অনলাইন ডেস্ক
আফগানিস্তানের ভূমিকম্প দুর্গত এলাকা পাকতিকা এবং খোস্ত প্রদেশে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০০ কোটি আফগানি (আফগান মুদ্রা) দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ মন্ত্রিসভার এক বৈঠকে এই ঘোষণা দেন। আফগানিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাখতার নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে, আফগানিস্তানের পাকতিকা ও খোস্ত প্রদেশে এই ভূমিকম্প সংঘটিত হয়। এরই মধ্যে, এখন পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ৬০০ জনের বেশি। এই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় কর্মকর্তাদের।
মন্ত্রিসভার বৈঠকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ ভূমিকম্পে হতাহত এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা প্রকাশ করেন। এবং সংকট মোকাবিলায় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতেও নির্দেশ দেন। বিশেষ করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, বস্ত্র, যোগাযোগ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
এর আগে, আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোল্লা আবদুল গনি বারাদার সংশ্লিষ্ট বিভাগগুলোকে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপমন্ত্রী শরাফুদ্দিন মুসলিম একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘অন্তত ৯২০ জন নিহত হয়েছে এবং আরও ৬০০ জন আহত হয়েছে।’
ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশ খোস্তের রাজধানী খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে বলে জানা গেছে। রয়টার্সের বরাত দিয়ে ইউরোপিয়ান মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
বিবিসি বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া, ধ্বংসস্তূপ এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের দৃশ্য উঠে এসেছে।
আফগানিস্তানের ভূমিকম্প দুর্গত এলাকা পাকতিকা এবং খোস্ত প্রদেশে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০০ কোটি আফগানি (আফগান মুদ্রা) দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ মন্ত্রিসভার এক বৈঠকে এই ঘোষণা দেন। আফগানিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাখতার নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে, আফগানিস্তানের পাকতিকা ও খোস্ত প্রদেশে এই ভূমিকম্প সংঘটিত হয়। এরই মধ্যে, এখন পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ৬০০ জনের বেশি। এই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় কর্মকর্তাদের।
মন্ত্রিসভার বৈঠকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ ভূমিকম্পে হতাহত এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা প্রকাশ করেন। এবং সংকট মোকাবিলায় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতেও নির্দেশ দেন। বিশেষ করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, বস্ত্র, যোগাযোগ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
এর আগে, আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোল্লা আবদুল গনি বারাদার সংশ্লিষ্ট বিভাগগুলোকে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপমন্ত্রী শরাফুদ্দিন মুসলিম একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘অন্তত ৯২০ জন নিহত হয়েছে এবং আরও ৬০০ জন আহত হয়েছে।’
ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশ খোস্তের রাজধানী খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে বলে জানা গেছে। রয়টার্সের বরাত দিয়ে ইউরোপিয়ান মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
বিবিসি বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া, ধ্বংসস্তূপ এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের দৃশ্য উঠে এসেছে।
নিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
১৮ মিনিট আগেলাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষাক্ত অ্যালকোহল সেবনে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
১ ঘণ্টা আগেদখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা রায়ান বর্গওয়ার্ট। সম্প্রতি এই কায়াকার নিজের ডুবে যাওয়ার নাটক সাজিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রায়ান বর্তমানে পূর্ব ইউরোপের কোথাও জীবিত আছেন।
২ ঘণ্টা আগে