অনলাইন ডেস্ক
নেপালে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার আগে পাইলট প্রতিকূল কোনো খবর পাঠায়নি বলে জানিয়েছেন পোখারা আন্তর্জাতিক বিমান বন্দরের মুখপাত্র অনুপ যোশী।
আজ সোমবার অনুপ যোশী বলেন, বিমানবন্দরের আশপাশের পাহাড়ের চূড়া ছিল দৃশ্যমান। সঙ্গে মৃদু বাতাস ছিল। আবহাওয়াও প্রতিকূল ছিল না।
অনুপ যোশী আরও বলেন, পাইলট অবতরণের আগে রানওয়ে ৩–এর স্থলে ১ নম্বরে পরিবর্তনের বার্তা পাঠান। যা অনুমোদন করা হয়েছিল। তবে ওই দুটি রানওয়েই প্রস্তুত ছিল। যেকোনো একটিতে অবতরণ করতে পারত। এটি দুঃখজনক যে বিমানবন্দরটি উদ্বোধনের ১৫ দিনের মাথায় এ দুর্ঘটনা ঘটল।
এর আগে গতকাল রোববার সকালে নেপালের ইয়েতি এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ এটিআর-৭২ পোখারা বিমানবন্দর থেকে এক কিলোমিটার দূরের সেতি নদীর তীরে বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্তের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উড়োজাহাজটিতে ৭২ জন যাত্রী ও ক্রু ছিলেন। এরই মধ্য ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে কোনো যাত্রীই বেঁচে নেই। নেপালে ৩০ বছরের মধ্য সবচেয়ে মারাত্মক উড়োজাহাজ দুর্ঘটনা এটি।
আজ সোমবার সেতি নদীর তীর থেকে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। উড়োজাহাজটির এক পাশের জানালাগুলো পাওয়া গেছে অক্ষত। কিছু দূরেই পড়ে ছিল ছিন্ন-বিচ্ছিন্ন চেয়ারগুলো।
এদিকে নেপালের পুলিশ বাহিনী বিবিসিকে জানিয়েছে, উড়োজাহাজটির ‘ব্ল্যাক বক্স’ তাঁরা উদ্ধার করেছেন। ভেতর রেকর্ডারও পাওয়া গেছে। তাঁরা জীবিত কাউকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। এখন এ মর্মান্তিক দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।
নেপালে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার আগে পাইলট প্রতিকূল কোনো খবর পাঠায়নি বলে জানিয়েছেন পোখারা আন্তর্জাতিক বিমান বন্দরের মুখপাত্র অনুপ যোশী।
আজ সোমবার অনুপ যোশী বলেন, বিমানবন্দরের আশপাশের পাহাড়ের চূড়া ছিল দৃশ্যমান। সঙ্গে মৃদু বাতাস ছিল। আবহাওয়াও প্রতিকূল ছিল না।
অনুপ যোশী আরও বলেন, পাইলট অবতরণের আগে রানওয়ে ৩–এর স্থলে ১ নম্বরে পরিবর্তনের বার্তা পাঠান। যা অনুমোদন করা হয়েছিল। তবে ওই দুটি রানওয়েই প্রস্তুত ছিল। যেকোনো একটিতে অবতরণ করতে পারত। এটি দুঃখজনক যে বিমানবন্দরটি উদ্বোধনের ১৫ দিনের মাথায় এ দুর্ঘটনা ঘটল।
এর আগে গতকাল রোববার সকালে নেপালের ইয়েতি এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ এটিআর-৭২ পোখারা বিমানবন্দর থেকে এক কিলোমিটার দূরের সেতি নদীর তীরে বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্তের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উড়োজাহাজটিতে ৭২ জন যাত্রী ও ক্রু ছিলেন। এরই মধ্য ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে কোনো যাত্রীই বেঁচে নেই। নেপালে ৩০ বছরের মধ্য সবচেয়ে মারাত্মক উড়োজাহাজ দুর্ঘটনা এটি।
আজ সোমবার সেতি নদীর তীর থেকে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। উড়োজাহাজটির এক পাশের জানালাগুলো পাওয়া গেছে অক্ষত। কিছু দূরেই পড়ে ছিল ছিন্ন-বিচ্ছিন্ন চেয়ারগুলো।
এদিকে নেপালের পুলিশ বাহিনী বিবিসিকে জানিয়েছে, উড়োজাহাজটির ‘ব্ল্যাক বক্স’ তাঁরা উদ্ধার করেছেন। ভেতর রেকর্ডারও পাওয়া গেছে। তাঁরা জীবিত কাউকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। এখন এ মর্মান্তিক দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।
যুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের একটি সূত্র গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে এই বিষয়টি জানিয়েছে। তবে, যুদ্ধবিরতির আশা থাকলেও লেবাননে ইসরায়েলি
২১ মিনিট আগেইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কেবল গ্রেপ্তারি পরোয়ানা জারিই যথেষ্ট নয়। তাঁর বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা উচিত। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের তীব্র
১ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনরুদ্ধার ও দেশটির সংবিধানের ২৬ তম সংশোধনী বাতিলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ‘চূড়ান্ত ডাক’ দিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার সমর্থক দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে রওনা হন গতকাল রোববার। তবে তারা সেদিন...
২ ঘণ্টা আগেবাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
৪ ঘণ্টা আগে