক আলোচনা করতে কান্দাহার থেকে কাবুলে আসছেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব।
সূত্র আরও জানিয়েছে, তালেবান চাচ্ছে সরকারে কিছু নতুন মুখ আনতে। এখানে তাজিক এবং উজবেক উপজাতি নেতাদের পুত্ররাও স্থান পেতে পারেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
৩৮ মিনিট আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১০ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১০ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১১ ঘণ্টা আগে