অনলাইন ডেস্ক
দীর্ঘ সময় ধরেই লাভ করতে পারছিল না শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন। তাই এটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির সরকার। কিন্তু প্রতিষ্ঠানটির ১২০ কোটি ডলারের দায় থাকায় কোনো পক্ষই কিনতে আগ্রহ দেখাচ্ছিল না। এই অবস্থায় ৫১ কোটি ডলারের দায় নিজের কাঁধে নিয়ে নিচ্ছে দেশটির সরকার।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজ ওয়্যার ও দ্য এডিশনের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ মার্চ শ্রীলঙ্কার মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ৫১ কোটি ডলারের দায় চলে যাবে সরকারের কাঁধে। সোজা ভাষায় বললে, কোনো ক্রেতা কিনতে চাইলে তাদের এই পরিমাণ দায় গ্রহণ করতে হবে না অথবা শ্রীলঙ্কা সরকার এই দায় পরিশোধ করে দেবে।
নিকট অতীতে পরিচালনাগত সমস্যায় সৃষ্ট যাত্রীদের গুরুতর অসুবিধার কারণে তীব্র সমালোচনার সম্মুখীন হয় শ্রীলঙ্কান এয়ারলাইনস। এরপর দেশটির প্রেসিডেন্টের প্রস্তাবের ভিত্তিতে সরকার ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে এয়ারলাইনসটির মোট ১২০ কোটি ডলার ঋণ থেকে ৫১ কোটি ডলার শোধ করার জন্য তহবিল বরাদ্দ দেয়।
এ বিষয়ে শ্রীলঙ্কার বিমান পরিবহন মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা বলেন, সরকার জাতীয় এয়ারলাইনসের ৫১ কোটি ডলার বকেয়া ঋণ শোধ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। তাই এখন শ্রীলঙ্কান এয়ারলাইনসের অগ্রগতি দেখানো উচিত। তিনি আরও বলেন, একটি আকর্ষণীয় ব্যালেন্স শিটসহ শ্রীলঙ্কান এয়ারলাইনসকে আগামী ছয় মাসের মধ্যে পুনর্গঠিত করার পরিকল্পনা করছে সরকার।
নিমাল সিরিপালা আরও বলেন, এয়ারলাইনসের অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। পাশাপাশি আগামী ছয় মাসে কোম্পানিতে উল্লেখযোগ্য আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এ কারণে সংশ্লিষ্ট ইস্যুতে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রশাসনিক কর্মকর্তা ও ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে। লক্ষ্যমাত্রা অর্জিত না হলে প্রায় ৬ হাজার কর্মচারীর চাকরিতে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম অনুসারে, মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা আজ সোমবার শ্রীলঙ্কান এয়ারলাইনসের প্রশাসন ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বিশেষ আলোচনায় এসব কথা বলেন।
দীর্ঘ সময় ধরেই লাভ করতে পারছিল না শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন। তাই এটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির সরকার। কিন্তু প্রতিষ্ঠানটির ১২০ কোটি ডলারের দায় থাকায় কোনো পক্ষই কিনতে আগ্রহ দেখাচ্ছিল না। এই অবস্থায় ৫১ কোটি ডলারের দায় নিজের কাঁধে নিয়ে নিচ্ছে দেশটির সরকার।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজ ওয়্যার ও দ্য এডিশনের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ মার্চ শ্রীলঙ্কার মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ৫১ কোটি ডলারের দায় চলে যাবে সরকারের কাঁধে। সোজা ভাষায় বললে, কোনো ক্রেতা কিনতে চাইলে তাদের এই পরিমাণ দায় গ্রহণ করতে হবে না অথবা শ্রীলঙ্কা সরকার এই দায় পরিশোধ করে দেবে।
নিকট অতীতে পরিচালনাগত সমস্যায় সৃষ্ট যাত্রীদের গুরুতর অসুবিধার কারণে তীব্র সমালোচনার সম্মুখীন হয় শ্রীলঙ্কান এয়ারলাইনস। এরপর দেশটির প্রেসিডেন্টের প্রস্তাবের ভিত্তিতে সরকার ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে এয়ারলাইনসটির মোট ১২০ কোটি ডলার ঋণ থেকে ৫১ কোটি ডলার শোধ করার জন্য তহবিল বরাদ্দ দেয়।
এ বিষয়ে শ্রীলঙ্কার বিমান পরিবহন মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা বলেন, সরকার জাতীয় এয়ারলাইনসের ৫১ কোটি ডলার বকেয়া ঋণ শোধ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। তাই এখন শ্রীলঙ্কান এয়ারলাইনসের অগ্রগতি দেখানো উচিত। তিনি আরও বলেন, একটি আকর্ষণীয় ব্যালেন্স শিটসহ শ্রীলঙ্কান এয়ারলাইনসকে আগামী ছয় মাসের মধ্যে পুনর্গঠিত করার পরিকল্পনা করছে সরকার।
নিমাল সিরিপালা আরও বলেন, এয়ারলাইনসের অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। পাশাপাশি আগামী ছয় মাসে কোম্পানিতে উল্লেখযোগ্য আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এ কারণে সংশ্লিষ্ট ইস্যুতে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রশাসনিক কর্মকর্তা ও ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে। লক্ষ্যমাত্রা অর্জিত না হলে প্রায় ৬ হাজার কর্মচারীর চাকরিতে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম অনুসারে, মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা আজ সোমবার শ্রীলঙ্কান এয়ারলাইনসের প্রশাসন ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বিশেষ আলোচনায় এসব কথা বলেন।
ভারতের বিশেষ করে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় পরিবারগুলোর সন্তান দেখাশোনার কাজ বেছে নিচ্ছেন। প্রতি ঘণ্টা ১৩ থেকে ১৮ ডলার পান তাঁরা। তবে এই সম্মানী এলাকা ও প্রয়োজনের ওপর নির্ভর করে। অনেক পরিবার বেবি সিটারদের থাকা–খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে।
২০ মিনিট আগেইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
৩৮ মিনিট আগেট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
১ ঘণ্টা আগেকংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
৩ ঘণ্টা আগে