অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। ইন্দোনেশিয়ার স্থানীয় সময় গতকাল শনিবার ‘অনুপ্রবেশকারী সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাপুয়ার রাজধানী জায়াপুরার পুলিশপ্রধান জানিয়েছেন এই হামলা বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। তিনি আরও জানিয়েছেন, শনিবার সকালের দিকে দুগার পাহাড়ি এলাকায় এই হতাহতের ঘটনা ঘটেছে।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনতারাকে পাপুয়া আঞ্চলিক অপরাধ তদন্ত বিভাগের পরিচালক ফাইজাল রাহমাদানি বলেছেন, ‘এটি সত্য যে, সেখানে বেসামরিক লোকজনের ওপর হামলার ফলে ১০ জন গুরুতর আহত হন। যার মধ্যে ৯ জনই মারা গেছেন।’ এই বিষয়ে তদন্ত চলছে। তবে, ঘটনাস্থল এবং আশপাশের বেসামরিক লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রতিই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।
এই হামলা এমন এক সময় হলো যখন—দক্ষিণ পাপুয়া, সেন্ট্রাল পাপুয়া এবং পাহাড়ি পাপুয়া অঞ্চলকে একত্র করে সমগ্র অঞ্চলটিকে দুটির পরিবর্তে পাঁচটি প্রদেশে বিভক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং এই নতুন আইনের প্রতিবাদে বেশ কয়েক দিন ধরেই ওই অঞ্চলে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছিল।
যদিও সরকার বলছে, এই নতুন প্রদেশগুলো গঠনের ফলেও ওই সব অঞ্চলে উন্নয়ন ত্বরান্বিত হবে। সরকারি সেবা দ্রুততর হবে এবং পাপুয়াবাসীর পক্ষে ইন্দোনেশিয়ার শাসনকার্যে সরাসরি অংশগ্রহণ বাড়বে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। ইন্দোনেশিয়ার স্থানীয় সময় গতকাল শনিবার ‘অনুপ্রবেশকারী সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাপুয়ার রাজধানী জায়াপুরার পুলিশপ্রধান জানিয়েছেন এই হামলা বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। তিনি আরও জানিয়েছেন, শনিবার সকালের দিকে দুগার পাহাড়ি এলাকায় এই হতাহতের ঘটনা ঘটেছে।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনতারাকে পাপুয়া আঞ্চলিক অপরাধ তদন্ত বিভাগের পরিচালক ফাইজাল রাহমাদানি বলেছেন, ‘এটি সত্য যে, সেখানে বেসামরিক লোকজনের ওপর হামলার ফলে ১০ জন গুরুতর আহত হন। যার মধ্যে ৯ জনই মারা গেছেন।’ এই বিষয়ে তদন্ত চলছে। তবে, ঘটনাস্থল এবং আশপাশের বেসামরিক লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রতিই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।
এই হামলা এমন এক সময় হলো যখন—দক্ষিণ পাপুয়া, সেন্ট্রাল পাপুয়া এবং পাহাড়ি পাপুয়া অঞ্চলকে একত্র করে সমগ্র অঞ্চলটিকে দুটির পরিবর্তে পাঁচটি প্রদেশে বিভক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং এই নতুন আইনের প্রতিবাদে বেশ কয়েক দিন ধরেই ওই অঞ্চলে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছিল।
যদিও সরকার বলছে, এই নতুন প্রদেশগুলো গঠনের ফলেও ওই সব অঞ্চলে উন্নয়ন ত্বরান্বিত হবে। সরকারি সেবা দ্রুততর হবে এবং পাপুয়াবাসীর পক্ষে ইন্দোনেশিয়ার শাসনকার্যে সরাসরি অংশগ্রহণ বাড়বে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪৫ বছর আগে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ১৭ বছর বয়সী এসথার গনজালেস। একটি ডিএনএ পরীক্ষার সূত্র ধরে, দীর্ঘ বছর পর এবার সেই মামলার সমাধান হয়েছে। পরিবারের জন্য এই সমাধান একদিকে যেমন স্বস্তি এনে দিয়েছে, অন্যদিকে তা গভীর বেদনার কারণ হয়েছে।
২৭ মিনিট আগেজার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সম্প্রতি বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার সঙ্গে তাঁর করা গ্যাস চুক্তিগুলো জার্মানির ব্যবসা এবং মস্কোর সঙ্গে শান্তি রক্ষার উদ্দেশ্যে করা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেছেন, ২০০৮ সালে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে বাধা না দিলে, যুদ্ধ আরও অনেক আগেই শু
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়া একটি গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরির কারখানা সম্প্রসারণ করছে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থার বিশেষজ্ঞরা। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এই কারখানায় এমন একটি স্বল্প-পাল্লার মিসাইল তৈরি হয় যা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করছে।
৩ ঘণ্টা আগেগত ৮ থেকে ১১ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান হাওয়াইয়ের মাওয়ি দ্বীপের ৩০ বছর বয়সী অভিযাত্রী হান্নাহ কোবায়াশি। এবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে হান্নাহর বাবাকে।
৩ ঘণ্টা আগে