অনলাইন ডেস্ক
পবিত্র রমজান মাসে গান চালানোর দায়ে আফগানিস্তানের একটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে তালেবান। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ওই রেডিও স্টেশন পরিচালনা করেন নারীরা। গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, রেডিও স্টেশনটি বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে তালেবান কর্তৃপক্ষ।
নারী পরিচালিত ওই রেডিও স্টেশনের নাম সাদাই বানোয়ান, যার অর্থ হলো নারীদের কণ্ঠস্বর। ১০ বছর আগে চালু হওয়া রেডিওটির আটজন কর্মীর মধ্যে ছয়জনই নারী।
আফগানিস্তানের বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি পরিচালক মুইজউদ্দিন আহমাদি জানিয়েছেন, ‘রেডিও স্টেশনটি ইসলামিক আমিরাতের আইন ও বিধি লঙ্ঘন করেছে। পবিত্র রমজানে বেশ কয়েকবার গান-বাজনা চালিয়েছে। আইন লঙ্ঘন করায় স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে।’
মুইজউদ্দিন আহমাদি আরও বলেন, ‘যদি রেডিও স্টেশনটির কর্তৃপক্ষ নিশ্চয়তা দেয় যে তার এ ধরনের ভুলের পুনরাবৃত্তি করবে না এবং ইসলামি আমিরাত আফগানিস্তানের আইন মেনে চলার প্রতিশ্রুতি দেয়, তবে তাদের আবারও সম্প্রচারের অনুমতি দেওয়া হবে।’
তবে রেডিওটির প্রধান নাজিয়া সরোশ জানিয়েছেন, তাঁরা কোনো আইন লঙ্ঘন করেননি। তিনি বলেন, ‘স্টেশনটি বন্ধের কোনো প্রয়োজন ছিল না। তালেবান আমাদের বলেছে, আমরা গান সম্প্রচার করেছি। কিন্তু আমরা কোনো ধরনের গান সম্প্রচার করিনি।’
নাজিয়া সরোশ জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এসে স্টেশনটি বন্ধ করে দেন।
২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন। আফগান ইনডিপেনডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তথ্যমতে, প্রয়োজনীয় তহবিলের অভাবে এবং কর্মীরা দেশ ছেড়ে যাওয়ার কারণে অনেক গণমাধ্যম বন্ধ হয়ে গেছে।
পবিত্র রমজান মাসে গান চালানোর দায়ে আফগানিস্তানের একটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে তালেবান। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ওই রেডিও স্টেশন পরিচালনা করেন নারীরা। গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, রেডিও স্টেশনটি বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে তালেবান কর্তৃপক্ষ।
নারী পরিচালিত ওই রেডিও স্টেশনের নাম সাদাই বানোয়ান, যার অর্থ হলো নারীদের কণ্ঠস্বর। ১০ বছর আগে চালু হওয়া রেডিওটির আটজন কর্মীর মধ্যে ছয়জনই নারী।
আফগানিস্তানের বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি পরিচালক মুইজউদ্দিন আহমাদি জানিয়েছেন, ‘রেডিও স্টেশনটি ইসলামিক আমিরাতের আইন ও বিধি লঙ্ঘন করেছে। পবিত্র রমজানে বেশ কয়েকবার গান-বাজনা চালিয়েছে। আইন লঙ্ঘন করায় স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে।’
মুইজউদ্দিন আহমাদি আরও বলেন, ‘যদি রেডিও স্টেশনটির কর্তৃপক্ষ নিশ্চয়তা দেয় যে তার এ ধরনের ভুলের পুনরাবৃত্তি করবে না এবং ইসলামি আমিরাত আফগানিস্তানের আইন মেনে চলার প্রতিশ্রুতি দেয়, তবে তাদের আবারও সম্প্রচারের অনুমতি দেওয়া হবে।’
তবে রেডিওটির প্রধান নাজিয়া সরোশ জানিয়েছেন, তাঁরা কোনো আইন লঙ্ঘন করেননি। তিনি বলেন, ‘স্টেশনটি বন্ধের কোনো প্রয়োজন ছিল না। তালেবান আমাদের বলেছে, আমরা গান সম্প্রচার করেছি। কিন্তু আমরা কোনো ধরনের গান সম্প্রচার করিনি।’
নাজিয়া সরোশ জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এসে স্টেশনটি বন্ধ করে দেন।
২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন। আফগান ইনডিপেনডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তথ্যমতে, প্রয়োজনীয় তহবিলের অভাবে এবং কর্মীরা দেশ ছেড়ে যাওয়ার কারণে অনেক গণমাধ্যম বন্ধ হয়ে গেছে।
নিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
১৩ মিনিট আগেলাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষাক্ত অ্যালকোহল সেবনে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
৪৪ মিনিট আগেদখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা রায়ান বর্গওয়ার্ট। সম্প্রতি এই কায়াকার নিজের ডুবে যাওয়ার নাটক সাজিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রায়ান বর্তমানে পূর্ব ইউরোপের কোথাও জীবিত আছেন।
২ ঘণ্টা আগে