অনলাইন ডেস্ক
সমকামিতার ওপর নিষেধাজ্ঞামূলক আইনটি প্রত্যাহার করতে যাচ্ছে সিঙ্গাপুর। ফলে সিঙ্গাপুরে সমকামী যৌনতা বৈধ হতে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুন স্থানীয় সময় রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
গত এক বছর ধরে সমকামিতার বৈধতা চেয়ে আন্দোলন করছেন সিঙ্গাপুরের এলজিবিটি কর্মীরা। অবশেষে প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে তাঁরা ‘মানবতার জয়’ হিসেবে দেখছেন। সমলিঙ্গেরকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
এশিয়ার এ শহর-রাষ্ট্রটি রক্ষণশীল মূল্যবোধের জন্য পরিচিত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটির বিপুলসংখ্যক মানুষ সমকামিতাকে নিষিদ্ধ করা ঔপনিবেশিক যুগের ৩৭৭-এ আইনটি বাতিলের আহ্বান জানাচ্ছিলেন।
বিবিসি জানিয়েছে, ভারত, তাইওয়ান ও থাইল্যান্ডের পরে এশিয়াতে সর্বশেষ দেশ হিসেবে সিঙ্গাপুর সমকামিতাকে বৈধতা দিতে যাচ্ছে।
রোববার রাতের টেলিভিশন বক্তৃতায় আইনটির বাতিল প্রসঙ্গে লি সিয়েন লুন বলেন, ‘আইনটিকে বাতিল করাই সঠিক মনে করছি আমরা। আমাদের বিশ্বাস, বেশির ভাগ সিঙ্গাপুরবাসী এ সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করবেন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সামাজিক রীতিনীতির সঙ্গে সংগতি রেখে পুরুষের সঙ্গে পুরুষের যৌনতা নিষিদ্ধকারী আইন ৩৭৭-এ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ সমকামী ব্যক্তিদের এখন সমাজে খুব ভালোভাবেই গ্রহণ করা হয়। আমরা আশা করি, এই আইন বাতিল করার সিদ্ধান্ত এলজিবিটি কর্মীদের স্বস্তি দেবে।’
জনসন ওং নামের একজন এলজিবিটি কর্মী বিবিসিকে বলেছেন, ‘অবশেষে আমরা সফল হয়েছি। বৈষম্যমূলক পুরোনো আইনটি বাতিল হতে যাচ্ছে। একটু বেশি সময় লেগেছে হয়তো। তারপরও আমরা খুশি।’
তবে প্রটেক্ট সাঙ্গাপুর নামের একটি রক্ষণশীল গ্রুপ সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তারা বলেছে, এই সিদ্ধান্তে তারা ‘গভীরভাবে হতাশ’। একই সঙ্গে তারা বিষমকামী বিবাহের সংজ্ঞাকে সংবিধানে সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত করতে এবং শিশুদের ‘এলজিবিটি প্রচার’ নিষিদ্ধ করার আইন প্রণয়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
সমকামিতার ওপর নিষেধাজ্ঞামূলক আইনটি প্রত্যাহার করতে যাচ্ছে সিঙ্গাপুর। ফলে সিঙ্গাপুরে সমকামী যৌনতা বৈধ হতে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুন স্থানীয় সময় রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
গত এক বছর ধরে সমকামিতার বৈধতা চেয়ে আন্দোলন করছেন সিঙ্গাপুরের এলজিবিটি কর্মীরা। অবশেষে প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে তাঁরা ‘মানবতার জয়’ হিসেবে দেখছেন। সমলিঙ্গেরকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
এশিয়ার এ শহর-রাষ্ট্রটি রক্ষণশীল মূল্যবোধের জন্য পরিচিত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটির বিপুলসংখ্যক মানুষ সমকামিতাকে নিষিদ্ধ করা ঔপনিবেশিক যুগের ৩৭৭-এ আইনটি বাতিলের আহ্বান জানাচ্ছিলেন।
বিবিসি জানিয়েছে, ভারত, তাইওয়ান ও থাইল্যান্ডের পরে এশিয়াতে সর্বশেষ দেশ হিসেবে সিঙ্গাপুর সমকামিতাকে বৈধতা দিতে যাচ্ছে।
রোববার রাতের টেলিভিশন বক্তৃতায় আইনটির বাতিল প্রসঙ্গে লি সিয়েন লুন বলেন, ‘আইনটিকে বাতিল করাই সঠিক মনে করছি আমরা। আমাদের বিশ্বাস, বেশির ভাগ সিঙ্গাপুরবাসী এ সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করবেন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সামাজিক রীতিনীতির সঙ্গে সংগতি রেখে পুরুষের সঙ্গে পুরুষের যৌনতা নিষিদ্ধকারী আইন ৩৭৭-এ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ সমকামী ব্যক্তিদের এখন সমাজে খুব ভালোভাবেই গ্রহণ করা হয়। আমরা আশা করি, এই আইন বাতিল করার সিদ্ধান্ত এলজিবিটি কর্মীদের স্বস্তি দেবে।’
জনসন ওং নামের একজন এলজিবিটি কর্মী বিবিসিকে বলেছেন, ‘অবশেষে আমরা সফল হয়েছি। বৈষম্যমূলক পুরোনো আইনটি বাতিল হতে যাচ্ছে। একটু বেশি সময় লেগেছে হয়তো। তারপরও আমরা খুশি।’
তবে প্রটেক্ট সাঙ্গাপুর নামের একটি রক্ষণশীল গ্রুপ সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তারা বলেছে, এই সিদ্ধান্তে তারা ‘গভীরভাবে হতাশ’। একই সঙ্গে তারা বিষমকামী বিবাহের সংজ্ঞাকে সংবিধানে সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত করতে এবং শিশুদের ‘এলজিবিটি প্রচার’ নিষিদ্ধ করার আইন প্রণয়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
ভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৩৪ মিনিট আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
৪০ মিনিট আগেআয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
২ ঘণ্টা আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে