চীনের কয়েকটি প্রদেশে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ১৫: ৫৮
আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৬: ৩১

চীনে গত কয়েক দিন ধরেই তাপমাত্রা বাড়ছে। আগামী ১০ দিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কয়েকটি উপকূলীয় শহর ইতিমধ্যেই তাপমাত্রার সর্বোচ্চ সতর্কতা স্তরে রয়েছে। আবহাওয়াবিদেরা বলছেন, বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব জানিয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের প্রধান ফু জিয়াওলান রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, গত ৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত তাপমাত্রা যেমন ছিল, তেমনই ঊর্ধ্বগামী থাকবে। তবে কয়েকটি অঞ্চলে তাপমাত্রা বাড়তে বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

গত শুক্রবারে জিনজিয়াং প্রদেশের কয়েকটি শহর, কারখানা ও আবাসিক এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কারণ এই প্রদেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে আভাস দিয়েছে আবহাওয়া কেন্দ্র। এ ছাড়া ফুজিয়ান, গুয়াংডং, হুনান, জিয়াংসি ও চংকিং শহরের কিছু অংশে দাবানল দেখা দিতে পারে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। জিনজিয়াং অঞ্চলের পশ্চিমে আকস্মিক বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দেওয়া হয়েছে।

জিনজিয়াং আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান বিশেষজ্ঞ চেন চুনিয়ান বলেছেন, এর আগের বছরগুলোতেও জিনজিয়াং অঞ্চলে উচ্চ তাপমাত্রা দীর্ঘস্থায়ী ছিল। এই অঞ্চলের দক্ষিণ ও পূর্বদিকের তাপমাত্রা সম্প্রতি ফ্রান্সের তাপমাত্রার দ্বিগুণেরও বেশি হয়েছে এবং এই উচ্চ তাপমাত্রা প্রায় ১০ দিন ধরে চলছে।

চেন চুনিয়ান সতর্ক করে বলেন, ক্রমবর্ধমান উচ্চ তাপমাত্রার কারণে পার্বত্য অঞ্চলে হিমবাহ দ্রুত গলে যাচ্ছে। ফলে অনেক জায়গায় আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে।

এদিকে জিনজিয়াংয়ের হিমবাহ গলে যাওয়ার কারণে কিরগিজস্তানের সঙ্গে চীনের সীমান্তের কাছে আকসু নদীর একটি শাখা নদীতে বাঁধ নির্মাণে ঝুঁকি দেখা দিয়েছে বলে জানিয়েছে চীনের আবহাওয়া প্রশাসন।

চীনে সর্বোচ্চ রেকর্ড করা তাপমাত্রা নিয়ে বিতর্ক আছে। চীনের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ফরাসি একজন ধর্মপ্রচারক ১৭৪৩ সালের জুলাইয়ে বেইজিংয়ে সর্বোচ্চ ৪৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিলেন। এটিকেই গত ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা মনে করা হচ্ছে।

তবে ২০১৫ সালে চীনের আবহাওয়া কেন্দ্র জিনজিয়াংয়ের তুর্পান শহরে ৫০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল বলে জানিয়েছে আরও বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যম। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত