Ajker Patrika

থাইল্যান্ডে নৌবাহিনীর জাহাজডুবির ঘটনায় ৬ ক্রুর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১২: ২২
থাইল্যান্ডে নৌবাহিনীর জাহাজডুবির ঘটনায় ৬ ক্রুর মরদেহ উদ্ধার

থাইল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ছয় ক্রু সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। থাই নৌবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) থাইল্যান্ডের উপসাগরে মৃত নাবিকদের সঙ্গে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ছয়জনের মৃতদেহ উদ্ধারের পর এখনো নিখোঁজ আরও ২৩ নাবিকের সন্ধানে থাইল্যান্ড উপসাগরে ৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অভিযান চলছে। থাই নৌ ও বিমানবাহিনীর সদস্যদের পাশাপাশি চারটি জাহাজ ও একাধিক হেলিকপ্টারও উদ্ধারকাজে মোতায়েন করা হয়। 

রোববার রাতে ঝড়ের কবলে পড়ে শতাধিক যাত্রী নিয়ে থাইল্যান্ড উপসাগরে ডুবে যায় যুদ্ধজাহাজ এইচটিএমএস সুখোথাই। ব্যাংককের দক্ষিণে প্রেচুয়াপ খিরি খান প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে জাহাজটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এ সময় জাহাজটিতে পানি ঢোকার পর এর পাটাতন ডুবে যায়। এরপর জাহাজটির বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষে শর্টসার্কিট হয়। 

বিদ্যুৎ চলে যাওয়ার পরও ক্রুরা নিয়ন্ত্রণ ধরে রাখার প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু জাহাজটি একপাশে কাত হয়ে স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ ডুবে যায়। নৌবাহিনী বলছে, জাহাজডুবির পর এ পর্যন্ত ৭৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

রাতে ঝড়ের কবলে পড়ায় অনেক নাবিকই সম্ভবত ঘুমিয়ে ছিলেন এবং পরে বিশৃঙ্খল পরিস্থিতিতে লাইফবোট বের করার বিধিও অনুসরণ করতে পারেননি বলে ধারণা অনেকের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত