অনলাইন ডেস্ক
আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, তাঁরা সন্ত্রাসী গোষ্ঠী আল–কায়েদার প্রধান আয়মান আল–জাওয়াহিরিকে হত্যার মার্কিন দাবিটি তদন্ত করে দেখছে। তালেবানের এক জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তালেবান সরকারের পক্ষ থেকে জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি সুহাইল শাহিন জানিয়েছেন, তালেবান সরকার যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল–কায়েদা নেতা জাওয়াহিরি নিহত হয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হতেই তদন্ত করছে। এ সময় তিনি জানান, তালেবান গোষ্ঠী কাবুলে জাওয়াহিরির অবস্থানের বিষয়ে অবগত ছিল না।
এর আগে, গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বাড়িতে বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র হেলফায়ার আর ৯ এক্স ব্যবহার করে হত্যা করা হয়েছে বলে দাবি করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাওয়াহিরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি ভাষণও দেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, জাওয়াহিরির মৃত্যু ১০ বছরেরও বেশি সময় আগে আল–কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের হত্যার পর সবচেয়ে বড় ঝাঁকুনি।
এদিকে, তালেবান কর্তৃক মার্কিন দাবি তদন্তের বিষয়ে সুহাইল শাহিন বলেন, ‘আমাদের সরকার এবং নেতৃবৃন্দ কেউই কী দাবি করা হয়েছে সেই বিষয়ে অবগত নন। কোনো সূত্রও নেই। তাই বর্তমানে তদন্ত করা হচ্ছে মার্কিন দাবির সত্যতা নিশ্চিত করতে।’ তিনি জানান, তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে শিগগিরই।
বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেডে ব্যক্তি আয়মান আল–জাওয়াহিরির মৃত্যুর বিষয়ে মার্কিন ঘোষণার পর থেকেই মুখে কুলুপ এঁটে বসেছিলেন তালেবান নেতারা। এই বিষয়ে এই প্রথম কোনো তালেবান নেতা মুখ খুললেন।
আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, তাঁরা সন্ত্রাসী গোষ্ঠী আল–কায়েদার প্রধান আয়মান আল–জাওয়াহিরিকে হত্যার মার্কিন দাবিটি তদন্ত করে দেখছে। তালেবানের এক জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তালেবান সরকারের পক্ষ থেকে জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি সুহাইল শাহিন জানিয়েছেন, তালেবান সরকার যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল–কায়েদা নেতা জাওয়াহিরি নিহত হয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হতেই তদন্ত করছে। এ সময় তিনি জানান, তালেবান গোষ্ঠী কাবুলে জাওয়াহিরির অবস্থানের বিষয়ে অবগত ছিল না।
এর আগে, গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বাড়িতে বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র হেলফায়ার আর ৯ এক্স ব্যবহার করে হত্যা করা হয়েছে বলে দাবি করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাওয়াহিরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি ভাষণও দেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, জাওয়াহিরির মৃত্যু ১০ বছরেরও বেশি সময় আগে আল–কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের হত্যার পর সবচেয়ে বড় ঝাঁকুনি।
এদিকে, তালেবান কর্তৃক মার্কিন দাবি তদন্তের বিষয়ে সুহাইল শাহিন বলেন, ‘আমাদের সরকার এবং নেতৃবৃন্দ কেউই কী দাবি করা হয়েছে সেই বিষয়ে অবগত নন। কোনো সূত্রও নেই। তাই বর্তমানে তদন্ত করা হচ্ছে মার্কিন দাবির সত্যতা নিশ্চিত করতে।’ তিনি জানান, তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে শিগগিরই।
বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেডে ব্যক্তি আয়মান আল–জাওয়াহিরির মৃত্যুর বিষয়ে মার্কিন ঘোষণার পর থেকেই মুখে কুলুপ এঁটে বসেছিলেন তালেবান নেতারা। এই বিষয়ে এই প্রথম কোনো তালেবান নেতা মুখ খুললেন।
দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসন অবশেষে শেষ হতে যাচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে আজ স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় অর্থাৎ বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, গাজায় যুদ্ধবিরতি আজ রোববার স্থানীয় সময় সকাল
১২ মিনিট আগেযুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৮ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৮ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
১২ ঘণ্টা আগে