অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান লি জায়ে-মাইয়ংকে গলায় ছুরিকাঘাত করা হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে দেশটির বন্দরনগরী বুসানে সফরকালে তাঁর গলায় ছুরিকাঘাত করা হয়। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়ুনহাপের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইয়ুনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, বুসানে প্রস্তাবিত একটি বিমানবন্দরের জন্য নির্ধারিত এলাকা সফরে গিয়েছিলেন লি জায়ে-মাইয়ং। সেখানেই তাঁকে এক অজ্ঞাত ব্যক্তি ছুরিকাঘাত করেন। পুলিশের ধারণা, ছুরিকাঘাতকারী ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে।
পুলিশ আরও জানিয়েছে, ওই ব্যক্তি ধোঁকার আশ্রয় নিয়ে লিকে ছুরিকাঘাত করেছেন। ওই ব্যক্তি প্রথমে লির কাছে গিয়ে বিনীতভাবে একটি অটোগ্রাফ চান। পরে হঠাৎ লাফ দিয়ে আগে বেড়ে লিকে ছুরিকাঘাত করেন। পরে অবশ্য তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে নিরস্ত্র করে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ কোরিয়ার সম্প্রচারমাধ্যম ওয়াইটিএন সম্প্রচারিত ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক ভিডিও থেকে দেখা গেছে, লোকটি লির সামনে ঝুঁকে রয়েছেন। হঠাৎ লাফ দিয়ে উঠে আগে বেড়ে তাঁর হাত লম্বা করে লির গলায় ছুরিকাঘাত করেন। পুরো বিষয়টি ঘটতে খুব বেশি সময় লাগেনি। ছুরিকাঘাতের পরপরই লি খিঁচুনি দিয়ে মাটিতে পড়ে যান। পরে লীকে সেখান থেকে উদ্ধার করা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
দক্ষিণ কোরিয়ায় আগ্নেয়াস্ত্র রাখা বা বহন করার ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও দেশটিতে অন্যান্য অস্ত্র ব্যবহার করে রাজনৈতিক সহিংসতার ইতিহাস রয়েছে। এর আগে ২০০৬ সালে তৎকালীন রক্ষণশীল বিরোধীদলীয় নেতা পার্ক জিউন-হাই (পরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন) এক অনুষ্ঠানে ছুরিকাঘাতের শিকার হন। পরে তাঁকে অস্ত্রোপচারের মুখোমুখিও হতে হয়েছিল সেই ক্ষত থেকে সেরে উঠতে।
দক্ষিণ কোরিয়ার বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান লি জায়ে-মাইয়ংকে গলায় ছুরিকাঘাত করা হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে দেশটির বন্দরনগরী বুসানে সফরকালে তাঁর গলায় ছুরিকাঘাত করা হয়। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়ুনহাপের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইয়ুনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, বুসানে প্রস্তাবিত একটি বিমানবন্দরের জন্য নির্ধারিত এলাকা সফরে গিয়েছিলেন লি জায়ে-মাইয়ং। সেখানেই তাঁকে এক অজ্ঞাত ব্যক্তি ছুরিকাঘাত করেন। পুলিশের ধারণা, ছুরিকাঘাতকারী ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে।
পুলিশ আরও জানিয়েছে, ওই ব্যক্তি ধোঁকার আশ্রয় নিয়ে লিকে ছুরিকাঘাত করেছেন। ওই ব্যক্তি প্রথমে লির কাছে গিয়ে বিনীতভাবে একটি অটোগ্রাফ চান। পরে হঠাৎ লাফ দিয়ে আগে বেড়ে লিকে ছুরিকাঘাত করেন। পরে অবশ্য তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে নিরস্ত্র করে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ কোরিয়ার সম্প্রচারমাধ্যম ওয়াইটিএন সম্প্রচারিত ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক ভিডিও থেকে দেখা গেছে, লোকটি লির সামনে ঝুঁকে রয়েছেন। হঠাৎ লাফ দিয়ে উঠে আগে বেড়ে তাঁর হাত লম্বা করে লির গলায় ছুরিকাঘাত করেন। পুরো বিষয়টি ঘটতে খুব বেশি সময় লাগেনি। ছুরিকাঘাতের পরপরই লি খিঁচুনি দিয়ে মাটিতে পড়ে যান। পরে লীকে সেখান থেকে উদ্ধার করা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
দক্ষিণ কোরিয়ায় আগ্নেয়াস্ত্র রাখা বা বহন করার ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও দেশটিতে অন্যান্য অস্ত্র ব্যবহার করে রাজনৈতিক সহিংসতার ইতিহাস রয়েছে। এর আগে ২০০৬ সালে তৎকালীন রক্ষণশীল বিরোধীদলীয় নেতা পার্ক জিউন-হাই (পরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন) এক অনুষ্ঠানে ছুরিকাঘাতের শিকার হন। পরে তাঁকে অস্ত্রোপচারের মুখোমুখিও হতে হয়েছিল সেই ক্ষত থেকে সেরে উঠতে।
কোনো একটি ভবনের অস্তিত্ব বোঝার উপায় নেই। দুই পাশে ধ্বংসস্তূপ। এর মাঝ দিয়ে হাঁটছে ফিলিস্তিনিরা। ফিরছে নিজ এলাকায়। এ দৃশ্য গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থীশিবির এলাকার। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে গতকাল বেলা ১১টা ১৫ মিনিটে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই
১৫ মিনিট আগেনবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দায়িত্ব গ্রহণের পর চীন সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে, ট্রাম্প চীন সফরের বিষয়ে তাঁর উপদেষ্টাদের সঙ্গেও আলোচনা করেছেন। তবে চীনা পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকির কারণে প্রেসিডেন্
৮ ঘণ্টা আগেগাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে রেডক্রসের হাতে তুলে দিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এই মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগেভারতের বিলিয়নিয়ার ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ার কোম্পানি বর্তমানে একাধিক সমস্যার মধ্যে পড়েছে; বিশেষ করে বাংলাদেশের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক, বিপুল বকেয়া পাওনা এবং অতিরিক্ত বিদ্যুতের ব্যবহার নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে প্রতিষ্ঠানটি কঠিন অবস্থায় রয়েছে।
১০ ঘণ্টা আগে