অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ব্যাংকে থাকা আফগানিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তালেবানদের দেওয়া হবে না। এর জেরে আফগান সরকারের রিজার্ভ জব্দ করে রেখেছে মার্কিন সরকার। বিষয়টির সঙ্গে পরিচিতি দুটি সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
গত এপ্রিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার পরিমাণ প্রায় ৯৪০ কোটি ডলার।
একটি বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আমেরিকায় থাকা আফগানিস্তানে কোনো সম্পদ তালেবান পাবে না।
এদিকে হোয়াইট হাউস মনে করছে, তালেবান আফগান বাহিনীর কাছ থেকে যে সব অস্ত্র জব্দ করেছে সেগুলোও যুক্তরাষ্ট্রকে আর ফেরত দেবে না।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র চাইছে তালেবানকে নগদ অর্থ থেকে দূরে রাখতে। রিজার্ভ জব্দের কারণে তালেবান আফগানিস্তানের বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে পারবে না।
এ নিয়ে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান আজমাল আহমাদি সোমবার একটি টুইট বার্তায় বলেন, ডলারের চালান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র যাতে তালেবান বৈদেশিক মুদ্রা না পায়।
এ নিয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবান। আফগানিস্তানে নতুন সরকার গঠনের জন্য আলোচনা চালিয়েছে তালেবান নেতারা।
যুক্তরাষ্ট্রের ব্যাংকে থাকা আফগানিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তালেবানদের দেওয়া হবে না। এর জেরে আফগান সরকারের রিজার্ভ জব্দ করে রেখেছে মার্কিন সরকার। বিষয়টির সঙ্গে পরিচিতি দুটি সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
গত এপ্রিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার পরিমাণ প্রায় ৯৪০ কোটি ডলার।
একটি বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আমেরিকায় থাকা আফগানিস্তানে কোনো সম্পদ তালেবান পাবে না।
এদিকে হোয়াইট হাউস মনে করছে, তালেবান আফগান বাহিনীর কাছ থেকে যে সব অস্ত্র জব্দ করেছে সেগুলোও যুক্তরাষ্ট্রকে আর ফেরত দেবে না।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র চাইছে তালেবানকে নগদ অর্থ থেকে দূরে রাখতে। রিজার্ভ জব্দের কারণে তালেবান আফগানিস্তানের বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে পারবে না।
এ নিয়ে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান আজমাল আহমাদি সোমবার একটি টুইট বার্তায় বলেন, ডলারের চালান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র যাতে তালেবান বৈদেশিক মুদ্রা না পায়।
এ নিয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবান। আফগানিস্তানে নতুন সরকার গঠনের জন্য আলোচনা চালিয়েছে তালেবান নেতারা।
একজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
৩০ মিনিট আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
২ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
৩ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে