Ajker Patrika

আফগান সাবেক সরকারের ইমেইল অ্যাকাউন্ট লক করে দিয়েছে গুগল 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৯: ৫৭
আফগান সাবেক সরকারের ইমেইল অ্যাকাউন্ট লক করে দিয়েছে গুগল 

আফগানিস্তানের সাবেক সরকারের বেশ কিছু ইমেইল অ্যাকাউন্ট সাময়িকভাবে লক করে দিয়েছে গুগল। তবে কতটি ইমেইল অ্যাকাউন্ট লক করা হয়েছে তা এখনো জানা যায়নি। এই ঘটনার সম্পর্কিত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গুগলের পক্ষ থেকে বলা হচ্ছে, আফগানিস্তানের সরকারের তথ্য সুরক্ষার জন্যই অ্যাকাউন্টগুলো লক করে দেওয়া হয়েছে।

গত ১৫ আগস্ট কাবুল নিয়ন্ত্রণে নেয় আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবান। শঙ্কা করা হচ্ছিল, এ সব তথ্য বের করে আফগানিস্তানের নতুন শাসকেরা তাদের শত্রুদের দমনে ব্যবহার করতে পারে। 

গতকাল শুক্রবার একটি বিবৃতিতে গুগলের পক্ষ থেকে বলা হয়, আমরা আফগানিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তথ্য সুরক্ষার জন্য সাময়িকভাবে অ্যাকাউন্ট লক করে দিয়েছি। সাবেক আফগান সরকারের একজন কর্মী রয়টার্সকে জানিয়েছেন, তালেবান সাবেক সরকারের ইমেইল উদ্ধারের চেষ্টা করছে। 

গত মাসে ওই কর্মী জানিয়েছিলেন, তালেবান তাকে বিভিন্ন মন্ত্রণালয়ের সার্ভারের তথ্য সংরক্ষণের জন্য বলেছে।  ওই কর্মী বলেন, আমি যদি এমনটি করি, তাহলে তারা সাবেক সরকারের তথ্য পেয়ে যাবে। 
ওই ব্যক্তির নিরাপত্তার জন্য তাঁর পরিচয় প্রকাশ করেনি রয়টার্স। 

মেইল এক্সচেঞ্জারের রেকর্ড বলছে, সাবেক আফগান সরকারের প্রায় ২৪টি অফিশিয়াল ইমেইল লক করে দিয়েছে গুগল। এদের মধ্যে আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, উচ্চ শিক্ষা এবং খনি মন্ত্রণালয়ের ইমেইল অ্যাকাউন্ট ছিল। এ ছাড়া আফগানিস্তানের প্রেসিডেন্ট অফিস থেকেও গুগলের অ্যাকাউন্ট ব্যবহার করা হতো। 

মেইল এক্সচেঞ্জারের রেকর্ড থেকে আরও জানা যায়, গুগল ছাড়াও গত আফগান সরকারের কাজকর্মে মাইক্রোসফটের ইমেইল অ্যাকাউন্টও ব্যবহার হতো। পররাষ্ট্র দপ্তর এবং প্রেসিডেন্টের অফিস এই ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করা হতো। তবে মাইক্রোসফট এই তথ্য সংরক্ষণে কোনো উদ্যোগ নিয়েছে কি-না তা এখনো জানা যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

রাজধানীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণধোলাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত