অনলাইন ডেস্ক
ঢাকা: গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েল ও হামাসের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়াল। এই সংঘাতে এখন পর্যন্ত ১৯২ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববারও ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামাসের হামলায় ইসরায়েলেরও ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও ছিল।
এদিকে গতকাল মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, পূর্ণ শক্তিতে গাজায় অভিযান অব্যাহত রাখা হবে, যাতে হামাসের ভবিষ্যৎ আক্রমণ ঠেকানো যায়।
ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গাজা থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ থেকে অস্ত্রবিরতির ডাক এলেও কোনো পক্ষই এখনও সংঘাত থামানোর ইঙ্গিত দেয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল-হামাসের মধ্যে সংঘাত থামাতে তাঁর প্রশাসন সব দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
হোয়াইট হাউসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল রোববার হোয়াইট হাউসের নৈশভোজে একটি ভিডিও বার্তা পাঠান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের সমান নিরাপত্তা উপভোগ করার অধিকার রয়েছে। পাশাপাশি তাঁদের সমান স্বাধীনতা, সমৃদ্ধি এবং গণতন্ত্র উপভোগ করার অধিকারও রয়েছে ।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েল, ফিলিস্তিন ও অন্যদের কাছে তারা জানিয়েছে, সব পক্ষ যদি অস্ত্রবিরতি চায়, তবে তাঁরা সমর্থন দিতে প্রস্তুত।
ফিলিস্তিনিদের অধিকার ‘নগ্নভাবে লঙ্ঘন’ করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে সৌদি আরব। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এ নিন্দা জানান এবং সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
ঢাকা: গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েল ও হামাসের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়াল। এই সংঘাতে এখন পর্যন্ত ১৯২ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববারও ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামাসের হামলায় ইসরায়েলেরও ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও ছিল।
এদিকে গতকাল মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, পূর্ণ শক্তিতে গাজায় অভিযান অব্যাহত রাখা হবে, যাতে হামাসের ভবিষ্যৎ আক্রমণ ঠেকানো যায়।
ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গাজা থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ থেকে অস্ত্রবিরতির ডাক এলেও কোনো পক্ষই এখনও সংঘাত থামানোর ইঙ্গিত দেয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল-হামাসের মধ্যে সংঘাত থামাতে তাঁর প্রশাসন সব দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
হোয়াইট হাউসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল রোববার হোয়াইট হাউসের নৈশভোজে একটি ভিডিও বার্তা পাঠান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের সমান নিরাপত্তা উপভোগ করার অধিকার রয়েছে। পাশাপাশি তাঁদের সমান স্বাধীনতা, সমৃদ্ধি এবং গণতন্ত্র উপভোগ করার অধিকারও রয়েছে ।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েল, ফিলিস্তিন ও অন্যদের কাছে তারা জানিয়েছে, সব পক্ষ যদি অস্ত্রবিরতি চায়, তবে তাঁরা সমর্থন দিতে প্রস্তুত।
ফিলিস্তিনিদের অধিকার ‘নগ্নভাবে লঙ্ঘন’ করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে সৌদি আরব। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এ নিন্দা জানান এবং সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় ২০২৪-এ বাংলাদেশিদের আশ্রয় প্রার্থনা করে আবেদনের রেকর্ড হয়েছে। যদিও তাঁদের সিংহভাগ আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। আবেদনের সংখ্যার দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) ওয়েবসাইটে
৩৩ মিনিট আগেআফগানিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান বাহিনী। পরিবারের বরাত দিয়ে আজ সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ২৫ বছর বয়সী ওয়াজির খানকে গত ২৪ ফেব্রুয়ারি রাজধানী কাবুলের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।
৪ ঘণ্টা আগেনগ্নতাকে উদ্যাপন করতেও শৃঙ্খলা প্রয়োজন। তাই নগ্ন সৈকতে অনুপযুক্ত আচরণ রোধে নতুন আইন চালু করেছে জার্মানির রস্টক শহর। এখন থেকে এই শহরের নগ্ন সৈকতে পোশাক পরা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের নিষিদ্ধ করা হবে।
৫ ঘণ্টা আগেইউক্রেনকে এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের সময় আজ রাত সাড়ে ৯টার দিকে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের সময়ের সবচেয়ে বড় পরীক্ষা।’
৫ ঘণ্টা আগে