পাপুয়া নিউগিনিতে ভূমিধসে ৩ শতাধিক চাপা পড়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ মে ২০২৪, ০৯: ৩৩
Thumbnail image

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে তিন শতাধিক মানুষ চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া অন্তত ১ হাজার ১০০ বাড়িঘর ভেসে গেছে। আজ শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আশঙ্কা করা হচ্ছে, এই ভূমিধসের কারণে শতাধিক লোক নিহত হয়েছে। 

পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এনগা প্রদেশের পোরগেরা-পাইলা জেলার প্রত্যন্ত মুলিতাকার ছয়টি গ্রামে স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোরে ভূমিধসের ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী পোর্ট মোর্সবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে। এনগার প্রাদেশিক প্রশাসক স্যান্ডিস সাকা বলেছেন, ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পুলিশ, দুর্যোগ ও স্বাস্থ্যকর্মীদের এলাকাটিতে পাঠানো হয়েছে। 

মুলিতাকা ছাড়াও রাজধানী কাওকালাম গ্রামে ভূমিধসে শতাধিক লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পাপুয়া নিউগিনির স্থানীয় সংবাদমাধ্যম পাপুয়া নিউ গিনি পোস্ট কুরিয়ার দেশটির পার্লামেন্ট সদস্য আইমোস আকমের মন্তব্যের বরাত দিয়ে বলেছে, অস্ট্রেলিয়ার উত্তরে প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে ভূমিধসে ৩০০ জনেরও বেশি মানুষ এবং ১ হাজার ১৮১টি বাড়ি চাপা পড়েছে। 

অস্ট্রেলিয়ার ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড ডিপার্টমেন্ট (ডিএফএটি) শনিবার জানিয়েছে, এনগা প্রদেশের মুলিতাকা অঞ্চলে ভূমিধসের কারণে ছয়টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিএফএটি—এর মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘পোর্ট মোর্সবিতে অস্ট্রেলিয়ার হাইকমিশন ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ সম্পর্কে বিশদ মূল্যায়নের জন্য পাপুয়া নিউগিনি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে রাখছে।’ 

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, জরুরি সেবাদানকারী দলগুলোকে স্বল্প জনবসতিপূর্ণ এলাকায় পাঠানো হয়েছে। ভূমিধসের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এসব উপদ্রুত এলাকায় এখন উদ্ধারকাজ চালানো ও ত্রাণসহায়তা দেওয়ার একমাত্র উপায় হেলিকপ্টার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত