অনলাইন ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে কাছে পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর পরপরই ব্যারন হোটেলের গেটের সামনে আরেকটি বিস্ফোরণ ঘটে। এখানে ব্রিটিশ পাসপোর্টধারীদের নথিপত্র যাচাই করা হচ্ছিল।
এক তালেবান কর্মকর্তার বরাত দিয়েছে বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। ওই কর্মকর্তা জানান, হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। একজন তালেবান রক্ষীও আহত হয়েছেন বলে জানান তিনি।
তবে নিরপেক্ষ সূত্রে হতাহতদের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। পেন্টাগনের পক্ষ থেকে মার্কিন সামরিক ও বেসামরিক নাগরিক হতাহতের কথা জানানো হলেও সুনির্দিষ্ট পরিসংখ্যান জানাতে পারেননি তাঁরা।
এর আগে কাবুল বিমানবন্দরে আইএসআইএস বা আইএস গ্রুপ হামলা চালাতে পারে জানিয়ে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছিল।
মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন এটি আত্মঘাতী হামলা। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী মরিস পেইন এ নিয়ে বলেছিন, কাবুল বিমানবন্দর সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। অ্যাবে গেট, পূর্ব গেট, উত্তর গেটে যারা অপেক্ষমাণ আছে তাঁদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। নাগরিকদের একই ধরনের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। দেশটি নাগরিকদের নিরাপদ স্থানে চলে যেতে এবং পরবর্তী পরামর্শের জন্য অপেক্ষা করতে বলেছে।
তালেবান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ দখলের ১১ দিনের মাথায় এমন বড় হামলার ঘটনা ঘটলো।
এতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের উদ্ধার তৎপরতা থমকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেখানে যুক্তরাষ্ট্র ৮৮ হাজারের বেশি মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিতে মরিয়া হয়ে চেষ্টা করছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, প্রতি ৩৯ মিনিট পরপর তাদের একটি করে বিমান আফগানিস্তান ছাড়ছে।
জানা গেছে, বিমানবন্দরের অ্যাবে গেটের কাছে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এখানে গত কয়েক দিন ধরে আফগান শরণার্থীরা ভিড় করছেন।
কয়েক দিন আগে আফগানিস্তান ছেড়ে যাওয়া সাংবাদিক বিলাল সরবরি টুইটে বলেন, বিস্ফোরণ ঘটে একটি পয়োনিষ্কাশনের নালার ওপর। সেখানে আফগান শরনার্থীদের ভিসার কাগজপত্র যাচাই করা হচ্ছিল।
তিনি বলেন, একজন আত্মঘাতী হামলাকারী ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। এর পরপরই দ্বিতীয় হামলাকারী এলোপাতাড়ি গুলি করতে থাকে।
আফগান সংবাদমাধ্যম টলো নিউজের সাংবাদিক আব্দুল্লাহ হামিম জানান, কাবুলের ইমার্জেন্সি হাসপাতালে বেশ কয়েকজন আহতকে আনা হয়েছে। কাবুলে আল জাজিরার সাংবাদিক আলী লতিফী জানিয়েছেন, আহত অন্তত ৬০ জনকে ইমার্জেন্সি হাসপাতালে নেওয়া হয়েছে।
আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে কাছে পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর পরপরই ব্যারন হোটেলের গেটের সামনে আরেকটি বিস্ফোরণ ঘটে। এখানে ব্রিটিশ পাসপোর্টধারীদের নথিপত্র যাচাই করা হচ্ছিল।
এক তালেবান কর্মকর্তার বরাত দিয়েছে বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। ওই কর্মকর্তা জানান, হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। একজন তালেবান রক্ষীও আহত হয়েছেন বলে জানান তিনি।
তবে নিরপেক্ষ সূত্রে হতাহতদের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। পেন্টাগনের পক্ষ থেকে মার্কিন সামরিক ও বেসামরিক নাগরিক হতাহতের কথা জানানো হলেও সুনির্দিষ্ট পরিসংখ্যান জানাতে পারেননি তাঁরা।
এর আগে কাবুল বিমানবন্দরে আইএসআইএস বা আইএস গ্রুপ হামলা চালাতে পারে জানিয়ে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছিল।
মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন এটি আত্মঘাতী হামলা। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী মরিস পেইন এ নিয়ে বলেছিন, কাবুল বিমানবন্দর সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। অ্যাবে গেট, পূর্ব গেট, উত্তর গেটে যারা অপেক্ষমাণ আছে তাঁদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। নাগরিকদের একই ধরনের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। দেশটি নাগরিকদের নিরাপদ স্থানে চলে যেতে এবং পরবর্তী পরামর্শের জন্য অপেক্ষা করতে বলেছে।
তালেবান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ দখলের ১১ দিনের মাথায় এমন বড় হামলার ঘটনা ঘটলো।
এতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের উদ্ধার তৎপরতা থমকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেখানে যুক্তরাষ্ট্র ৮৮ হাজারের বেশি মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিতে মরিয়া হয়ে চেষ্টা করছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, প্রতি ৩৯ মিনিট পরপর তাদের একটি করে বিমান আফগানিস্তান ছাড়ছে।
জানা গেছে, বিমানবন্দরের অ্যাবে গেটের কাছে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এখানে গত কয়েক দিন ধরে আফগান শরণার্থীরা ভিড় করছেন।
কয়েক দিন আগে আফগানিস্তান ছেড়ে যাওয়া সাংবাদিক বিলাল সরবরি টুইটে বলেন, বিস্ফোরণ ঘটে একটি পয়োনিষ্কাশনের নালার ওপর। সেখানে আফগান শরনার্থীদের ভিসার কাগজপত্র যাচাই করা হচ্ছিল।
তিনি বলেন, একজন আত্মঘাতী হামলাকারী ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। এর পরপরই দ্বিতীয় হামলাকারী এলোপাতাড়ি গুলি করতে থাকে।
আফগান সংবাদমাধ্যম টলো নিউজের সাংবাদিক আব্দুল্লাহ হামিম জানান, কাবুলের ইমার্জেন্সি হাসপাতালে বেশ কয়েকজন আহতকে আনা হয়েছে। কাবুলে আল জাজিরার সাংবাদিক আলী লতিফী জানিয়েছেন, আহত অন্তত ৬০ জনকে ইমার্জেন্সি হাসপাতালে নেওয়া হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
৩২ মিনিট আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১০ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১০ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১১ ঘণ্টা আগে