অনলাইন ডেস্ক
নেপালের তানাহুন জেলায় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ১৪ ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার নেপালের পোখারা থেকে রাজধানী কাঠমান্ডু যাওয়ার সময় তানাহুন জেলার মারস্যাংদি নদীতে পড়ে যায় বাসটি।
পুলিশ জানিয়েছে, মারস্যাংদি নদী থেকে ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১১ জন। তাঁদের খোঁজে যৌথ অভিযান পরিচালনা করছে পুলিশ ও সেনাবাহিনী। তবে দুর্ঘটনার কারণ ও হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কাঠমান্ডুতে নিযুক্ত ভারতীয় দূতাবাসের সমন্বয়ে উদ্ধারকারী দল নিয়ে সামরিক হেলিকপ্টার ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পুলিশ জানিয়েছে, হোটেল রেকর্ড থেকে পাওয়া তথ্য যাচাই করে ভুক্তভোগীদের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীদের মধ্যে তাঁর রাজ্যের বাসিন্দাও রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পোখারা থেকে আসা বাসটি আবু খাইরানি এলাকার কাছে মারস্যাংদি নদীতে পড়ে যায়। তবে বাসটি পুরোপুরি ডুবে যায়নি।
বাসের নম্বরপ্লেটের তথ্য অনুযায়ী, সেটি ভারতের উত্তর প্রদেশে নিবন্ধিত। বুধবার পোখারায় পৌঁছানোর পর গতকাল সকালে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছিল এটি। এতে ৪১ জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে।
ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীদের কাছে নেপালের পোখারা থেকে দেশটির রাজধানী শহর কাঠমান্ডুতে যাওয়ার বাস রুট বেশ জনপ্রিয়। তবে নেপালের দুর্বল সড়ক যোগাযোগব্যবস্থা এবং পার্বত্য অঞ্চলগুলোতে সরু রাস্তার কারণে মাঝেমধ্যেই দেশটিতে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়।
নেপালের তানাহুন জেলায় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ১৪ ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার নেপালের পোখারা থেকে রাজধানী কাঠমান্ডু যাওয়ার সময় তানাহুন জেলার মারস্যাংদি নদীতে পড়ে যায় বাসটি।
পুলিশ জানিয়েছে, মারস্যাংদি নদী থেকে ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১১ জন। তাঁদের খোঁজে যৌথ অভিযান পরিচালনা করছে পুলিশ ও সেনাবাহিনী। তবে দুর্ঘটনার কারণ ও হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কাঠমান্ডুতে নিযুক্ত ভারতীয় দূতাবাসের সমন্বয়ে উদ্ধারকারী দল নিয়ে সামরিক হেলিকপ্টার ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পুলিশ জানিয়েছে, হোটেল রেকর্ড থেকে পাওয়া তথ্য যাচাই করে ভুক্তভোগীদের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীদের মধ্যে তাঁর রাজ্যের বাসিন্দাও রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পোখারা থেকে আসা বাসটি আবু খাইরানি এলাকার কাছে মারস্যাংদি নদীতে পড়ে যায়। তবে বাসটি পুরোপুরি ডুবে যায়নি।
বাসের নম্বরপ্লেটের তথ্য অনুযায়ী, সেটি ভারতের উত্তর প্রদেশে নিবন্ধিত। বুধবার পোখারায় পৌঁছানোর পর গতকাল সকালে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছিল এটি। এতে ৪১ জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে।
ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীদের কাছে নেপালের পোখারা থেকে দেশটির রাজধানী শহর কাঠমান্ডুতে যাওয়ার বাস রুট বেশ জনপ্রিয়। তবে নেপালের দুর্বল সড়ক যোগাযোগব্যবস্থা এবং পার্বত্য অঞ্চলগুলোতে সরু রাস্তার কারণে মাঝেমধ্যেই দেশটিতে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে এবার মারা গেলেন অস্ট্রেলিয়ার এক কিশোরী। সম্প্রতি কাঁধে ব্যাকপ্যাক ঝুলিয়ে দেশটিতে ঘুরতে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, সন্দেহজনক অ্যালকোহল পান করার পর ১৯ বছর বয়সী বিয়াঙ্কা জোনসের মৃত্যু ঘটে। বিগত কিছুদিনের মধ্যে বিয়াঙ্কার মৃত্যু ছিল এ ধরনের চতুর্থ ঘটনা।
৩৩ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানিকে ঘুষ ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করার পর আন্তর্জাতিক বাজারে ভারতীয় শিল্প গোষ্ঠীটির শেয়ারদরে ধস নেমেছে। আদানির বিরুদ্ধে এই অভিযোগ প্রকাশ্যে আসার পর আজ বৃহস্পতিবার নাগাদ গোষ্ঠীটি ২৭ বিলিয়ন ডলার বা ২ লাখ ২৮ হাজার কোটি
৪২ মিনিট আগেপাকিস্তানে যাত্রীবাহী একটি বাসে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। এ ছাড়া, এই ঘটনায় আহত হয়েছে আরও ২৯ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য
১ ঘণ্টা আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজা কেন্দ্রিক স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা কাতার ত্যাগ করেছেন। তবে দেশটির রাজধানী দোহায় অবস্থিত হামাসের রাজনৈতিক কার্যালয় এখনো বন্ধ হয়নি। গোষ্ঠীটির শীর্ষ নেতারা কাতার ত্যাগ করে তুরস্কে গিয়েছেন এমন গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তাই, এই অবস্থায় প্রশ্ন উঠে
২ ঘণ্টা আগে