অনলাইন ডেস্ক
ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। তবে কোনো পক্ষের কাছ থেকেই এই দাবিগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ইউক্রেনের সামরিক বাহিনীর সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যায়, দালনেসহ সাতটি গ্রাম লক্ষ্য করে আক্রমণ চালিয়েছেন রাশিয়ার সেনারা। ২৪ ঘণ্টায় ২৬ বার ইউক্রেনের প্রতিরক্ষা ভাঙার চেষ্টা করেছে তাঁরা। ওই অঞ্চলে ১৬টি সশস্ত্র সংঘর্ষের মধ্যে ১০টি এখনো চলমান।
ইউক্রেনের জনপ্রিয় সামরিক ব্লগ ‘ডিপস্টেট’ জানায়, দালনে রাশিয়ার দখলে চলে গেছে। রুশ সৈন্যরা গ্রামটিতে তাঁদের পতাকা উত্তোলন করেছেন। পুরো গ্রামে তাঁরা অবস্থান নিয়েছেন।
দালনে গ্রামের কাছাকাছি কুরাখোভের শহরগুলো এবং পোক্রোভস্ক ছিল রাশিয়ার আক্রমণের বড় লক্ষ্য। পোক্রোভস্ক থেকে ইউক্রেনের ইস্পাত শিল্পের জন্য কয়লা সরবরাহ করা হয়। কিছু প্রতিবেদন থেকে জানা যায়, রুশ সেনারা বর্তমানে এই শহর থেকে ১০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছেন।
বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে। ৩৩ মাস ধরে চলা এই যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়ে ব্যর্থ হওয়ার পর রুশ সেনারা দনবাস অঞ্চল দখলে নিতে মনোযোগ দেন, যার মধ্যে রয়েছে দোনেৎস্ক ও লুহানস্ক। দোনেৎস্কে একের পর এক গ্রাম দখলে নিয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছেন তাঁরা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। এরপরই যুদ্ধ আরও বিধ্বংসী হয়ে উঠেছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে হামলা চালায় রাশিয়া। রাশিয়া–ইউক্রেন যুদ্ধে এই প্রথম এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো।
ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। তবে কোনো পক্ষের কাছ থেকেই এই দাবিগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ইউক্রেনের সামরিক বাহিনীর সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যায়, দালনেসহ সাতটি গ্রাম লক্ষ্য করে আক্রমণ চালিয়েছেন রাশিয়ার সেনারা। ২৪ ঘণ্টায় ২৬ বার ইউক্রেনের প্রতিরক্ষা ভাঙার চেষ্টা করেছে তাঁরা। ওই অঞ্চলে ১৬টি সশস্ত্র সংঘর্ষের মধ্যে ১০টি এখনো চলমান।
ইউক্রেনের জনপ্রিয় সামরিক ব্লগ ‘ডিপস্টেট’ জানায়, দালনে রাশিয়ার দখলে চলে গেছে। রুশ সৈন্যরা গ্রামটিতে তাঁদের পতাকা উত্তোলন করেছেন। পুরো গ্রামে তাঁরা অবস্থান নিয়েছেন।
দালনে গ্রামের কাছাকাছি কুরাখোভের শহরগুলো এবং পোক্রোভস্ক ছিল রাশিয়ার আক্রমণের বড় লক্ষ্য। পোক্রোভস্ক থেকে ইউক্রেনের ইস্পাত শিল্পের জন্য কয়লা সরবরাহ করা হয়। কিছু প্রতিবেদন থেকে জানা যায়, রুশ সেনারা বর্তমানে এই শহর থেকে ১০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছেন।
বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে। ৩৩ মাস ধরে চলা এই যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়ে ব্যর্থ হওয়ার পর রুশ সেনারা দনবাস অঞ্চল দখলে নিতে মনোযোগ দেন, যার মধ্যে রয়েছে দোনেৎস্ক ও লুহানস্ক। দোনেৎস্কে একের পর এক গ্রাম দখলে নিয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছেন তাঁরা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। এরপরই যুদ্ধ আরও বিধ্বংসী হয়ে উঠেছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে হামলা চালায় রাশিয়া। রাশিয়া–ইউক্রেন যুদ্ধে এই প্রথম এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৩ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে২০১৭ সালে প্রথম মেয়াদে নির্বাচিত হয়ে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ‘ওবামা কেয়ার’ বাতিলে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে, প্রথম দিনেই নির্বাহী আদেশে একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেছেন তিনি।
৫ ঘণ্টা আগেগাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগে