অনলাইন ডেস্ক
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ডং থাপ প্রদেশে গভীর গর্তে পড়ে যাওয়া ১০ বছর বয়সী একটি শিশুকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। শিশুটিকে জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
বিবিসির খবরে বলা হয়, গর্তে পড়ে যাওয়া শিশুটির নাম লাই হাও ন্যাম। গত রোববার (১ জানুয়ারি) লোহার টুকরো কুড়াতে গিয়ে নির্মাণাধীন একটি স্থাপনার কংক্রিটের পিলারের পাশের গভীর গর্তে পড়ে যায় সে। উদ্ধারকারী কর্মকর্তারা জানান, গর্তটির গভীরতা ৩৫ মিটার এবং ব্যাস ২৫ সেন্টিমিটার (১০ ইঞ্চি)। এমন সরু গর্তে সে কীভাবে পড়ল, তা জানা যায়নি।
গর্তে পড়ার পর সাহায্যের জন্য চিৎকার শুরু করে শিশুটি। চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যায় আশপাশের মানুষ। পরে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। সোমবার (২ জানুয়ারি) শিশুটিকে উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু হয়।
ভিয়েতনামের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, উদ্ধারকারীরা কংক্রিটের পিলারটির আশপাশের মাটিগুলো নরম করতে খোঁড়াখুঁড়ি ও পানি ঢালছেন, যাতে পিলারটি টেনে তুলে ফেলা যায়। তবে তাতে উদ্ধার কার্যক্রম আরও জটিল হয়ে যায়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, উদ্ধারকারীরা শিশুটির বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত নন। গর্তের ভেতরে ক্যামেরা পাঠানো হলে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে গর্তে অক্সিজেন পাম্প করছেন উদ্ধারকারী দলের সদস্যরা।
এক উদ্ধারকারী এএফপিকে বলেন, ‘ছেলেটিকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তবে সে এখন জীবিত আছে কি না, তা নিশ্চিত করে বলতে পারছি না।’
এদিকে সোমবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন কেন্দ্রীয় পর্যায়ের উদ্ধারকারীদের শিশুটিকে উদ্ধারের অভিযানে যোগ দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর বড় ধরনের অভিযান শুরু হয়।
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ডং থাপ প্রদেশে গভীর গর্তে পড়ে যাওয়া ১০ বছর বয়সী একটি শিশুকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। শিশুটিকে জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
বিবিসির খবরে বলা হয়, গর্তে পড়ে যাওয়া শিশুটির নাম লাই হাও ন্যাম। গত রোববার (১ জানুয়ারি) লোহার টুকরো কুড়াতে গিয়ে নির্মাণাধীন একটি স্থাপনার কংক্রিটের পিলারের পাশের গভীর গর্তে পড়ে যায় সে। উদ্ধারকারী কর্মকর্তারা জানান, গর্তটির গভীরতা ৩৫ মিটার এবং ব্যাস ২৫ সেন্টিমিটার (১০ ইঞ্চি)। এমন সরু গর্তে সে কীভাবে পড়ল, তা জানা যায়নি।
গর্তে পড়ার পর সাহায্যের জন্য চিৎকার শুরু করে শিশুটি। চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যায় আশপাশের মানুষ। পরে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। সোমবার (২ জানুয়ারি) শিশুটিকে উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু হয়।
ভিয়েতনামের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, উদ্ধারকারীরা কংক্রিটের পিলারটির আশপাশের মাটিগুলো নরম করতে খোঁড়াখুঁড়ি ও পানি ঢালছেন, যাতে পিলারটি টেনে তুলে ফেলা যায়। তবে তাতে উদ্ধার কার্যক্রম আরও জটিল হয়ে যায়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, উদ্ধারকারীরা শিশুটির বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত নন। গর্তের ভেতরে ক্যামেরা পাঠানো হলে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে গর্তে অক্সিজেন পাম্প করছেন উদ্ধারকারী দলের সদস্যরা।
এক উদ্ধারকারী এএফপিকে বলেন, ‘ছেলেটিকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তবে সে এখন জীবিত আছে কি না, তা নিশ্চিত করে বলতে পারছি না।’
এদিকে সোমবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন কেন্দ্রীয় পর্যায়ের উদ্ধারকারীদের শিশুটিকে উদ্ধারের অভিযানে যোগ দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর বড় ধরনের অভিযান শুরু হয়।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৯ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৯ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১০ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১১ ঘণ্টা আগে