অনলাইন ডেস্ক
চীনের জিরো-কোভিড কৌশল টেকসই নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর পাল্টা প্রতিক্রিয়ায় চীনের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটির মন্তব্য দায়িত্বহীন। স্থানীয় সময় বুধবার চীনের পক্ষ থেকে এমনটি বলা হয়।
মহামারি শুরু হওয়ার পর থেকে চীন সম্প্রতি সবচেয়ে খারাপ করোনা প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করছে। কয়েক সপ্তাহ ধরে সাংহাইয়ের আড়াই কোটি মানুষের বেশির ভাগই বাড়িতে আটকে রয়েছে।
এ নিয়ে সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রিয়াসুস বলেন, ‘করোনাভাইরাসের আচরণ ও ভবিষ্যতে আমরা কী প্রত্যাশা করি তা বিবেচনা করে আমরা মনে করি না যে শূন্য-কোভিড কৌশল টেকসই। আমরা চীনা বিশেষজ্ঞদের সঙ্গে এই সমস্যাটি নিয়ে আলোচনা করেছি। আমরা তাদের ইঙ্গিত দিয়েছি যে পদ্ধতিটি টেকসই হবে না।’
বার্তা সংস্থা রয়টার্স বলছে, চীনের কোনো গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সংবাদ সম্মেলন প্রচার হয়নি।
ওই সংবাদ সম্মেলন নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘আমরা আশা করি সংশ্লিষ্ট ব্যক্তি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার পরিবর্তে চীনের কোভিড-১৯ নীতিকে বস্তুনিষ্ঠ ও যুক্তিসংগতভাবে দেখবেন।’
করোনা মহামারির শুরুর দিকে সমালোচকেরা অভিযোগ করেন, চীনের পক্ষ নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে।
চীনের জিরো-কোভিড কৌশল টেকসই নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর পাল্টা প্রতিক্রিয়ায় চীনের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটির মন্তব্য দায়িত্বহীন। স্থানীয় সময় বুধবার চীনের পক্ষ থেকে এমনটি বলা হয়।
মহামারি শুরু হওয়ার পর থেকে চীন সম্প্রতি সবচেয়ে খারাপ করোনা প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করছে। কয়েক সপ্তাহ ধরে সাংহাইয়ের আড়াই কোটি মানুষের বেশির ভাগই বাড়িতে আটকে রয়েছে।
এ নিয়ে সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রিয়াসুস বলেন, ‘করোনাভাইরাসের আচরণ ও ভবিষ্যতে আমরা কী প্রত্যাশা করি তা বিবেচনা করে আমরা মনে করি না যে শূন্য-কোভিড কৌশল টেকসই। আমরা চীনা বিশেষজ্ঞদের সঙ্গে এই সমস্যাটি নিয়ে আলোচনা করেছি। আমরা তাদের ইঙ্গিত দিয়েছি যে পদ্ধতিটি টেকসই হবে না।’
বার্তা সংস্থা রয়টার্স বলছে, চীনের কোনো গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সংবাদ সম্মেলন প্রচার হয়নি।
ওই সংবাদ সম্মেলন নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘আমরা আশা করি সংশ্লিষ্ট ব্যক্তি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার পরিবর্তে চীনের কোভিড-১৯ নীতিকে বস্তুনিষ্ঠ ও যুক্তিসংগতভাবে দেখবেন।’
করোনা মহামারির শুরুর দিকে সমালোচকেরা অভিযোগ করেন, চীনের পক্ষ নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
২ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৩ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৪ ঘণ্টা আগে