অনলাইন ডেস্ক
ভারতে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। গত শনিবার গেল ছয় মাসের মধ্যে এক দিনে করোনার সর্বোচ্চ সংক্রমণ দেখল দেশটি। ওই দিন দেশটিতে ৩ হাজার ৮০০-র বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
২০২২ সালের জানুয়ারিতে হয়ে যাওয়া সংক্রমণের তৃতীয় ঢেউয়ের পর গত সাত দিনে (২৬ মার্চ-১ এপ্রিল) দেশটিতে আবার করোনা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৪৫০ জনের দেহে। যা আগের ৭ দিনের চেয়ে ২ দশমিক ১ গুণ বেশি। এর আগের ৭ দিনে দেশটিতে করোনার রোগীর সংখ্যা ছিল ৮ হাজার ৭৮১। গত ৭ দিনে করোনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগের ৭ দিনে যা ছিল ২৯। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, কেরালা, গোয়া, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও ইউপির মতো উত্তরের রাজ্যগুলোতে করোনা ছড়িয়ে পড়ছে দ্রুত। এর মধ্যে বেশির ভাগ রাজ্যে আগের সাত দিনের চেয়ে গত সাত দিনে করোনা সংক্রমণের হার তিন গুণ বেশি। সাপ্তাহিক সংক্রমণের হার বিবেচনায় কেরালায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। গেল ৭ দিনে ১ হাজার ৩৩৩ থেকে সংক্রমণের হার দ্রুত বেড়ে ৩ হাজার ৯৬১-তে দাঁড়িয়েছে প্রদেশটিতে।
দিল্লিতে গত সপ্তাহে নতুন করে ১ হাজার ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে যে সংখ্যা ছিল ৬৮১। পাঞ্জাবে করোনার সংক্রমণ বেড়েছে ৩ দশমিক ৩ গুণ। সপ্তাহজুড়ে সারা দেশে ভাইরাসটি দ্রুত ছড়াতে থাকলেও গুজরাটে সংক্রমণের হার কম ছিল এবং স্থির ছিল মহারাষ্ট্রে। সাপ্তাহিক সংক্রমণের হার বিবেচনায় হিমাচল রয়েছে ষষ্ঠ অবস্থানে। প্রদেশটিতে এখন সাপ্তাহিক সংক্রমণের সংখ্যা প্রায় ১ হাজার ২০০। স্থির হারে করোনা বাড়ছে কর্ণাটকে। তেলেঙ্গানায় সংক্রমণ কমলেও অন্ধ্র প্রদেশেও করোনা বাড়তে শুরু করেছে।
ভারতে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। গত শনিবার গেল ছয় মাসের মধ্যে এক দিনে করোনার সর্বোচ্চ সংক্রমণ দেখল দেশটি। ওই দিন দেশটিতে ৩ হাজার ৮০০-র বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
২০২২ সালের জানুয়ারিতে হয়ে যাওয়া সংক্রমণের তৃতীয় ঢেউয়ের পর গত সাত দিনে (২৬ মার্চ-১ এপ্রিল) দেশটিতে আবার করোনা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৪৫০ জনের দেহে। যা আগের ৭ দিনের চেয়ে ২ দশমিক ১ গুণ বেশি। এর আগের ৭ দিনে দেশটিতে করোনার রোগীর সংখ্যা ছিল ৮ হাজার ৭৮১। গত ৭ দিনে করোনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগের ৭ দিনে যা ছিল ২৯। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, কেরালা, গোয়া, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও ইউপির মতো উত্তরের রাজ্যগুলোতে করোনা ছড়িয়ে পড়ছে দ্রুত। এর মধ্যে বেশির ভাগ রাজ্যে আগের সাত দিনের চেয়ে গত সাত দিনে করোনা সংক্রমণের হার তিন গুণ বেশি। সাপ্তাহিক সংক্রমণের হার বিবেচনায় কেরালায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। গেল ৭ দিনে ১ হাজার ৩৩৩ থেকে সংক্রমণের হার দ্রুত বেড়ে ৩ হাজার ৯৬১-তে দাঁড়িয়েছে প্রদেশটিতে।
দিল্লিতে গত সপ্তাহে নতুন করে ১ হাজার ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে যে সংখ্যা ছিল ৬৮১। পাঞ্জাবে করোনার সংক্রমণ বেড়েছে ৩ দশমিক ৩ গুণ। সপ্তাহজুড়ে সারা দেশে ভাইরাসটি দ্রুত ছড়াতে থাকলেও গুজরাটে সংক্রমণের হার কম ছিল এবং স্থির ছিল মহারাষ্ট্রে। সাপ্তাহিক সংক্রমণের হার বিবেচনায় হিমাচল রয়েছে ষষ্ঠ অবস্থানে। প্রদেশটিতে এখন সাপ্তাহিক সংক্রমণের সংখ্যা প্রায় ১ হাজার ২০০। স্থির হারে করোনা বাড়ছে কর্ণাটকে। তেলেঙ্গানায় সংক্রমণ কমলেও অন্ধ্র প্রদেশেও করোনা বাড়তে শুরু করেছে।
কংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
৪৩ মিনিট আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১৩ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১৩ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
১৩ ঘণ্টা আগে