অনলাইন ডেস্ক
ইসরায়েলে হামলা চালাবে না ইরান। তবে সেটি নিশ্চিত করতে হলে যুক্তরাষ্ট্রকে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে। ইরানি সংবাদমাধ্যম জাদেহ ইরানের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসের কনস্যুলার ভবনে ইসরায়েলি বিমান হামলায় ইরানের পাঁচ সামরিক উপদেষ্টাসহ দুই জেনারেল নিহত হন। এই দুই জেনারেলই ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার ছিলেন। এই হত্যাকাণ্ডের পরপরই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে ইরান।
জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে—তেহরান সিরিয়ার ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াবে না। তবে এটি নিশ্চিত করতে হলে ওয়াশিংটনকে অবশ্যই গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে।
গতকাল রোববার জাদেহ ইরান নাম প্রকাশ না করার শর্তে আরব বিশ্বের কূটনীতিকদের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে। ওই সূত্র আরও দুই দিন আগে বলেছিলেন, ‘আমেরিকা পরিস্থিতি নিয়ন্ত্রণে (যুদ্ধবিরতি বাস্তবায়নে) সফল হলে, তা (মার্কিন প্রেসিডেন্ট) জো বাইডেন প্রশাসনের জন্য দারুণ সাফল্যের একটি বিষয় হবে এবং আমরা এই বিষয়টি নিয়ে এগিয়ে যেতে পারব।’
এই বিষয়টি এমন এক সময়ে সামনে এল, যখন মিসরের রাজধানী কায়রোতে হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি ও বন্দী বিনিময় চুক্তি আবারও শুরু হয়েছে। একই সময়ে, ইরানও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিক্রিয়ার বিষয়ে তোড়জোড় শুরু করেছে এবং তেল আবিব ইরানি হামলা ঠেকানোর বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।
ইসরায়েলে হামলা চালাবে না ইরান। তবে সেটি নিশ্চিত করতে হলে যুক্তরাষ্ট্রকে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে। ইরানি সংবাদমাধ্যম জাদেহ ইরানের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসের কনস্যুলার ভবনে ইসরায়েলি বিমান হামলায় ইরানের পাঁচ সামরিক উপদেষ্টাসহ দুই জেনারেল নিহত হন। এই দুই জেনারেলই ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার ছিলেন। এই হত্যাকাণ্ডের পরপরই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে ইরান।
জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে—তেহরান সিরিয়ার ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াবে না। তবে এটি নিশ্চিত করতে হলে ওয়াশিংটনকে অবশ্যই গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে।
গতকাল রোববার জাদেহ ইরান নাম প্রকাশ না করার শর্তে আরব বিশ্বের কূটনীতিকদের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে। ওই সূত্র আরও দুই দিন আগে বলেছিলেন, ‘আমেরিকা পরিস্থিতি নিয়ন্ত্রণে (যুদ্ধবিরতি বাস্তবায়নে) সফল হলে, তা (মার্কিন প্রেসিডেন্ট) জো বাইডেন প্রশাসনের জন্য দারুণ সাফল্যের একটি বিষয় হবে এবং আমরা এই বিষয়টি নিয়ে এগিয়ে যেতে পারব।’
এই বিষয়টি এমন এক সময়ে সামনে এল, যখন মিসরের রাজধানী কায়রোতে হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি ও বন্দী বিনিময় চুক্তি আবারও শুরু হয়েছে। একই সময়ে, ইরানও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিক্রিয়ার বিষয়ে তোড়জোড় শুরু করেছে এবং তেল আবিব ইরানি হামলা ঠেকানোর বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৩১ মিনিট আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৩৫ মিনিট আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৪ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে