অনলাইন ডেস্ক
আফগানিস্তানের সাবেক সংসদ সদস্য মুরসাল নবিজাদাকে কাবুলের বাড়িতে গুলি করা হত্যা করা হয়েছে। গুলিতে তাঁর দেহরক্ষীও নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববারের এ ঘটনায় মুরসাল নবিজাদার (৩২ বছর) ভাই ও অপর এক দেহরক্ষীও হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, এই ঘটনার গুরুতর তদন্ত শুরু হয়েছে। তবে আহতদের পরিচয়সহ বিস্তারিত জানা যায়নি।
২০২১ সালের আগস্টে তালেবান গোষ্ঠী ক্ষমতায় আসার পর যে কয়জন নারী আইনপ্রণেতা কাবুলে ছিলেন, মুরসাল নবীজাদা তাঁদের একজন। নিহত এই আইনপ্রণেতার সাবেক সহকর্মীরা তাঁকে ‘নির্ভীক’ হিসেবে প্রশংসা করেছিলেন। কারণ তালেবানরা ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে যাওয়ার সুযোগ পেয়েও তিনি কাবুল ছেড়ে যাননি।
সাবেক আইনপ্রণেতা মরিয়ম সোলাইমানখিল টুইটারে লিখেছেন, নবীজাদা ছিলেন একজন সত্যিকার নির্ভীক ও স্পষ্টবাদী নারী যিনি বিপদের মুখেও যা বিশ্বাস করতেন, তার পক্ষে ছিলেন। তিনি আফগানিস্তান ছেড়ে যাওয়ার সুযোগ পেয়েও জনগণের পাশে থেকে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নবীজাদা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে জন্মেছিলেন। ২০১৮ সালে তিনি কাবুল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তালেবান দখলের আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। নবীজাদা সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটেও কাজ করেছেন।
নবীজাদার নিহতের ঘটনায় ক্ষোভ ও দুঃখপ্রকাশ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হান্না নিউম্যান। তিনি বলেছেন, ‘আমি বিশ্বকে জানাতে চাই যে এ ঘটনায় আমি ভীষণ দুঃখিত এবং ক্ষুব্ধ। তাঁকে হত্যা করা হয়েছে অন্ধকারে কিন্তু তালেবানেরা তাঁদের বর্ণবৈষম্যমূলক ব্যবস্থা তৈরি করে দিনের আলোতেই।’
আফগানিস্তানের সাবেক একজন শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ বলেছেন, তিনি নবীজাদার মৃত্যুতে শোকাহত এবং আশা করেন অপরাধীদের শাস্তি হবে।
তালেবানেরা ক্ষমতায় আসার পর মার্কিন সমর্থিত আফগান সরকারের অনেক নারী কর্মকর্তাই দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু মুরসাল নবীজাদা দেশেই ছিলেন।
আফগানিস্তানের সাবেক সংসদ সদস্য মুরসাল নবিজাদাকে কাবুলের বাড়িতে গুলি করা হত্যা করা হয়েছে। গুলিতে তাঁর দেহরক্ষীও নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববারের এ ঘটনায় মুরসাল নবিজাদার (৩২ বছর) ভাই ও অপর এক দেহরক্ষীও হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, এই ঘটনার গুরুতর তদন্ত শুরু হয়েছে। তবে আহতদের পরিচয়সহ বিস্তারিত জানা যায়নি।
২০২১ সালের আগস্টে তালেবান গোষ্ঠী ক্ষমতায় আসার পর যে কয়জন নারী আইনপ্রণেতা কাবুলে ছিলেন, মুরসাল নবীজাদা তাঁদের একজন। নিহত এই আইনপ্রণেতার সাবেক সহকর্মীরা তাঁকে ‘নির্ভীক’ হিসেবে প্রশংসা করেছিলেন। কারণ তালেবানরা ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে যাওয়ার সুযোগ পেয়েও তিনি কাবুল ছেড়ে যাননি।
সাবেক আইনপ্রণেতা মরিয়ম সোলাইমানখিল টুইটারে লিখেছেন, নবীজাদা ছিলেন একজন সত্যিকার নির্ভীক ও স্পষ্টবাদী নারী যিনি বিপদের মুখেও যা বিশ্বাস করতেন, তার পক্ষে ছিলেন। তিনি আফগানিস্তান ছেড়ে যাওয়ার সুযোগ পেয়েও জনগণের পাশে থেকে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নবীজাদা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে জন্মেছিলেন। ২০১৮ সালে তিনি কাবুল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তালেবান দখলের আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। নবীজাদা সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটেও কাজ করেছেন।
নবীজাদার নিহতের ঘটনায় ক্ষোভ ও দুঃখপ্রকাশ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হান্না নিউম্যান। তিনি বলেছেন, ‘আমি বিশ্বকে জানাতে চাই যে এ ঘটনায় আমি ভীষণ দুঃখিত এবং ক্ষুব্ধ। তাঁকে হত্যা করা হয়েছে অন্ধকারে কিন্তু তালেবানেরা তাঁদের বর্ণবৈষম্যমূলক ব্যবস্থা তৈরি করে দিনের আলোতেই।’
আফগানিস্তানের সাবেক একজন শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ বলেছেন, তিনি নবীজাদার মৃত্যুতে শোকাহত এবং আশা করেন অপরাধীদের শাস্তি হবে।
তালেবানেরা ক্ষমতায় আসার পর মার্কিন সমর্থিত আফগান সরকারের অনেক নারী কর্মকর্তাই দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু মুরসাল নবীজাদা দেশেই ছিলেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
৬ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
৬ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
৬ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
৬ ঘণ্টা আগে