আফগানিস্তানে দূতাবাসে হামলার পরিকল্পনাকারী আইএস নেতাকে হত্যা করেছে তালেবান

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৩৯
Thumbnail image

আফগানিস্তানের রাজধানী কাবুলে কূটনৈতিক দূতাবাস এলাকায় হামলা চালানোর পরিকল্পনাকারী জঙ্গিগোষ্ঠী আইএসের শীর্ষ এক নেতাকে হত্যা করেছে তালেবান। একজন সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নাটকীয়ভাবে কমেছে। কিন্তু গত বছর আইএসের হামলার কারণে নিরাপত্তা পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করে। 

গত রোববার রাতে রাজধানী কাবুলে জঙ্গিবিরোধী অভিযান চালায় তালেবান বাহিনী। সেই অভিযানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানে আঞ্চলিক আইএসের ‘গোয়েন্দা ও অপারেশনস প্রধান’ ক্বারি ফাতেহ নিহত হয়েছেন। এ ছাড়া খায়ের খানা এলাকায় অভিযানে নিহত হয়েছেন আরও এক আইএস জঙ্গি। 

তালেবান মুখপাত্র বলেন, ক্বারি ফাতেহ কাবুলে কূটনৈতিক দূতাবাস, মসজিদ এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে সাম্প্রতিক হামলার পরিকল্পনা করেছিল। এই হামলার পরিকল্পনার তিনি ছিলেন প্রধান। 

তালেবান শাসনের সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে আইএস২০২২ সালের জুলাইয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে ফাতেহকে আইএসের একজন শীর্ষ নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারত, ইরান ও মধ্য এশিয়ার বিস্তৃত এলাকায় সামরিক অভিযানের অভিযোগ আনা হয়। 

আফগানিস্তানে তালেবান শাসনের সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে আইএস। বিদেশি, ধর্মীয় সংখ্যালঘু এবং সরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠীটি। 

গত ডিসেম্বরে কাবুলের একটি হোটেলে বন্দুক হামলার দায় স্বীকার করে আইএস। ওই হামলায় পাঁচ চীনা নাগরিক আহত হন। এ ছাড়া একই মাসে কাবুলে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে হামলা চালায় জঙ্গিগোষ্ঠীটি। আর জানুয়ারিতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়। এই হামলারও দায় স্বীকার করে আইএস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত