মিয়ানমারে জান্তা বাহিনীর নির্মমতার শিকার হয়ে গর্ভবতী ও শিশুসহ ৬ জন নিহত  

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ০৬
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৫৪

মিয়ানমারের এক গর্ভবতী নারী ও তিন শিশুসহ কারেনি নৃগোষ্ঠীর ছয় সদস্যকে হত্যা করেছে জান্তাবাহিনী। নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন শিশু। শিশুদের সবার বয়সই ১০ বছরের নিচে। কায়াহ রাজ্যের শাদাও শহরে এ ঘটনা ঘটেছে। একই দিনে শাদাও থেকে ২৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। 

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের রোববার জান্তা বাহিনী শাদাও শহরে অভিযান শুরু করে। সে সময় বিনা কারণে তিন নারীকে হত্যা করে। তাঁদের মধ্যে একজন গর্ভবতী ছিলেন। এ ছাড়া তাঁদের সঙ্গে থাকা তিন শিশুকেও হত্যা করে জান্তা বাহিনী। 

কায়াহের বিদ্রোহী গোষ্ঠী কারেনি আর্মি জানিয়েছে, শাদাও শহরে প্রবেশ করে জান্তা বাহিনী গণহারে ধরপাকড় চালিয়ে ২৪৯ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্য থেকে পুরুষেরা পালিয়ে গেলেও ওই গর্ভবতী নারী ও অপর দুই প্রতিবন্ধী নারী এবং ৩, ৫ ও ৭ বছর বয়সী তিন শিশু পালাতে ব্যর্থ হয়। পরে জান্তা বাহিনী নির্যাতন চালিয়ে এই ছয়জনকে হত্যা করে। 

পরে কারেনি আর্মি ও কারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্সের সদস্যরা যৌথ অভিযানের সময় শাদাও শহর থেকে এই ছয়জনের মরদেহ উদ্ধার করে। নিহত তিন নারীর পরিচয়ও প্রকাশ করেছে তারা। নিহত নারীরা হলেন—সোয়ে মেল, লাও মেল এবং মে মোহ। তাঁদের সবার বয়সই ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

কারেনি আর্মি জানিয়েছে, নিহত শিশুদের একজন সোয়ে মেলের নাতি এবং একজন লাও মেলের কন্যা। অপর শিশুর পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে গোষ্ঠীটি। 

স্থানীয় সংবাদমাধ্যম কান্তারাবতী টাইমস জানিয়েছে, তৃতীয় শিশুটিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। যখন তাকে খুঁজে পাওয়া যায়, তখনো তার শ্বাস চলছিল। কিন্তু উদ্ধারকারীরা শিশুটিকে বাঁচাতে পারেননি। শিশুটির পিঠে গুলির একটি বড় ক্ষত ছিল এবং ব্যাপক রক্তক্ষরণের কারণে শিশুটি উদ্ধারের একটু পরই মারা যায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত