অনলাইন ডেস্ক
কয়েক দিন আগেই সন্তান নিয়ে স্বামীর খোঁজে ভারতে যান বাংলাদেশি সোনিয়া আখতার। তবে উত্তর প্রদেশের নয়ডার বাসিন্দা সৌরভ তিওয়ারি বিয়ের কথা অস্বীকার করেছেন। স্বামীকে ফিরে পাওয়ার জন্য সোনিয়ার লড়াই এবার নাটকীয় মোড় নিয়েছে।
দ্য ফ্রি প্রেস জার্নালের খবরে বলা হয়, ভারতে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিতে এপি সিংকে আইনজীবী নিয়োগ করেছেন তিনি। প্রেমের টানে ভারতে যাওয়া পাকিস্তানি সীমা হায়দারের পক্ষে লড়ছেন এ আইনজীবী।
অনলাইনে পাবজি গেম খেলতে গিয়ে ২০১৯ সালে ভারতীয় যুবক শচীনের সঙ্গে পরিচয় ঘটে ৩০ বছর বয়সী সীমা হায়দারের। চার সন্তান নিয়ে তিনি পাকিস্তানের করাচিতে থাকতেন। তাঁর স্বামী সৌদি আরবে কাজ করেন।
শচীনের সঙ্গে বন্ধুত্ব একসময় প্রেমে পরিণত হলে সন্তানদের নিয়ে নেপাল হয়ে ভারতে অনুপ্রবেশ করেন সীমা। পরে ভারতের গ্রেটার নয়ডায় একটি ভাড়া বাড়িতে তাঁরা বসবাস করতে থাকেন। শচীন মিনাকে বিয়ে করতে তাঁর পক্ষেও আইনি লড়াই করছেন এপি সিং।
সোনিয়াকে উদ্ধৃত করে দ্য ফ্রি প্রেস জার্নাল বলছে, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেন সৌরভ তিওয়ারি। ২০২০ সালে ঢাকায় সোনিয়াকে বিয়ে করেন তিনি। বিয়ের জন্য সৌরভ তখন ‘ধর্মান্তরিত’ হন। কিন্তু এরপর হঠাৎ করেই বাংলাদেশ ছেড়ে যান সৌরভ এবং সোনিয়াকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করেন।
পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, উত্তর প্রদেশের নয়ডায় থাকেন সৌরভ তিওয়ারি। বাংলাদেশে যাওয়ার আগেই বিয়ে করেন সৌরভ তিওয়ারি। তিনি দুই সন্তানের জনক। একবছরের ছেলেকে নিয়ে নয়ডায় থাকছেন সোনিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদনের পর তাঁর জন্য প্রখ্যাত আইনজীবী এপি সিংকে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক শচীন মিনাকে বিয়ে করতে ভারতে যাওয়া পাকিস্তানি নাগরিক সিমা হায়দারের পক্ষে আইনি লড়াই করছেন এপি সিং।
সৌরভ তিওয়ারি বিয়ের কথা অস্বীকার করলেও তাঁর সঙ্গেই বাকি জীবন কাটাতে চান সোনিয়া। তিনি বলেন, ‘তিনি (সৌরভ) এখন আমাকে স্বীকার করছেন না। আমাকে তাঁর ঘরে নিয়ে যাচ্ছেন না। আমি একজন বাংলাদেশি। প্রায় তিন বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। আমার একটাই চাওয়া, সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে থাকতে চাই।’
কয়েক দিন আগেই সন্তান নিয়ে স্বামীর খোঁজে ভারতে যান বাংলাদেশি সোনিয়া আখতার। তবে উত্তর প্রদেশের নয়ডার বাসিন্দা সৌরভ তিওয়ারি বিয়ের কথা অস্বীকার করেছেন। স্বামীকে ফিরে পাওয়ার জন্য সোনিয়ার লড়াই এবার নাটকীয় মোড় নিয়েছে।
দ্য ফ্রি প্রেস জার্নালের খবরে বলা হয়, ভারতে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিতে এপি সিংকে আইনজীবী নিয়োগ করেছেন তিনি। প্রেমের টানে ভারতে যাওয়া পাকিস্তানি সীমা হায়দারের পক্ষে লড়ছেন এ আইনজীবী।
অনলাইনে পাবজি গেম খেলতে গিয়ে ২০১৯ সালে ভারতীয় যুবক শচীনের সঙ্গে পরিচয় ঘটে ৩০ বছর বয়সী সীমা হায়দারের। চার সন্তান নিয়ে তিনি পাকিস্তানের করাচিতে থাকতেন। তাঁর স্বামী সৌদি আরবে কাজ করেন।
শচীনের সঙ্গে বন্ধুত্ব একসময় প্রেমে পরিণত হলে সন্তানদের নিয়ে নেপাল হয়ে ভারতে অনুপ্রবেশ করেন সীমা। পরে ভারতের গ্রেটার নয়ডায় একটি ভাড়া বাড়িতে তাঁরা বসবাস করতে থাকেন। শচীন মিনাকে বিয়ে করতে তাঁর পক্ষেও আইনি লড়াই করছেন এপি সিং।
সোনিয়াকে উদ্ধৃত করে দ্য ফ্রি প্রেস জার্নাল বলছে, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেন সৌরভ তিওয়ারি। ২০২০ সালে ঢাকায় সোনিয়াকে বিয়ে করেন তিনি। বিয়ের জন্য সৌরভ তখন ‘ধর্মান্তরিত’ হন। কিন্তু এরপর হঠাৎ করেই বাংলাদেশ ছেড়ে যান সৌরভ এবং সোনিয়াকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করেন।
পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, উত্তর প্রদেশের নয়ডায় থাকেন সৌরভ তিওয়ারি। বাংলাদেশে যাওয়ার আগেই বিয়ে করেন সৌরভ তিওয়ারি। তিনি দুই সন্তানের জনক। একবছরের ছেলেকে নিয়ে নয়ডায় থাকছেন সোনিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদনের পর তাঁর জন্য প্রখ্যাত আইনজীবী এপি সিংকে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক শচীন মিনাকে বিয়ে করতে ভারতে যাওয়া পাকিস্তানি নাগরিক সিমা হায়দারের পক্ষে আইনি লড়াই করছেন এপি সিং।
সৌরভ তিওয়ারি বিয়ের কথা অস্বীকার করলেও তাঁর সঙ্গেই বাকি জীবন কাটাতে চান সোনিয়া। তিনি বলেন, ‘তিনি (সৌরভ) এখন আমাকে স্বীকার করছেন না। আমাকে তাঁর ঘরে নিয়ে যাচ্ছেন না। আমি একজন বাংলাদেশি। প্রায় তিন বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। আমার একটাই চাওয়া, সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে থাকতে চাই।’
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৭ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৭ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
১১ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে