অনলাইন ডেস্ক
আফগানিস্তানের শাসনক্ষমতায় থাকা তালেবান কৌশলগত পারমাণবিক অস্ত্র অর্জনের পথ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। এমনটাই দাবি করেছেন দেশটির সাবেক গোয়েন্দাপ্রধান রহমতুল্লাহ নাবিল। তাঁর দাবি, ক্ষমতা সুসংহত করতেই তালেবান এমনটা করতে চায়। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রহমতুল্লাহ নাবিল আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের শাসনামলে ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন। গত সপ্তাহে তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত হেরাত নিরাপত্তা সংলাপে যোগ দিয়ে রহমতুল্লাহ নাবিল বলেন, আধুনিক সমরশক্তির নিদর্শন হিসেবে তালেবান সরকার উত্তর কোরিয়া, ইরান, চীন ও রাশিয়ার পদাঙ্ক অনুসরণ করে পারমাণবিক অস্ত্রের মালিক হতে চায়।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর তালেবান দেশটির ক্ষমতা দখল করে। এরপর তারা আফগানিস্তানে শরিয়া শাসন চালুর ঘোষণা দেয়। সেই থেকেই পশ্চিমা বিশ্ব আফগানিস্তানের সমালোচনায় মুখর। পশ্চিমা বিশ্বের দাবি, তালেবান সরকার আফগানিস্তানে ব্যাপকভাবে নারী ও মানবাধিকার লঙ্ঘন করছে। এই অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র তাদের কাছে থাকা আফগান রিজার্ভ জব্দ করেছে।
নাবিল বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে, তালেবান সরকার কীভাবে কৌশলগত পারমাণবিক অস্ত্র অর্জন করা যায় সেই পথ খুঁজছে। এমনো হতে পারে যে, তারা পাকিস্তানের কাছ থেকে সেটি সরাসরি পেতে পারে, কিংবা দেশটির প্রকৌশলীদের কাছ থেকে অর্থের বিনিময়ে অস্ত্র তৈরি করিয়ে নিতে পারে। এমনটা হলে তা হবে এক ভয়াবহ বিপর্যয়।’
তবে সংলাপে উপস্থিত বিশ্লেষক ও বিশেষজ্ঞরা তালেবানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয় নিয়ে বেশ সন্দিহান মনোভাব পোষণ করেন। তাঁদের মতে, আসলেই তালেবানের এমন কৌশলগত অস্ত্র অর্জনের সক্ষমতা আছে কি না, একই সঙ্গে তাদের ইচ্ছা ও যাদের কাছ থেকে অস্ত্র বা প্রযুক্তি নেবে, তাদের সঙ্গে ভালো সংযোগ রয়েছে কি না, তা নিয়েও তাঁরা সন্দেহ পোষণ করেছেন।
তালেবানকে ‘জিহাদি যন্ত্র’ উল্লেখ করে নাবিল বলেন, ‘তাদের ইচ্ছা রয়েছে এবং কীভাবে তা পাবে তা নিয়েও তারা আলোচনা করছে। বিশেষ করে কীভাবে অন্যরা পারমাণবিক অস্ত্র অর্জন করেছে, সে বিষয়টি নিয়ে তারা আলোচনা করছে। তাই তারা (তালেবান) কী অর্জন করতে চায়, তা এখন থেকেই নজরে রাখতে হবে।’
সাবেক এই আফগান স্পাই মাস্টার বলেন, ‘বিগত দুই বছরে দেখা গেছে যে, এই সন্ত্রাসবাদী গোষ্ঠী ব্যাপক কৌশলগত গভীরতা অর্জন করেছে।’ এ সময় তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য মিত্র দেশ আফগানিস্তানে যেসব অস্ত্র ফেলে গেছে, সেগুলোর দখল তালেবানের হাতে চলে গেছে উল্লেখ করে বলেন, ‘তাদের দখলে রয়েছে ন্যাটো বাহিনীর অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ।’ তিনি আরও বলেন, ‘এমনকি তাদের হাতে রয়েছে অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা, যা দিয়ে তারা আফগান জনগণের ওপর নজরদারি করছে।’
আফগানিস্তানের শাসনক্ষমতায় থাকা তালেবান কৌশলগত পারমাণবিক অস্ত্র অর্জনের পথ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। এমনটাই দাবি করেছেন দেশটির সাবেক গোয়েন্দাপ্রধান রহমতুল্লাহ নাবিল। তাঁর দাবি, ক্ষমতা সুসংহত করতেই তালেবান এমনটা করতে চায়। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রহমতুল্লাহ নাবিল আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের শাসনামলে ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন। গত সপ্তাহে তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত হেরাত নিরাপত্তা সংলাপে যোগ দিয়ে রহমতুল্লাহ নাবিল বলেন, আধুনিক সমরশক্তির নিদর্শন হিসেবে তালেবান সরকার উত্তর কোরিয়া, ইরান, চীন ও রাশিয়ার পদাঙ্ক অনুসরণ করে পারমাণবিক অস্ত্রের মালিক হতে চায়।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর তালেবান দেশটির ক্ষমতা দখল করে। এরপর তারা আফগানিস্তানে শরিয়া শাসন চালুর ঘোষণা দেয়। সেই থেকেই পশ্চিমা বিশ্ব আফগানিস্তানের সমালোচনায় মুখর। পশ্চিমা বিশ্বের দাবি, তালেবান সরকার আফগানিস্তানে ব্যাপকভাবে নারী ও মানবাধিকার লঙ্ঘন করছে। এই অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র তাদের কাছে থাকা আফগান রিজার্ভ জব্দ করেছে।
