অনলাইন ডেস্ক
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নিয়েছেন । তাঁর আইনজীবী মিন মিন সোয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে।
সু চির আইনজীবী বলেন, তাঁর ব্যক্তিগত কর্মীদেরও পূর্ণাঙ্গ ডোজ টিকা দেওয়া হয়েছে। জান্তা সরকারের উদ্যোগে তাঁদের টিকা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। ৭৬ বছর বয়সী সু চির সঙ্গে নিরাপত্তারক্ষী ও রাঁধুনিসহ ১০ জনের মতো কর্মী রয়েছেন। তবে সু চি কখন বা কোন দেশের টিকা নিয়েছেন, সে ব্যাপারে তাঁর আইনজীবী কিছুই জানাননি।
মিয়ানমারের করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। গত সোমবার দেশটিতে প্রায় তিন হাজার জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন । এই সংখ্যা জুনের শুরুতে এক শর মতো ছিল। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে অপসারণ ও বন্দী করে ক্ষমতায় আসীন হয় সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটির স্বাস্থ্যব্যবস্থা ধসে পড়েছে।
মিয়ানমারের ৫ কোটি ৪০ লাখ জনগণের মধ্যে মাত্র ২ দশমিক ৮ শতাংশ মানুষ ভ্যাকসিনের পূর্ণ ডোজ পেয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার এ পর্যন্ত ভারতের কাছ থেকে ১৫ লাখ ডোজের বেশি টিকা পেয়েছে। এ ছাড়া চীনের কাছ থেকে পাঁচ লাখ ডোজ করোনার টিকা পেয়েছে। দেশটি আরও ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছে।
মিয়ানমারের কারাবন্দিদের সহায়তাদানকারী বেসরকারি সংস্থা অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে ৮৮৩ জন নিহত হয়েছেন এবং কারাগারে অন্তরীণ আছেন ৫ হাজার ২০০-এর বেশি বিক্ষোভকারী।
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নিয়েছেন । তাঁর আইনজীবী মিন মিন সোয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে।
সু চির আইনজীবী বলেন, তাঁর ব্যক্তিগত কর্মীদেরও পূর্ণাঙ্গ ডোজ টিকা দেওয়া হয়েছে। জান্তা সরকারের উদ্যোগে তাঁদের টিকা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। ৭৬ বছর বয়সী সু চির সঙ্গে নিরাপত্তারক্ষী ও রাঁধুনিসহ ১০ জনের মতো কর্মী রয়েছেন। তবে সু চি কখন বা কোন দেশের টিকা নিয়েছেন, সে ব্যাপারে তাঁর আইনজীবী কিছুই জানাননি।
মিয়ানমারের করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। গত সোমবার দেশটিতে প্রায় তিন হাজার জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন । এই সংখ্যা জুনের শুরুতে এক শর মতো ছিল। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে অপসারণ ও বন্দী করে ক্ষমতায় আসীন হয় সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটির স্বাস্থ্যব্যবস্থা ধসে পড়েছে।
মিয়ানমারের ৫ কোটি ৪০ লাখ জনগণের মধ্যে মাত্র ২ দশমিক ৮ শতাংশ মানুষ ভ্যাকসিনের পূর্ণ ডোজ পেয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার এ পর্যন্ত ভারতের কাছ থেকে ১৫ লাখ ডোজের বেশি টিকা পেয়েছে। এ ছাড়া চীনের কাছ থেকে পাঁচ লাখ ডোজ করোনার টিকা পেয়েছে। দেশটি আরও ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছে।
মিয়ানমারের কারাবন্দিদের সহায়তাদানকারী বেসরকারি সংস্থা অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে ৮৮৩ জন নিহত হয়েছেন এবং কারাগারে অন্তরীণ আছেন ৫ হাজার ২০০-এর বেশি বিক্ষোভকারী।
ট্রাম্প প্রশাসন মার্কিন বন্দীদের মুক্তি ও যুদ্ধের অবসানের সম্ভাব্য চুক্তি নিয়ে গাজায় হামাসের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে অবগত দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এই তথ্য জানিয়েছে। কয়েক সপ্তাহ ধরে বোহলার ও হামাস কর্মকর্তাদের মধ্যে কয়েক দফায় এসব বৈঠক অনুষ্
১৯ মিনিট আগেস্থানীয় সময় গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বেশ খোলামেলাভাবেই এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেন, ‘শালোম হামাস—শালোমের অর্থ শান্তি অথবা বিদায়—দুটোই হতে পারে। তোমরা (হামাস) কোনটি...
৪০ মিনিট আগেইউক্রেনে গোয়েন্দা সহায়তা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা সুস্পষ্ট কারণেই কখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি বা হবেও না। তবে বেশির ভাগ বিশ্লেষক...
১ ঘণ্টা আগে১৯৯৮ সালের ৩ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া প্যারিস তাঁর ভাইদের সঙ্গে ছয় বছর বয়স পর্যন্ত হোম স্কুলিং করেছেন। মাইকেল তাঁর সন্তানদের ব্যক্তিগত জীবন রক্ষা করতে খুব সচেতন ছিলেন। তাই তিনি প্রায় সময়ই ক্যামেরার সামনে পড়ে গেলে সন্তানদের লুকিয়ে ফেলতেন কিংবা মুখ ঢেকে দিতেন।
১০ ঘণ্টা আগে