অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়া আগে হামলা চালালে দেশটিকে পারমাণবিক অস্ত্র দিয়ে নির্মূল করা হবে বলে হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। আজ মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে এমনটি জানানো হয়।
উত্তর কোরিয়ায় হামলা চালানোর সক্ষমতা নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর আক্রমণাত্মক মন্তব্যের নিন্দা জানিয়ে গত তিন দিনে এ নিয়ে দুবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন কিম ইয়ো জং।
গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুহ উক বলেন, তাদের সেনাবাহিনীর কাছে 'উল্লেখযোগ্যভাবে উন্নত' নানা ধরনের ক্ষেপণাস্ত্র আছে, যা উত্তর কোরিয়ার যেকোনো লক্ষ্যবস্তুতে দ্রুত ও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।
এর জবাবে কিমের বোন বলেন, যদি দক্ষিণ কোরিয়া আমাদের সঙ্গে সামরিক সংঘর্ষের পথ বেছে নেয়, তবে আমাদের পারমাণবিক যুদ্ধবাহিনীকে অনিবার্যভাবে তার দায়িত্ব পালন করতে হবে।
কিম ইয়ো জং জানান, তার দেশের পারমাণবিক অস্ত্রগুলোর প্রাথমিক মিশন ছিল প্রতিরোধক হিসেবে কাজ করা। তবে যদি একটি সশস্ত্র সংঘাত শুরু হয়, এই অস্ত্রগুলো শত্রু নির্মূল করার জন্য ব্যবহার করা হবে।
এর আগে রোববার সিউলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন কিমের বোন কিম ইয়ো জং।
চলতি বছর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করেছে উত্তর কোরিয়া। এর আগে ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠকের পর ক্ষেপণাস্ত্র পরীক্ষা সাময়িক বন্ধ রেখেছিল পিয়ংইয়ং।
দক্ষিণ কোরিয়া আগে হামলা চালালে দেশটিকে পারমাণবিক অস্ত্র দিয়ে নির্মূল করা হবে বলে হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। আজ মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে এমনটি জানানো হয়।
উত্তর কোরিয়ায় হামলা চালানোর সক্ষমতা নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর আক্রমণাত্মক মন্তব্যের নিন্দা জানিয়ে গত তিন দিনে এ নিয়ে দুবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন কিম ইয়ো জং।
গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুহ উক বলেন, তাদের সেনাবাহিনীর কাছে 'উল্লেখযোগ্যভাবে উন্নত' নানা ধরনের ক্ষেপণাস্ত্র আছে, যা উত্তর কোরিয়ার যেকোনো লক্ষ্যবস্তুতে দ্রুত ও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।
এর জবাবে কিমের বোন বলেন, যদি দক্ষিণ কোরিয়া আমাদের সঙ্গে সামরিক সংঘর্ষের পথ বেছে নেয়, তবে আমাদের পারমাণবিক যুদ্ধবাহিনীকে অনিবার্যভাবে তার দায়িত্ব পালন করতে হবে।
কিম ইয়ো জং জানান, তার দেশের পারমাণবিক অস্ত্রগুলোর প্রাথমিক মিশন ছিল প্রতিরোধক হিসেবে কাজ করা। তবে যদি একটি সশস্ত্র সংঘাত শুরু হয়, এই অস্ত্রগুলো শত্রু নির্মূল করার জন্য ব্যবহার করা হবে।
এর আগে রোববার সিউলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন কিমের বোন কিম ইয়ো জং।
চলতি বছর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করেছে উত্তর কোরিয়া। এর আগে ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠকের পর ক্ষেপণাস্ত্র পরীক্ষা সাময়িক বন্ধ রেখেছিল পিয়ংইয়ং।
উত্তর প্রদেশের সাম্ভালে একটি মসজিদের সমীক্ষা নিয়ে সহিংসতায় চারজন নিহত হওয়ার পর ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। বন্ধ করা হয়েছে স্কুলের পাঠদান কার্যক্রম। গতকাল রোববার সকালে মুঘল যুগের শাহী জামা মসজিদে আদালতের নির্দেশে সমীক্ষা চালানো হলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মসজিদটি...
৬ মিনিট আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৯ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
১০ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
১০ ঘণ্টা আগে