অনলাইন ডেস্ক
গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ন্যালগায়ের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ফিলিপাইনে এ পর্যন্ত প্রায় ১০০ মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ ও আহত অনেকে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
শুক্রবার ফিলিপাইনে ঘণ্টায় ৭৫ কিলোমিটার গতিতে আঘাত হানে ন্যালগায়ে। তবে এর জেরে দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার থেকেই বৃষ্টি ও ঝোড়ো বাতাস শুরু হয়। এই ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশগুলো। বিশেষ করে মিন্দানাও এ লুজন দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে।
ঝড়ের প্রভাবে আকস্মিক বন্যার পাশাপাশি বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে। অনেক জায়গার সড়ক, ঘর-বাড়ি, বিদ্যুতের খুঁটি উপড়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের বিভিন্ন জরুরি সংস্থার পাশাপাশি মাঠে নেমেছে সেনা সদস্যরা।
উদ্ভূত পরিস্থিতিতে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করতে হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু বন্দরের কার্যক্রম অচল হয়ে পড়েছে। এ ছাড়া অধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুই লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
ফিলিপাইনে প্রায়ই ঘূর্ণিঝড় আঘাত হানে। ফলে বারবার বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। দেশটিতে গড়ে প্রতিবছর ২০ টির মতো টাইফুন বা ঝড় আঘাত হেনে থাকে।
গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ন্যালগায়ের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ফিলিপাইনে এ পর্যন্ত প্রায় ১০০ মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ ও আহত অনেকে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
শুক্রবার ফিলিপাইনে ঘণ্টায় ৭৫ কিলোমিটার গতিতে আঘাত হানে ন্যালগায়ে। তবে এর জেরে দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার থেকেই বৃষ্টি ও ঝোড়ো বাতাস শুরু হয়। এই ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশগুলো। বিশেষ করে মিন্দানাও এ লুজন দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে।
ঝড়ের প্রভাবে আকস্মিক বন্যার পাশাপাশি বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে। অনেক জায়গার সড়ক, ঘর-বাড়ি, বিদ্যুতের খুঁটি উপড়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের বিভিন্ন জরুরি সংস্থার পাশাপাশি মাঠে নেমেছে সেনা সদস্যরা।
উদ্ভূত পরিস্থিতিতে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করতে হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু বন্দরের কার্যক্রম অচল হয়ে পড়েছে। এ ছাড়া অধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুই লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
ফিলিপাইনে প্রায়ই ঘূর্ণিঝড় আঘাত হানে। ফলে বারবার বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। দেশটিতে গড়ে প্রতিবছর ২০ টির মতো টাইফুন বা ঝড় আঘাত হেনে থাকে।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৫ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৫ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৬ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৭ ঘণ্টা আগে