অনলাইন ডেস্ক
গাজায় যে নির্মমতা চলছে, তা যদি বন্ধ না হয় এবং যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি কার্যকর করতে না পারে, তবে দেশটিকে কঠিন মার দেওয়া হবে। গতকাল রোববার ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘মার্কিনদের প্রতি আমাদের পরামর্শ হলো—গাজায় অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করুন এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন করুন। অন্যথায় তাদের কঠিন মার দেওয়া হবে।’
হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই ইরান সক্রিয়ভাবে যুদ্ধবিরতির কথা বলে আসছে। দেশটি বারবার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র অবরুদ্ধ গাজাকে কেন্দ্র করে চলমান সংকটে উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিচ্ছে। গতকাল রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যা চালাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই কাজে সহায়তা করছে।
নাসের কানানি বলেন, ‘ইসরায়েলি সন্ত্রাসী কার্যক্রমে যুক্তরাষ্ট্রের পরিপূর্ণ সহায়তা রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের উদ্ধত মনোভাবকেই তুলে ধরে এবং বিষয়টি বিশ্বের জাতিসমূহের মধ্যে ঘৃণার উদ্রেক করেছে।’
এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করার জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ সমগ্র গণতান্ত্রিক দেশের যুদ্ধ বলে উল্লেখ করেন তিনি।
মাইক্রোব্লগিং সাইট এক্স (টুইটার) প্ল্যাটফর্মে এলি কোহেন পোস্ট শেয়ার করে বলেন, ‘জঙ্গিগোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থন জানানোর জন্য এস জয়শঙ্করকে ধন্যবাদ। আমাদের যুদ্ধ হচ্ছে একটি ঘৃণ্য সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সমগ্র গণতান্ত্রিক বিশ্বের যুদ্ধ, যারা আইএসআইএসের চেয়েও নিকৃষ্ট।’
গাজায় হামাসের বিরুদ্ধে অভিযানের মধ্যেই শনিবার এস জয়শঙ্কর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ফোনালাপে তিনি ‘সন্ত্রাসবাদ মোকাবিলা, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানে’ ভারতের অবস্থান ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
জয়শঙ্করও এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, ‘আজ বিকেলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে কথা হয়েছে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলি পর্যবেক্ষণ তুলে ধরার জন্য তাঁর প্রশংসা করছি। আমরা সন্ত্রাসবাদ মোকাবিলা, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং দুই রাষ্ট্র সমাধানে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’
এ আলোচনার মূল বিষয়বস্তু ছিল, গাজার চলমান পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করে এমন একটি সমাধান খুঁজে বের করার প্রয়োজনীয়তা।
গাজায় যে নির্মমতা চলছে, তা যদি বন্ধ না হয় এবং যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি কার্যকর করতে না পারে, তবে দেশটিকে কঠিন মার দেওয়া হবে। গতকাল রোববার ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘মার্কিনদের প্রতি আমাদের পরামর্শ হলো—গাজায় অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করুন এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন করুন। অন্যথায় তাদের কঠিন মার দেওয়া হবে।’
হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই ইরান সক্রিয়ভাবে যুদ্ধবিরতির কথা বলে আসছে। দেশটি বারবার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র অবরুদ্ধ গাজাকে কেন্দ্র করে চলমান সংকটে উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিচ্ছে। গতকাল রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যা চালাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই কাজে সহায়তা করছে।
নাসের কানানি বলেন, ‘ইসরায়েলি সন্ত্রাসী কার্যক্রমে যুক্তরাষ্ট্রের পরিপূর্ণ সহায়তা রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের উদ্ধত মনোভাবকেই তুলে ধরে এবং বিষয়টি বিশ্বের জাতিসমূহের মধ্যে ঘৃণার উদ্রেক করেছে।’
এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করার জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ সমগ্র গণতান্ত্রিক দেশের যুদ্ধ বলে উল্লেখ করেন তিনি।
মাইক্রোব্লগিং সাইট এক্স (টুইটার) প্ল্যাটফর্মে এলি কোহেন পোস্ট শেয়ার করে বলেন, ‘জঙ্গিগোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থন জানানোর জন্য এস জয়শঙ্করকে ধন্যবাদ। আমাদের যুদ্ধ হচ্ছে একটি ঘৃণ্য সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সমগ্র গণতান্ত্রিক বিশ্বের যুদ্ধ, যারা আইএসআইএসের চেয়েও নিকৃষ্ট।’
গাজায় হামাসের বিরুদ্ধে অভিযানের মধ্যেই শনিবার এস জয়শঙ্কর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ফোনালাপে তিনি ‘সন্ত্রাসবাদ মোকাবিলা, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানে’ ভারতের অবস্থান ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
জয়শঙ্করও এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, ‘আজ বিকেলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে কথা হয়েছে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলি পর্যবেক্ষণ তুলে ধরার জন্য তাঁর প্রশংসা করছি। আমরা সন্ত্রাসবাদ মোকাবিলা, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং দুই রাষ্ট্র সমাধানে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’
এ আলোচনার মূল বিষয়বস্তু ছিল, গাজার চলমান পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করে এমন একটি সমাধান খুঁজে বের করার প্রয়োজনীয়তা।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকেরা দেশটির ফেডারেল রাজধানী ইসলামাবাদ অভিমুখে যে লং মার্চ ও অবস্থান কর্মসূচি দিয়েছিল তা শেষ হয়েছে। গত ২৪ নভেম্বর থেকে ইমরান খানের সমর্থকেরা ইসলামাবাদ অভিমুখে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। টানা তিন দিনের উত্তেজনা শেষে ইমরান..
১ ঘণ্টা আগেহিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সর্বশেষ যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৮ অক্টোবর। হামাসের দক্ষিণ ইসরায়েল আক্রমণের একদিন পর হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ শুরু করে। এই সংঘর্ষ গত সেপ্টেম্বরে ব্যাপক আকার ধারণ করে। লেবাননে ইসরায়েলি বিমান হামলা শুরু হয়। শিগগিরই দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল।
১ ঘণ্টা আগেদীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলমান সংঘর্ষ অবশেষে থেমেছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি চলবে ৬০ দিন। তবে ইসরায়েল জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও তারা গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই জারি রাখবে। কাতারভিত্তিক...
১ ঘণ্টা আগেভারতের বেঙ্গালুরুর এক হোটেল থেকে এক ভ্লগার তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আসামের বাসিন্দা মেয়েটি দুদিন আগে তাঁর ‘প্রেমিকের’ সেখানে ওঠেছিলেন। ওই যুবক কেরালার একটি স্কুলে ছাত্র উপদেষ্টা হিসেবে কর্মকর্তা। পুলিশ তাঁকে খুঁজছে। ডাকাডাকি করে সারা না পেয়ে হোটেল কক্ষের দরজা ভেঙে ভেতরে ওই তরুণীর ক্ষতবিক্ষত লাশ
১০ ঘণ্টা আগে