অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নিকটবর্তী একটি শহরে ট্রাক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। স্থানীয় সময় আজ বুধবার সকালে একটি স্কুলের পাশের বাস স্ট্যান্ডে ট্রাকটি উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে—নিহতের মধ্যে শিশু ও শিক্ষার্থীও ছিল। ট্রাকটি লোহার বার নিয়ে পশ্চিম জাভার বেকাসির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ওই স্কুলের সামনের বাস স্ট্যান্ডে এসে ট্রাকটি সেখানে থাকা শিক্ষার্থী ও লোকজনের ওপর উঠে যায়।
জাকার্তা পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান লতিফ উসমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ওই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে ৪ জন শিশু ও শিক্ষার্থী এবং বাকিরা প্রাপ্ত বয়স্ক। এ ছাড়া, অন্তত ২৩ জন এই ঘটনায় আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের স্থানীয় দুটি বিদ্যালয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, এই বিষয়ে এখনো কোনো কারণ উদ্ঘাটন করা যায়নি। এখনো তদন্ত চলছে। এই বিষয়ে লতিফ উসমান বলেছেন, ‘প্রাথমিক তদন্তে আমরা এখনো কোনো ব্রেক নষ্ট হওয়ার কোনো লক্ষণ দেখতে পাইনি। এই বিষয়ে তদন্ত চলছে।’ তিনি আরও বলেন, ‘ট্রাকচালককে আটক করা হয়েছে। তবে সে কোনোভাবেই কথা বলতে পারছে না। সে মানসিকভাবে খুবই বিপর্যস্ত।’
২৭ কোটি জনসংখ্যার দেশটিতে সাম্প্রতিক সময়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে রাস্তার নিয়মকানুন নিয়মিতই উপেক্ষা করা হয় এবং যানবাহনগুলো বলতে গেলে ফিটনেস পরীক্ষা ছাড়াই রাস্তায় চলাচল করে। সর্বশেষ গত এপ্রিল মাসে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ায় এক ট্রাক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নিকটবর্তী একটি শহরে ট্রাক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। স্থানীয় সময় আজ বুধবার সকালে একটি স্কুলের পাশের বাস স্ট্যান্ডে ট্রাকটি উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে—নিহতের মধ্যে শিশু ও শিক্ষার্থীও ছিল। ট্রাকটি লোহার বার নিয়ে পশ্চিম জাভার বেকাসির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ওই স্কুলের সামনের বাস স্ট্যান্ডে এসে ট্রাকটি সেখানে থাকা শিক্ষার্থী ও লোকজনের ওপর উঠে যায়।
জাকার্তা পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান লতিফ উসমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ওই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে ৪ জন শিশু ও শিক্ষার্থী এবং বাকিরা প্রাপ্ত বয়স্ক। এ ছাড়া, অন্তত ২৩ জন এই ঘটনায় আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের স্থানীয় দুটি বিদ্যালয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, এই বিষয়ে এখনো কোনো কারণ উদ্ঘাটন করা যায়নি। এখনো তদন্ত চলছে। এই বিষয়ে লতিফ উসমান বলেছেন, ‘প্রাথমিক তদন্তে আমরা এখনো কোনো ব্রেক নষ্ট হওয়ার কোনো লক্ষণ দেখতে পাইনি। এই বিষয়ে তদন্ত চলছে।’ তিনি আরও বলেন, ‘ট্রাকচালককে আটক করা হয়েছে। তবে সে কোনোভাবেই কথা বলতে পারছে না। সে মানসিকভাবে খুবই বিপর্যস্ত।’
২৭ কোটি জনসংখ্যার দেশটিতে সাম্প্রতিক সময়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে রাস্তার নিয়মকানুন নিয়মিতই উপেক্ষা করা হয় এবং যানবাহনগুলো বলতে গেলে ফিটনেস পরীক্ষা ছাড়াই রাস্তায় চলাচল করে। সর্বশেষ গত এপ্রিল মাসে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ায় এক ট্রাক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪৫ বছর আগে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ১৭ বছর বয়সী এসথার গনজালেস। একটি ডিএনএ পরীক্ষার সূত্র ধরে, দীর্ঘ বছর পর এবার সেই মামলার সমাধান হয়েছে। পরিবারের জন্য এই সমাধান একদিকে যেমন স্বস্তি এনে দিয়েছে, অন্যদিকে তা গভীর বেদনার কারণ হয়েছে।
১ ঘণ্টা আগেজার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সম্প্রতি বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার সঙ্গে তাঁর করা গ্যাস চুক্তিগুলো জার্মানির ব্যবসা এবং মস্কোর সঙ্গে শান্তি রক্ষার উদ্দেশ্যে করা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেছেন, ২০০৮ সালে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে বাধা না দিলে, যুদ্ধ আরও অনেক আগেই শু
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়া একটি গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরির কারখানা সম্প্রসারণ করছে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থার বিশেষজ্ঞরা। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এই কারখানায় এমন একটি স্বল্প-পাল্লার মিসাইল তৈরি হয় যা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করছে।
৩ ঘণ্টা আগেগত ৮ থেকে ১১ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান হাওয়াইয়ের মাওয়ি দ্বীপের ৩০ বছর বয়সী অভিযাত্রী হান্নাহ কোবায়াশি। এবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে হান্নাহর বাবাকে।
৪ ঘণ্টা আগে