অনলাইন ডেস্ক
আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়ায়। কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা হয়েছিল বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনী। এই পরীক্ষা এমন এক সময়ে এল, যখন দক্ষিণ কোরিয়া কোরীয় উপদ্বীপে পারমাণবিক অস্ত্র প্রতিরোধী ব্যবস্থা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল সোমবার সকালে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র দুটির পরীক্ষা চালায়। সাগরে পতিত হওয়ার আগে প্রথম ক্ষেপণাস্ত্রটি অন্তত ১ হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দেয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর আরও একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এটিও সাগরে পতিত হয়।
বিশ্লেষকেরা বলছেন, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা মূলত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মৈত্রীকে চ্যালেঞ্জ জানিয়েই করা হয়েছে। গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়াশিংটনে বৈঠকে বসেছিলেন। বৈঠকে তারা পারমাণবিক ডিটারেন্স বা প্রতিরোধ ও আনুষঙ্গিক সমর কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা আসন্ন গ্রীষ্মে সম্মিলিত সামরিক মহড়ায় পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত করতে সম্মত হন।
এদিকে, জাপান ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করেছে। পরীক্ষার পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, উত্তর কোরিয়ার এই পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের স্পষ্ট লঙ্ঘন। টোকিওতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর নেতাদের এক সমাবেশে কিশিদা বলেন, ‘এই উৎক্ষেপণগুলো কেবল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের সুস্পষ্ট লঙ্ঘনই নয় বরং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি এবং আমরা তাদের তীব্র নিন্দা জানাই।’
যুক্তরাষ্ট্র ও জাতিসংঘও এই উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে।
আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়ায়। কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা হয়েছিল বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনী। এই পরীক্ষা এমন এক সময়ে এল, যখন দক্ষিণ কোরিয়া কোরীয় উপদ্বীপে পারমাণবিক অস্ত্র প্রতিরোধী ব্যবস্থা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল সোমবার সকালে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র দুটির পরীক্ষা চালায়। সাগরে পতিত হওয়ার আগে প্রথম ক্ষেপণাস্ত্রটি অন্তত ১ হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দেয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর আরও একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এটিও সাগরে পতিত হয়।
বিশ্লেষকেরা বলছেন, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা মূলত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মৈত্রীকে চ্যালেঞ্জ জানিয়েই করা হয়েছে। গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়াশিংটনে বৈঠকে বসেছিলেন। বৈঠকে তারা পারমাণবিক ডিটারেন্স বা প্রতিরোধ ও আনুষঙ্গিক সমর কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা আসন্ন গ্রীষ্মে সম্মিলিত সামরিক মহড়ায় পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত করতে সম্মত হন।
এদিকে, জাপান ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করেছে। পরীক্ষার পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, উত্তর কোরিয়ার এই পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের স্পষ্ট লঙ্ঘন। টোকিওতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর নেতাদের এক সমাবেশে কিশিদা বলেন, ‘এই উৎক্ষেপণগুলো কেবল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের সুস্পষ্ট লঙ্ঘনই নয় বরং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি এবং আমরা তাদের তীব্র নিন্দা জানাই।’
যুক্তরাষ্ট্র ও জাতিসংঘও এই উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে একটি ব্যাপক প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার জন্য তার সমর্থকদের আহ্বান জানিয়েছিলেন। গত ১৩ নভেম্বর তিনি তাঁর সমর্থকদের শেষবারের মতো প্রতিবাদে অংশ নেওয়ার ‘চূড়ান্ত ডাক’ দেন। তিনি দাবি করেন, ২৬ তম সংশোধনী
৩৮ মিনিট আগেপাকিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে রাজধানী ইসলামাবাদের পথে রওনা হয়ে গেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকেরা। আদালত ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’কে অবৈধ বলে ঘোষণা করলেও রাস্তায় বেরিয়ে পড়েছেন পিটিআই সমর্থকেরা। তবে সরকার এই সমাবেশ পণ্ড করতে নানা প্রচেষ্টা
১ ঘণ্টা আগেচাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের ওডিশায় এক কিশোরীকে পাচার করা হয়েছিল। পরে তাঁকে স্থানীয় একটি ম্যাসাজ পারলারে কাজ করতে বাধ্য করা হয়। মাসের পর মাস বিনা বেতনে কাজ করার পর ওই কিশোরী পালিয়ে ওডিশার কটকের মধুপাটনার লিংক রোড এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে মধুপাটনা..
৩ ঘণ্টা আগেসারা দুতার্তের হুমকির প্রতিক্রিয়ায় মারকোসের প্রেসিডেনশিয়াল সিকিউরিটি কমান্ড জানিয়েছে, তারা ফিলিপাইনের নেতাকে রক্ষায় তাদের নিরাপত্তা প্রটোকল আরও শক্তিশালী করেছে এবং জাতীয় পুলিশ প্রধান বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
৩ ঘণ্টা আগে