নাবিল বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে, তালেবান সরকার কীভাবে কৌশলগত পারমাণবিক অস্ত্র অর্জন করা যায় সেই পথ খুঁজছে। এমনো হতে পারে যে, তারা পাকিস্তানের কাছ থেকে সেটি সরাসরি পেতে পারে, কিংবা দেশটির প্রকৌশলীদের কাছ থেকে অর্থের বিনিময়ে অস্ত্র তৈরি করিয়ে নিতে পারে। এমনটা হলে তা হবে এক ভয়াবহ বিপর্যয়।’
তবে সংলাপে উপস্থিত বিশ্লেষক ও বিশেষজ্ঞরা তালেবানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয় নিয়ে বেশ সন্দিহান মনোভাব পোষণ করেন। তাঁদের মতে, আসলেই তালেবানের এমন কৌশলগত অস্ত্র অর্জনের সক্ষমতা আছে কি না, একই সঙ্গে তাদের ইচ্ছা ও যাদের কাছ থেকে অস্ত্র বা প্রযুক্তি নেবে, তাদের সঙ্গে ভালো সংযোগ রয়েছে কি না, তা নিয়েও তাঁরা সন্দেহ পোষণ করেছেন।
তালেবানকে ‘জিহাদি যন্ত্র’ উল্লেখ করে নাবিল বলেন, ‘তাদের ইচ্ছা রয়েছে এবং কীভাবে তা পাবে তা নিয়েও তারা আলোচনা করছে। বিশেষ করে কীভাবে অন্যরা পারমাণবিক অস্ত্র অর্জন করেছে, সে বিষয়টি নিয়ে তারা আলোচনা করছে। তাই তারা (তালেবান) কী অর্জন করতে চায়, তা এখন থেকেই নজরে রাখতে হবে।’
সাবেক এই আফগান স্পাই মাস্টার বলেন, ‘বিগত দুই বছরে দেখা গেছে যে, এই সন্ত্রাসবাদী গোষ্ঠী ব্যাপক কৌশলগত গভীরতা অর্জন করেছে।’ এ সময় তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য মিত্র দেশ আফগানিস্তানে যেসব অস্ত্র ফেলে গেছে, সেগুলোর দখল তালেবানের হাতে চলে গেছে উল্লেখ করে বলেন, ‘তাদের দখলে রয়েছে ন্যাটো বাহিনীর অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ।’ তিনি আরও বলেন, ‘এমনকি তাদের হাতে রয়েছে অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা, যা দিয়ে তারা আফগান জনগণের ওপর নজরদারি করছে।’
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার রাফাহ থেকে ফিলাডেলফি করিডরের দিকে তাদের অবস্থান থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। হামাসের বরাত দিয়ে বেশ কয়েকটি স্থানীয় জানায় গণমাধ্যম রোববার ভোরে এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে...
৪ মিনিট আগেনাইজেরিয়ায় পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলে সুলেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে আজ রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
৭ মিনিট আগেবলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার প্রধান আসামী মোহাম্মদ শরিফুল ইসলাম শেখজাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তারা জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্ভবত বাংলাদেশি নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার করা কিছু সামগ্রী ও অন্যান্য প্রমাণ তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ইঙ্গিত দেয় বলে জানিয়েছেন...
৪০ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর থেকেই দেশটির ফেডারেল সরকারের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে প্রস্তুত। ট্রাম্প ও তাঁর মিত্রদের দাবিকৃত ‘ডিপ স্টেট’ ভেঙে দেওয়ার পরিকল্পনায়ও তিনি দৃঢ়প্রতিজ্ঞ। জো বাইডেন প্রশাসনের কাছ থেকে ট্রাম্প প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরে কাজ..
১ ঘণ্টা আগে