অনলাইন ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে ফিরেছেন দেশটির পুলিশ বাহিনীর সদস্যরা। গত রোববার কর্মকর্তারা এমনটি জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের সরকার উৎখাত হওয়ার পর থেকে পুলিশ সদস্যরা তাঁদের দায়িত্ব থেকে সরে যান।
দুজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গত শনিবার তাঁরা কাজে ফিরেছেন। তালেবান কমান্ডাররাই তাঁদের ফোন দিয়েছেন।
গত রোববার কাবুল বিমানবন্দরের পরিস্থিতি সরেজমিনে দেখতে যান এএফপির একজন প্রতিবেদক। তিনি সেখানে অভ্যন্তরীণ টার্মিনালসহ বিমানবন্দরের বাইরের বেশ কয়েকটি প্রধান প্রধান ভবনের পাশে চেক পয়েন্টে পুলিশ সদস্যদের টহল দিতে দেখতে পান।
নাম প্রকাশ না করার শর্তে আফগান পুলিশের একজন সদস্য বলেন, `আমি দুই সপ্তাহ পরে কাজে ফিরেছি। আমাকে তালেবান কমান্ডাররা ফোন দিয়ে কাজে ফিরতে বলেছেন।'
আরেক পুলিশ কর্মকর্তা বলেন, `একজন সিনিয়র তালেবান কমান্ডারের কাছ থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান পেয়ে আমি এখানে এসেছি। গতকাল খুব ভালো দিন ছিল। মানুষকে আবারও সেবা করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক বাহিনী গত ৩০ আগস্ট পর্যন্ত কাবুল থেকে দুই সপ্তাহের অভিযানে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়। বিশৃঙ্খলপূর্ণভাবে লোকজনকে সরিয়ে নেওয়ার পর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ধ্বংসস্তূপে পরিণত হয়, বন্ধ হয়ে যায় সব ধরনের বিমানের চলাচল। সাবেক আফগান সরকারের পক্ষ হয়ে যাঁরা কাজ করেছেন, তাঁদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান।
সম্প্রতি কাতার এয়ারওয়েজ চলতি সপ্তাহে কাবুল থেকে চার্টার ফ্লাইট পরিচালনা করেছে, যার মধ্যে ২৫০ জন বিদেশি নাগরিক ছিল। গত সপ্তাহে আফগানিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে।
এএফপি জানিয়েছে, সোমবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান কাবুলে পৌঁছানোর পর সেখান থেকে যাত্রী নিয়ে ইসলামাবাদে ফিরে গেছে। খুব শিগগিরই পাকিস্তান ইসলামাবাদ থেকে কাবুলের ফ্লাইট চালু করবে বলে জানা গেছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে ফিরেছেন দেশটির পুলিশ বাহিনীর সদস্যরা। গত রোববার কর্মকর্তারা এমনটি জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের সরকার উৎখাত হওয়ার পর থেকে পুলিশ সদস্যরা তাঁদের দায়িত্ব থেকে সরে যান।
দুজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গত শনিবার তাঁরা কাজে ফিরেছেন। তালেবান কমান্ডাররাই তাঁদের ফোন দিয়েছেন।
গত রোববার কাবুল বিমানবন্দরের পরিস্থিতি সরেজমিনে দেখতে যান এএফপির একজন প্রতিবেদক। তিনি সেখানে অভ্যন্তরীণ টার্মিনালসহ বিমানবন্দরের বাইরের বেশ কয়েকটি প্রধান প্রধান ভবনের পাশে চেক পয়েন্টে পুলিশ সদস্যদের টহল দিতে দেখতে পান।
নাম প্রকাশ না করার শর্তে আফগান পুলিশের একজন সদস্য বলেন, `আমি দুই সপ্তাহ পরে কাজে ফিরেছি। আমাকে তালেবান কমান্ডাররা ফোন দিয়ে কাজে ফিরতে বলেছেন।'
আরেক পুলিশ কর্মকর্তা বলেন, `একজন সিনিয়র তালেবান কমান্ডারের কাছ থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান পেয়ে আমি এখানে এসেছি। গতকাল খুব ভালো দিন ছিল। মানুষকে আবারও সেবা করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক বাহিনী গত ৩০ আগস্ট পর্যন্ত কাবুল থেকে দুই সপ্তাহের অভিযানে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়। বিশৃঙ্খলপূর্ণভাবে লোকজনকে সরিয়ে নেওয়ার পর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ধ্বংসস্তূপে পরিণত হয়, বন্ধ হয়ে যায় সব ধরনের বিমানের চলাচল। সাবেক আফগান সরকারের পক্ষ হয়ে যাঁরা কাজ করেছেন, তাঁদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান।
সম্প্রতি কাতার এয়ারওয়েজ চলতি সপ্তাহে কাবুল থেকে চার্টার ফ্লাইট পরিচালনা করেছে, যার মধ্যে ২৫০ জন বিদেশি নাগরিক ছিল। গত সপ্তাহে আফগানিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে।
এএফপি জানিয়েছে, সোমবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান কাবুলে পৌঁছানোর পর সেখান থেকে যাত্রী নিয়ে ইসলামাবাদে ফিরে গেছে। খুব শিগগিরই পাকিস্তান ইসলামাবাদ থেকে কাবুলের ফ্লাইট চালু করবে বলে জানা গেছে।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
২ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
২ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৩ ঘণ্টা আগে